ENG vs PAK: টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) পাকিস্তানকে (Pakistan) হারিয়ে দ্বিতীয়বারের মতো ট্রফি জিতল ইংল্যান্ড (England)। ১৩৮ রানের লক্ষ্যে খেলতে নেমে পাঁচ উইকেট ও ৬ বল হাতে রেখে জয়ের রাস্তায় পৌঁছে যায় ইংলিশরা। রবিবার টস হেরে ব্যাটিংয়ে নেমে সুবিধা করতে পারেনি পাকিস্তান। ইংলিশ পেসারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের সামনে রান তুলতে হিমশিম খেয়েছেন দুই পাকিস্তানি ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। এরপর ইনিংসের পঞ্চম ওভারে স্যাম কুরানের বলে রিজওয়ান (১৫) বোল্ড হয়ে ফিরলে ভাঙে দুজনের ২৯ রানের জুটি। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ১৩৭ রানের সংগ্রহ পায় পাকিস্তান।
ব্যাটে-বলে পর্যুদস্ত পাকিস্তান
জবাবে খেলতে নেমে প্রথম ওভারেই ভাঙে ইংল্যান্ডের উদ্বোধনী জুটি। অ্যালেক্স হেলসকে বোল্ড করেন শাহিন শাহ আফ্রিদি। প্যাডে লেগে বল আঘাত হানে স্টাম্পে। ২ বলে ১ রানে আউট হেলস। তারপরই হারিস রউফ ম্যাচটা জমিয়ে তোলেন ফিল সল্টকে ফিরিয়ে। সল্ট ক্যাচ তুলে দেন ইফতিখার আহমেদের হাতে। তিনি ফেরেন ৯ বলে ১০ রানে।এরপর অধিনায়ক জস বাটলারকে ফিরিয়ে ম্যাচে ফেরেন পাকিস্তান। হারিস রউফের বলে আউট হন বাটলার। ফেরার আগে ১৭ বলে ২৬ রান তোলেন তিনি। আর পাওয়ার প্লের প্রথম ৬ ওভারে ইংল্যান্ড ৩ উইকেট হারিয়ে করে ৪৯ রান।
চ্যাম্পিয়ন হয়ে কী বললেন বাটলার?
এই চাপ সামলানোর দায়িত্ব নেন বেন স্টোকস। প্রথমে হ্যারি ব্রুকের সঙ্গে গড়েন ৩৯ রানের জুটি। ২৩ বলে ২০ রান করে শাদাব খানের বলে আউট হন ব্রুক। কিন্তু স্টোকস মাঠে থেকেই দলকে জেতান আরও একটি বিশ্বকাপ। ৪৯ বলে ৫২ রানে অপরাজিত থাকেন তিনি। ম্যাচ জেতার পর ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার বলেন, “এই টি-২০ বিশ্বকাপ জিততে পারাট প্রত্যেকের জন্য অত্যন্ত গর্বের। এটি একটি দীর্ঘ যাত্রা এবং কিছু পরিবর্তন হয়েছে তবে আমরা গত কয়েক বছরে যেভাবে খেলেছি তার পুরষ্কার আমরা পেয়েছি। এটি একটি চমৎকার টুর্নামেন্ট ছিল। এখানে আসার আগে আমরা পাকিস্তানে গিয়েছিলাম, যেটা ছিল দলের জন্য কাজে দিয়েছে। বেন স্টোকসের আলাদা করে প্রশংসা করতেই হবেই। ও দুর্দান্ত ছন্দে রয়েছে। এই ম্যাচেও ও সেটাই দেখিয়ে দিল।”