ভারতীয় দল, ইংল্যান্ডের (ENG vs IND) মাটিতে একমাত্র টেস্ট ম্যাচ হারের পর গতকাল ৭ জুলাই প্রথম টি-২০ ম্যাচে ইংল্যান্ডকে হারিয়ে দিয়েছে। তবে এই ম্যাচ জিতে স্বস্তির বদলে সমস্যাই বেড়েছে ভারতের। কারণ সিরিজের প্রথম ম্যাচে টেস্ট দলে থাকা বিরাট কোহলি (Virat Kohli), জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা, ঋষভ পন্থ এবং শ্রেয়স আইয়ারকে প্রথম টি-২০ ম্যাচে বিশ্রাম দেওয়া হয়েছিল। কিন্তু দ্বিতীয় টি-২০ ম্যাচে তারা ফের দলে ফিরবেন।
এই অবস্থায় প্রশ্ন উঠে পড়েছে যে প্রথম ম্যাচে দুর্দান্ত প্রদর্শন করে দলকে জয় এনে দেওয়া খেলোয়াড়দের মধ্যে কাকে প্রথম একাদশের বাইরে রাখা হবে। এর মধ্যেই প্রাক্তন ভারতীয় দলের (Team India) জোরে বোলার জাহির খানের (Zaheer Khan) মতে ভারতীয় দল দ্বিতীয় টি-২০ ম্যাচে প্রথম একাদশে কোনো পরিবর্তন না করেই মাঠে নামবে।
দ্বিতীয় ম্যাচে প্রথম একাদশ Virat Kohli-r থাকা নিয়ে ভবিষ্যতবাণী জাহির খানের
প্রথম ম্যাচে ভারতীয় দল নিজেদের প্রথম সারির পাঁচ তারকা খেলোয়াড়কে বিশ্রাম দিয়েছিল। যেখানে বুমরাহ, কোহলি এবং ঋষভ পন্থের মত খেলোয়াড়রা রয়েছেন। কিন্তু এরা দ্বিতীয় টি-২০ ম্যাচে সকলেই দলে যোগ দেবেন। ফলে প্রথম ম্যাচের প্রথম একাদশ থেকে কে বাদ পড়বেন তা নিয়েই প্রশ্ন উঠে পড়েছে। এই নিয়ে কথা বলতে গিয়ে প্রাক্তন ভারতীয় জোরে বোলার জাহির খান জানিয়েছেন,
“এটা জানা মুশকিল যে নির্বাচনের দিক দিয়ে ওরা কোন দিকে যাবে। আপনারা ভারতকে সিরিজের প্রথম ম্যাচ জিততে দেখেছেন আগেও আর তারপর বাকি সিরিজের জন্য কোনো পরিবর্তন করেনি। আমার মনে হয় না যে ওরা কোনো পরিবর্তন করবে। যদি একটাও পরিবর্তন হয়, তাহলে আমাদের অপেক্ষা করতে হবে আর দেখতে হবে যে কী পরিবর্তন হল।”
প্রথম টি-২০ ম্যাচে কর্তৃত্ব করেছেন তরুণরা
ভারত বনাম ইংল্যান্ডের মধ্যে খেলা হওয়া প্রথম টি-২০ ম্যাচে ভারতীয় দল প্রথমে ব্যাট করে দীপক হুড্ডা (৩৩), সূর্যকুমার যাদব (৩৯), আর হার্দিক পান্ডিয়ার (৫১) গুরুত্বপূর্ণ ইনিংসের সৌজন্যে ১৯৮ রান তোলে। ফলে ইংল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্য দাঁড়ায় ১৯৯ রান।
এই রান তাড়া করতে নেমে ইংল্যান্ডের দল নির্ধারিত ২০ ওভার সম্পূর্ণ না খেলেই মাত্র ১৪৮ রানে অলআউট হয়ে যায় আর এই ম্যাচ ৫০ রানে হেরে যায়। এই ম্যাচে ভারতের হয়ে ৪টি উইকেট নেন হার্দিক পান্ডিয়া অন্যদিকে অর্শদীপ সিং নেন ২ উইকেট।