eight-teams-to-participate-in-asia-cup

গত মে মাসের ভারত-পাক সীমান্ত সংঘর্ষের পর অনিশ্চয়তা দেখা গিয়েছিলো এশিয়া কাপ (Asia Cup 2025) নিয়ে। বহুদলীয় টুর্নামেন্টে পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামার ছাড়পত্র ভারতীয় দল’কে কেন্দ্রীয় সরকার আদৌ দেবে কিনা তা নিয়ে সংশয় ছিলো ক্রিকেটমহলে। জটিলতা বাড়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের সভা’কে কেন্দ্র করে। এসিসি চেয়ারম্যান মহসীন নকভি বাংলাদেশের ঢাকায় সভা আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিলেন। কিন্তু রাজনৈতিক পালাবদলের পর বাংলাদেশে প্রতিনিধি পাঠাতে শুরুতে রাজী ছিলো না বিসিসিআই। বেঁকে বসে তারা। শ্রীলঙ্কা ও আফগানিস্তান বোর্ড’ও বাংলাদেশে প্রতিনিধি পাঠাতে অস্বীকার করেছিলো। যার ফলে বিশ বাঁও জলে পড়েছিলো এশিয়া কাপের (Asia Cup 2025) ভবিষ্যত। শেষমেশ কেটেছে সেই সমস্যা। বৈঠকে অংশ নিয়েছে ভারত, শ্রীলঙ্কা, আফগানিস্তান। ফলে উজ্জ্বল হয়েছে এশিয়া কাপের সম্ভাবনাও।

Read More: শুধুমাত্র ইংল্যান্ড সিরিজ নয়, শ্রীলঙ্কার বিপক্ষেও বাদ ঋষভ পান্থ, সামনে এলো চাঞ্চল্যকর তথ্য !!

আট দল নিয়ে এবারের এশিয়া কাপ-

Asia Cup | Image: Twitter
Asia Cup | Image: Twitter

বিসিসিআই-এর সিদ্ধান্তের উপরেই অনেকখানিক নির্ভর করে ছিলো এশিয়া কাপের (Asia Cup 2025) ভবিষ্যত। শেষমেশ তারা বাংলাদেশের বৈঠকে অংশগ্রহণ করায় আলো দেখতে শুরু করেছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। সংবাদমাধ্যম সূত্রে খবর যে ইতিমধ্যে টুর্নামেন্টের দিনক্ষণ’ও ঠিক করে ফেলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (ACC)। আগামী ৫ বা ৮ সেপ্টেম্বর থেকে চলবে এশিয়া কাপ (Asia Cup 2025)। চলবে ২১ সেপ্টেম্বর পর্যন্ত। এসিসি’র ক্যালেন্ডার অনুযায়ী এবার প্রতিযোগিতা আয়োজিত হওয়ার কথা ভারতে। কিন্তু ভেন্যু নিয়ে ভারত-পাক দড়ি টানাটানি এড়াতে আগেই টুর্নামেন্ট সংযুক্ত আরব আমিরশাহীতে সরিয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দুবাই, আবু ধাবি, শারজা’র মত মাঠে খেলা হতে পারে ম্যাচগুলি। মধ্যপ্রাচ্যে ভারতের সাম্প্রতিক রেকর্ড বেশ ভালো। এসিসি’র সিদ্ধান্তকে তারা স্বাগত জানাবে বলেই মনে করা হচ্ছে।

সাধারণত পরবর্তী আইসিসি ইভেন্টটিকে মাথায় রেখে ফর্ম্যাট স্থির করা হয় এশিয়া কাপের (Asia Cup 2025)। ২০২৩-এর ওয়ান ডে বিশ্বকাপের ঠিক আগে যে এশিয়া কাপ হয়েছিলো, তা খেলা হয়েছিলো পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে। কিন্তু এবার ফোকাসে ২০২৬-এর টি-২০ বিশ্বকাপ। ফলে এশিয়া কাপ’ও আয়োজিত হতে চলেছে কুড়ি-বিশের ফর্ম্যাটে। গতবার টুর্নামেন্টে অংশ নিয়েছিলো ছয়টি দল। এবার বাড়ছে অংশগ্রহণকারীর সংখ্যাও। প্রথমবার এশিয়া কাপ (Asia Cup 2025) আয়োজিত চলেছে আট’টি দল’কে নিয়ে। ভারত, পাকিস্তানের মত দুই হেভিওয়েট তো থাকছেই। সাথে থাকছে শ্রীলঙ্কা, বাংলাদেশ, আফগানিস্তান’ও। অ্যাসোসিয়েট দেশগুলির মধ্যে ওমান, সংযুক্ত আরব আমিরশাহী ও হং কং-কে দেখা যাবে এশিয়া কাপে। এবার সুযোগ পায় নি নেপাল। গ্রুপ বিন্যাস ও সম্পূর্ণ সূচি কিছুদিনের মধ্যেই প্রকাশ করার ব্যাপারে আশাবাদী এসিসি।

সবার নজর ভারত-পাক ম্যাচের দিকে-

Asia Cup | Image: Twitter
Asia Cup | Image: Twitter

গত দুই দশক ধরেই ভালো নয় ভারত-পাক ক্রিকেটীয় সম্পর্ক। সাম্প্রতিক পহলগাম হামলা ও অপারেশন সিঁদুরের পর আরও তলানিতে ঠেকেছে তা। এই আবহে এবারের এশিয়া কাপে (Asia Cup 2025) দুই দলের প্রতিদ্বন্দ্বীতা কোন পর্যায়ে যায় তা নিয়ে চিন্তায় ক্রিকেটজনতা। দিনকয়েক আগে গুঞ্জন ছড়িয়েছিলো যে এশিয়া কাপে ভারত ও পাকিস্তানকে যাতে একই গ্রুপে না রাখা হয় সেই অনুরোধ জানিয়েছে এসিসি’কে নাকি চিঠি লিখেছে বিসিসিআই। কিন্তু তা অস্বীকার করেছেন সচিব দেবজিৎ সইকিয়া। ধরে নেওয়া যায় যে গ্রুপ পর্বে এই হাইভোল্টেজ ম্যাচ আয়োজনের চেষ্টায় থাকবে এশীয় ক্রিকেট সংস্থা (ACC)। এশিয়া কাপের (Asia Cup 2025) যা ফর্ম্যাট তাতে ভারত ও পাকিস্তান নক-আউট পর্বে বা ফাইনালেও মুখোমুখি হতে পারে দুই দল। যদি তেমনটা হয়, সেক্ষেত্রে বিসিসিআই কি অবস্থান নেয় সেদিকে নজর থাকবে সকলের।

Also Read: ডি ভিলিয়ার্সের সেরা একাদশে দুই ভারতীয়, জায়গা হলো না শচীন তেন্ডুলকরের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *