নিলাম শেষ হতেই বড় সিদ্ধান্ত নিলো ইংলিশ ক্রিকেট বোর্ড, বিদেশি লীগ খেললেই করবে ব্যান !! 1

ECB: সপ্তাহের শুরুতেই দুবাইয়ের জেদ্দায় বসেছিল আইপিএল ২০২৫’এর নিলামের আসর। ফ্রাঞ্চাইজি তাদের পছন্দ মতন দল গঠন করে চমকে দিয়েছে ভক্তদের। নিলামের পরেই উঠে আসলো বড় তথ্য। জানা গিয়েছে বিদেশি লীগ থেকে ব্যান হচ্ছেন ইংল্যান্ডের ক্রিকেটাররা। এবারের আইপিএল নিলামে নতুন দল পেয়েছেন জস বাটলার (Jos Buttler), জোফরা আর্চার (Jofra Archer), উইল জ্যাকস (Will Jacks), লিয়াম লিভিংস্টোন (Liam Livingstone), মঈন আলী (Moeen Ali), স্যাম কুরান (Sam Curran) প্রমুখরা।

বাটলার-আর্চাররা হলেন মালামাল

Jos Buttler and Jofra Archer
Jos Buttler and Jofra Archer | Image: Getty Images

আসন্ন আইপিএলে সবথেকে দামি ইংলিশ খেলোয়াড় হয়ে উঠেছেন জস বাটলার। তিনি আগামী মরশুমে গুজরাত টাইটান্স দলের হয়ে খেলতে নামবেন। গুজরাত টাইটান্স এবার ১৫.৭৫ কোটিতে বাটলারকে দলে শামিল করেছে। ১২.৫০ কোটি টাকায় রাজস্থানে ফিরলেন জোফরা আর্চার, ৮.৭৫ কোটি টাকায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু তাদের দলে শামিল করেছে লিয়াম লিভিংস্টোনকে। তাছাড়া ৫.২৫ কোটি দিয়ে মুম্বই ইন্ডিয়ান্সে যোগ দিলেন উইল জ্যাকস, পাশাপশি ২.৪০ কোটি টাকায় চেন্নাইতে ফিরলেন স্যাম কুরান এবং ২ কোটিতে কলকাতা নাইট রাইডার্স দলে শামিল হয়েছেন মঈন আলী। এবারে প্রতিটি ইংলিশ খেলোয়াড়কেই নতুন দল পেতে দেখা গিয়েছে। যদিও, ইংলিশ তারকা পেসার জেমস এন্ডারসন (James Anderson) নিলামে পেলেন না কোনো দল।

নিলামের পরেই ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ECB)‌ জানিয়ে দিয়েছে, কোনও ইংরেজ ক্রিকেটার পাকিস্তান সুপার লিগে (PSL) খেলতে পারবেন না। শুধু আইপিএলে নয় দেশ বিদেশের বিভিন্ন লিগে ইংলিশ খেলোয়াড়দের খেলতে দেখা যায়। তবে, আইপিএল খেলায় ECB’র কোনো আপত্তি না থাকলেও পিএসএলে দেশের ক্রিকেটারদের খেলার উপর নিষেধাজ্ঞা জারি করল বোর্ড। বোর্ডের মতে দেশের ক্রিকেটাররা যাতে আরও করে কাউন্টি ও দেশের অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টে অংশ নিতে পারেন তাই এই সিদ্ধান্ত নিয়েছে ECB। সাদা বলের ক্রিকেটারদের ক্ষেত্রেই এই নিষেধাজ্ঞা জারি করেছে ইসিবি।

ফ্রাঞ্চাইজি ক্রিকেট খেলতে নিষেধাজ্ঞা জারি করলো ECB

Ecb
England Cricket Board | Image: Getty Images

পাশাপাশি, ইসিবি জানিয়েছে, বোর্ডের সঙ্গে চুক্তিবদ্ধ ক্রিকেটারদের বিদেশি লিগ খেলার অনুমতি আর দেওয়া হবে না। ইসিবির চিফ এক্সিকিউটিভ রিচার্ড গোল্ড জানিয়েছেন, “আমরা এই নিয়মটি দেশের ক্রিকেট ও ক্রিকেটারদের মধ্যে ভারসাম্য বজায় রাখার জন্য এনেছি। উপার্জন ও অভিজ্ঞতার পাশাপাশি দেশের বিভিন্ন ঘরোয়া লিগে খেলাটাও খেলোয়াড়দের কর্তব্য এবং গুরুত্বপূর্ন।

Read Also: রয়্যাল চলেঞ্জার্সের দায়িত্বে ফিরছেন বিরাট কোহলি, ডি ভিলিয়ার্স দিলেন বড় আপডেট !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *