বাংলাদেশ সিরিজের আগে বদলে গেলো স্কোয়াড, রিঙ্কু সিং-সহ এই খেলোয়াড়’রা পেলেন সুযোগ !! 1

আগামী ১৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের টেস্ট সিরিজ (IND vs BAN)। প্রথম ম্যাচটি রয়েছে চেন্নাইতে। চলার কথা ২৩ সেপ্টেম্বর অবধি। ইংল্যান্ডের বিরুদ্ধে ফেব্রুয়ারি মাসে শেষ টেস্ট খেলেছিলো ভারত। প্রায় ছয় মাসের বিরতির পর লাল বলের লড়াইতে ফিরতে চলেছে তারা। প্রতিপক্ষ বাংলাদেশকেও এই মুহূর্তে সমীহ করছে দল। সেই কারণেই প্রথম টেস্ট ম্যাচের জন্য শক্তিশালী স্কোয়াড ঘোষণা করা হয়েছে। দলে ফিরছেন বিরাট কোহলি (Virat Kohli)। সড়ক দুর্ঘটনার পর প্রথমবার টেস্টে দেখা যাবে ঋষভ পন্থকে (Rishabh Pant)। থাকছেন মহম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাহ’রাও। টেস্ট সিরিজে যে তারকাদের সুযোগ দেওয়া হয়েছে তাঁদের মধ্যে অনেকেই খেলছিলেন দলীপ ট্রফি (Duleep Trophy)। ঘরোয়া ক্রিকেট ছেড়ে তাঁরা আন্তর্জাতিক আঙিনায় পা রাখায় বদলে গিয়েছে দলীপ ট্রফির স্কোয়াড’ও।

ভারতের টেস্ট স্কোয়াড-

Read More: মদের ঘোরে উদ্দাম শুভমান-ঈশান, জন্মদিনের পার্টির বিস্ফোরক ভিডিও হলো ভাইরাল !!

ভারত-এ দলে পাঁচ পরিবর্তন-

Shubman Gill | IND vs BAN | Image: Twitter
Shubman Gill | Image: Twitter

দলীপ ট্রফিতে প্রথম ম্যাচটি হেরেছে ভারত-এ। ১২ তারিখ থেকে শুরু হতে চলা দ্বিতীয় রাউন্ডের ম্যাচটির আগে চিন্তা বাড়লো তাদের। বাংলাদেশের বিপক্ষে (IND vs BAN) প্রথম টেস্টটির জন্য যে স্কোয়াড ঘোষণা করা হয়েছে সেখানে সুযোগ পেয়েছেন ভারত-এ দলের পাঁচ জন্য। সরে দাঁড়াচ্ছেন তাঁরা সকলেই। আজ বিকল্প খেলোয়াড়দের নাম ঘোষণা করেছে বিসিসিআই। শুভমান গিলের (Shubman Gill) বদলে দলে যোগ দিচ্ছেন রেলওয়েজের প্রথম সিং, কে এল রাহুলের বদলি হিসেবে ঘোষিত হয়েছে অক্ষয় ওয়াদকারের নাম। তিনি বিদর্ভের খেলোয়াড়। উইকেটরক্ষক ধ্রুব জুড়েলের জায়গায় আসছেন অন্ধ্রের শেখ রশিদ। কুলদীপ যাদব (Kuldeep Yadav) টেস্ট দলে যোগ দিচ্ছেন। তাঁর পরিবর্ত হিসেবে দলীপ ট্রফিতে দেখা যাবে মুম্বইয়ের শামস মুলানিকে। পেসার আকাশ দীপের জায়গায় এসেছেন উত্তরপ্রদেশের আকিব খান। শুভমানের বদলে অধিনায়কত্ব করবেন মায়াঙ্ক আগরওয়াল।

এক নজরে সম্পূর্ণ ভারত-এ দল-

মায়াঙ্ক আগরওয়াল (অধিনায়ক), রিয়ান পরাগ, তিলক বর্মা, শিবম দুবে, তনুষ কোটিয়ান, প্রসিদ্ধ কৃষ্ণা, খলিল আহমেদ, আবেশ খান, কুমার কুশাগ্র (উইকেটরক্ষক), শাশ্বত রাওয়াত, প্রথম সিং, অক্ষর ওয়াদকার, শেখ রশিদ, শামস মুলানি, আকিব খান।

ভারত-বি দলে সুযোগ পেলেন রিঙ্কু সিং-

Rinku Singh | Image: Getty Images
Rinku Singh | Image: Getty Images

ভারত-বি দল থেকেও চার সদস্য বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) টেস্ট দলে ডাক পেয়েছেন। যশস্বী জয়সওয়ালের বদলে দলীপ ট্রফির ম্যাচে দেখা যাবে গোয়ার সুয়শ প্রভুদেশাইকে। উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্থ সরে দাঁড়ানোয় সেই শূন্যস্থান পুরণ করতে চলেছেন রিঙ্কু সিং। বাকি দুই ফর্ম্যাটে দেশের জার্সি গায়ে খেলেছেন রিঙ্কু (Rinku Singh)। দলীপে ভালো পারফর্ম্যান্স করে টেস্ট দলে ডাক পাওয়ার আশায় থাকবেন তিনি। বাংলাদেশের বিরুদ্ধে প্রথমবার জাতীয় দলে ডাক পেয়েছেন পেসার যশ দয়াল। দলীপ ট্রফি (Duleep Trophy) থেকে সরে দাঁড়িয়েছেন তিনিও। চেন্নাই টেস্টের ষোল সদস্যের স্কোয়াডে রয়েছেন সরফরাজ খান’ও। কিন্তু তা সত্ত্বেও ঘরোয়া ক্রিকেটে অংশ নেবেন তিনি। ১৫ তারিখ অবধি ম্যাচ খেলে যোগ দেবেন ভারতীয় শিবিরে। এছাড়া ভারত-বি’র স্কোয়াডে যুক্ত করা হয়েছে মধ্যপ্রদেশের হিমাংশু মন্ত্রীকেও।

এক নজরে সম্পূর্ণ ভারত-বি দল-

অভিনণ্যু ঈশ্বরণ (অধিনায়ক), সরফরাজ খান, মুশির খান, নীতিশ কুমার রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, নভদীপ সাইনি, মুকেশ কুমার, রাহুল চাহার, আর সাই কিশোর, মোহিত অবস্থি, নারায়ণ জগদীশন (উইকেটরক্ষক), সুয়শ প্রভুদেশাই, রিঙ্কু সিং, হিমাংশু মন্ত্রী (উইকেটরক্ষক)।

অক্ষর প্যাটেল’কে পাচ্ছে না ভারত-ডি-

Axar Patel | Image: Getty Images
Axar Patel | Image: Getty Images

বাংলাদেশ সিরিজে (IND vs BAN) সুযোগ পান নি শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ভারত-ডি দলের অধিনায়ক হিসেবে আপাতত থাকছেন তিনিই। কেবলমাত্র সরে দাঁড়াচ্ছেন অক্ষর প্যাটেল। তাঁর বদলে যোগ দিচ্ছেন হরিয়ানার নিশান্ত সিন্ধু। এছাড়াও তুষার দেশপাণ্ডে চোটের জন্য ছিটকে গিয়েছেন দলীপ ট্রফির দ্বিতীয় রাউন্ডের ম্যাচ থেকে। ভারত-এ থেকে বিদ্ব্যাৎ কাভেরাপ্পাকে তাঁর বিকল্প হিসেবে যুক্ত করা হয়েছে ভারত-ডি দলে। প্রাথমিক স্কোয়াডে ছিলেন ঈশান কিষণ’ও (Ishan Kishan)। কিন্তু প্রথম ম্যাচ খেলেন নি চোটের কারণে। দ্বিতীয় ম্যাচেও নেই তিনি. দলীপ ট্রফির চারটি দলের মধ্যে কেবল ভারত-সি স্কোয়াডে কোনো বদল নেই। টেস্ট সিরিজের জন্য কাউকে খোয়াতে হয় নি তাদের। ঋতুরাজ গায়কোয়াড়ের দল এর আগের ম্যাচে অন্ধ্রপ্রদেশের অবন্তীপুরের মাঠে হারিয়েছে ভারত-ডি’কে। আগামীতেও সাফল্যের সন্ধানে থাকবে তারা।

এক নজরে সম্পূর্ণ ভারত-ডি দল-

শ্রেয়স আইয়ার (অধিনায়ক), অথর্ব তাইডে, যশ দুবে, দেবদত্ত পাডিক্কাল, রিকি ভুঁই, সারাংশ জৈন, আর্শদীপ সিং, আদিত্য ঠাকরে, হর্ষিত রাণা, আকাশ সেনগুপ্ত, কে এস ভরত (উইকেটরক্ষক), সৌরভ কুমার, সঞ্জু স্যামসন (উইকেটরক্ষক), নিশান্ত সিন্ধু, বিদ্ব্যাৎ কাভেরাপ্পা।

Also Read: IND vs BAN: “পাকিস্তানের দশা হবে…” মাঠে নামার আগে ভারতকে হুঁশিয়ারি শরিফুল ইসলামের !!

 

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *