গত কয়েকমাসে ওঠাপড়ার মধ্যে দিয়ে গিয়েছে ঋতুরাজ গায়কোয়ারের (Ruturaj Gaikwad) আন্তর্জাতিক কেরিয়ার। নভেম্বরে তিনি সুযোগ পেয়েছিলেন অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টি-২০ সিরিজে। গুয়াজাটিতে একটি দারুণ শতরানও করেন। কিন্তু তারপর ফের জায়গা হয়েছিলো দলের বাইরে। দক্ষিণ আফ্রিকা সফরে ছিলেন না তিনি। জায়গা হয় নি আফগানিস্তানের বিরুদ্ধেও। জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-২০ সিরিজে ফের তাঁর কথা ভাবেন নির্বাচকেরা। মাঠে নেমে ব্যাট হাতে যোগ্যতার প্রমাণ দেন ঋতুরাজ। মহারাষ্ট্রের তারকা ৭৭ ও ৪৯ রানের দুটি চমৎকার ইনিংস খেলেন। ভালো পারফর্ম্যান্সও দীর্ঘস্থায়ী করতে পারে নি তাঁকে। ফের বাদ দেওয়া হয় শ্রীলঙ্কার বিরুদ্ধে। তারকাদের ভীড়ে হারিয়ে যান ঋতুরাজ (Ruturaj Gaikwad) । তাঁর অনুপস্থিতি ক্ষোভের সৃষ্টি করেছিলো ক্রিকেটমহলে।
শ্রীলঙ্কা সফর থেকে ঋতুরাজকে (Ruturaj Gaikwad) বাদ দেওয়ার পর সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হতে হয়েছিলো নির্বাচক প্রধান অজিত আগরকারকে। তিনি জানিয়েছিলেন যে আপাতত বাদ পড়লেও রেডারে রয়েছেন মহারাষ্ট্রের ক্রিকেটার। অবশেষে কথা রাখলেন তিনি। দলীপ ট্রফির জন্য প্রথম সারির ভারতীয় ক্রিকেটারদের বেছে নেওয়া হয়েছে আজকের নির্বাচনী বৈঠক শেষে। শুভমান গিল, মহম্মদ সিরাজ, যশস্বী জয়সওয়াল, কুলদীপ যাদব (Kuldeep Yadav), রবীন্দ্র জাদেজা (Ravindra Jadeja), অক্ষর প্যাটেল, আর্শদীপ সিং-দের মত জাতীয় দলের নিয়মিত সদস্যদের লম্বা সময় পর দেখা যাবে ঘরোয়া ক্রিকেটের আঙিনায়। আসন্ন বাংলাদেশ, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া সিরিজের ‘অডিশন’ হিসেবে ধরা হচ্ছে দলীপ ট্রফিকে। সেখানে কেবল সুযোগই পেলেন না ঋতুরাজ, তাঁর হাতে তুলে দেওয়া হলো অধিনায়কের দায়িত্ব।
Read More: ‘ন্যাড়া বারবার বেলতলা যায়…’ হার্দিক মজেছেন বিদেশিনীর প্রেমে, ‘লাভ বার্ডস’দের নিয়ে হইচই সোশ্যাল মিডিয়ায় !!
ভারত-সি দলের অধিনায়ক ঋতুরাজ-
ভারত-এ, ভারত-বি, ভারত-সি ও ভারত-ডি, চার দলের মধ্যে আয়োজিত হবে এই বছজরের দলীপ ট্রফি (Dulpeep Trophy)। সেপ্টেম্বর মাসের ৫ তারিখ থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। ভেন্যু হিসেবে বেছে নেওয়া হয়েছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর ও বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে। আজ যে স্কোয়াড ঘোষণা করেছে বিসিসিআই, সেখানে ভারত-সি দলের নেতা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে ঋতুরাজ গায়কোয়াড়’কে (Ruturaj Gaikwad) । তাঁর সাথে স্কোয়াডে রয়েছেন তরুণ তুর্কি সাই সুদর্শন (Sai Sudharshan)। জাতীয় দলের সুপারস্টার ও টি-২০ অধিনায়ক সূর্যকুমার যাদব’ও (Suryakumar Yadav)। আইপিএলে সাড়া ফেলে দেওয়া বঙ্গসন্তান অভিষেক পড়েল খেলবেন ঋতুরাজের নেতৃত্বে। এছাড়ায় হৃত্বিক শোকিন, বাবা ইন্দ্রজিৎ, সন্দীপ ওয়ারিয়ার, বিজয়কুমার বৈশাখ, উমরান মালিক, অংশুল কম্বোজের মত ঘরোয়া ক্রিকেটের আঙিনায় পরিচিত নামকে দেখা যাবে ভারত-সি’র হয়ে।
২০২৪- এর দলীপ ট্রফি (Duleep Trophy) যে মহাতারকাদের সমাহার হতে চলেছে তা বোঝা যায় চার দলের স্কোয়াডে চোখ বোলালেই। ভারত-এ দলের নেতৃত্ব পেয়েছেন শুভমান গিল (Shubman Gill)। স্কোয়াডে আছেন রিয়ান পরাগ, মায়াঙ্ক আগরওয়াল, তিলক বর্মা, শিবম দুবের মত তারকারা। তাৎপর্যপূর্ণ ভাবে ভারত-বি’-এর নেতৃত্ব দেওয়া হয়েছে বাংলার অভিমন্যু ঈশ্বরণকে (Abhimanyu Easwaran)। এখনও আন্তর্জাতিক সিনিয়র দলে না খেললেও ভারত-এ দলের অধিনায়ক হওয়ার অভিজ্ঞতা রয়েছে তাঁর। রবীন্দ্র জাদেজা, ওয়াশিংটন সুন্দর, মহম্মদ সিরাজ, মুকেশ কুমার, ঋষভ পন্থদের মত টিম ইন্ডিয়ার সুপারস্টারেরা রয়েছেন স্কোয়াডে। ভারত-ডি দলের নেতৃত্বে শ্রেয়স আইয়ার (Shreyas Iyer)। ঈশান কিষণ বনাম বোর্ড জটিলতা কাটার ইঙ্গিত মিলেছে। ভারত-ডি দলে সুযোগ দেওয়া হয়েছে ঝাড়খণ্ডের ক্রিকেটারকে। এছাড়াও রয়েছেন দেবদত্ত পাডিক্কাল, আর্শদীপ সিং, অক্ষর প্যাটেল’রা।
ভারত-সি দলের সম্পূর্ণ স্কোয়াড-
ঋতুরাজ গায়কোয়াড় (অধিনায়ক), বি. সাই সুদরর্শন, রজত পতিদার, অভিষেক পোড়েল (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, বাবা ইন্দ্রজিৎ, হৃত্বিক শোকিন, মানব সুতার, উমরান মালিক, বিজয়কুমার বৈশাখ, অংশুল কম্বোজ, হিমাংশু চৌহান, মায়াঙ্ক মারকণ্ডে, আরিয়ান জুয়াল (উইকেটরক্ষক), সন্দীপ ওয়ারিয়ার।
এক নজরে চার দলের সম্পূর্ণ স্কোয়াড-
🚨 NEWS 🚨
Squads for first round of #DuleepTrophy 2024-25 announced
All The Details 🔽 @IDFCFIRSTBankhttps://t.co/EU0RDel975
— BCCI Domestic (@BCCIdomestic) August 14, 2024