duleep-trophy-pant-cements-place

দলীপ ট্রফির (Duleep Trophy) প্রথম রাউন্ডের ম্যাচ শেষ হলেই বৈঠকে বসবে টিম ইন্ডিয়ার (Team India) নির্বাচকমণ্ডলী। বাংলাদেশের বিরুদ্ধে আসন্ন দুই টেস্টের সিরিজের জন্য দল বেছে নিতে হবে তাদের। নিউজিল্যান্ডের বিরুদ্ধে অক্টোবরে হোম সিরিজ রয়েছে ভারতের, তারপর অস্ট্রেলিয়ার বিপক্ষে বর্ডার-গাওস্কর ট্রফি খেলতে উড়ে যাবে দল। গুরুত্বপূর্ণ এই দশটি টেস্টের জন্যই রণকৌশল সাজানোর কথা ভাবতে হবে নবনিযুক্ত কোচ গৌতম গম্ভীরকেও (Gautam Gambhir)। দলীপ ট্রফির ম্যাচগুলির দিকে তাই তীক্ষ্ণ নজর রেখেছেন তিনিও। বেঙ্গালুরু ও অবন্তীপুরের দুটি খেলা যে পথে এগোচ্ছে বা এগিয়েছে তাতে খানিক আশ্বস্ত বোধ করতে পারেন নির্বাচক প্রধান আগরকার বা কোচ গম্ভীর। যোগ্যতার প্রমাণ দিয়েছেন অক্ষর প্যাটেল, শ্রেয়স আইয়াররা। আশা জাগিয়েছে ঋষভ পন্থের (Rishabh Pant) প্রত্যাবর্তন’ও।

Read More: মানব সুথারের ফিরকির সামনে ব্যার্থ শ্রেয়স আইয়ারের ভারত ডি, দলীপ ট্রফির মঞ্চে প্রথম জয় ছিনিয়ে নিলো ভারত সি !!

ধুন্ধুমার অর্ধশতক ঋষভ পন্থের-

Rishabh Pant | Duleep Trophy | Image: Getty Images
Rishabh Pant | Duleep Trophy | Image: Getty Images

২০২২-এর ডিসেম্বরে বাংলাদেশের বিরুদ্ধে শেষ লাল বলের ফর্ম্যাটে মাঠে নেমেছিলেন ঋষভ পন্থ (Rishabh Pant) । তারপর ভয়ঙ্কর এক সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়ে অনিশ্চিত হয়ে পড়েছিলো তাঁর ক্রিকেট কেরিয়ারই। অস্ত্রোপচার, দীর্ঘ রিহ্যাবের পর মাঠে ফিরেছিলেন তিনি। ১৪ মাসের বিরতি শেষে খেলেছিলেন আইপিএল (IPL)। তারপর টি-২০ ও ওডিআই খেললেও দীর্ঘতম ফর্ম্যাটে দেখা যায় নি তাঁকে। অবশেষে প্রত্যাবর্তন ঘটালেন দলীপ ট্রফির (Duleep Trophy) ম্যাচে। অভিমণ্যু ঈশ্বরণের নেতৃত্বাধীন ভারত-বি’র হয়ে নেমেছেন তারকা উইকেটরক্ষক-ব্যাটার। চিন্নাস্বামীর বাইশ গজে প্রথম ইনিংসে চেনা ছন্দে পাওয়া যায় নি তাঁকে। আকাশ দীপের বল তাড়া করে উড়িয়ে দিতে চেয়েছিলেন লং-অফের উপর দিয়ে। কিন্তু শটে নিয়ন্ত্রণ না থাকায় ধরা পড়েন শুভমান গিলের হাতে। ১০ বলে ৭ করে ফেরেন তিনি।

দ্বিতীয় ইনিংসে অবশ্য অনুরাগীদের আক্ষেপ মিটিয়ে দিতে দেখা গেলো ঋষভ’কে (Rishabh Pant) । ক্রিজে যখন নেমেছিলেন, তখন ভারত-বি’র স্কোরবোর্ডে ৩ উইকেটের বিনিময়ে ২২ রান। যশস্বী জয়সওয়াল, অভিমণ্যু ঈশ্বরণ ও প্রথম ইনিংসের নায়ক মুশির খান ফিরে গিয়েছেন সাজঘরে। তারপর সরফরাজ খানকে সাথে নিয়ে পালটে দেন ম্যাচের গতিবিধি। টি-২০’র ঢঙে ভয়ডরহীন ক্রিকেট খেলতে দেখা যায় তাঁকে। স্পিনারকে স্টেপ আউট করে লং অন বা মিড উইকেটের উপর দিয়ে আছড়ে ফেলেছেন গ্যালারিতে, কাট বা ড্রাইভে পাঠিয়েছেন বাউন্ডারির ঠিকানায়। ৩৪ বলে পঞ্চাশের গণ্ডী পেরোন তিনি। শেষমেশ তনুষ কোটিয়ানের বলে আউট হন ৬১ রানে। ৪৭ বলের ইনিংসটি সাজান ৯টি চার ও ২টি ছক্কায়। স্ট্রাইক রেট ছিলো ১৩০-এর কাছে।

দেখুন ঋষভের ইনিংসের কিছু ঝলক-

ঈশান-রাহুলের জন্য বন্ধ হবে দরজা-

KL Rahul | Image: Twitter
KL Rahul | Duleep Trophy | Image: Twitter

ঋষভ পন্থের (Rishabh Pant) অবর্তমানে উইকেটরক্ষক-ব্যাটার পজিশনে বেশ কয়েকজনকে ব্যবহার করে দেখেছিলেন প্রাক্তন কোচ রাহুল দ্রাবিড় । ঋদ্ধিমান সাহা’কে ছেঁটে ফেলে কোণা শ্রীকার ভরতকে প্রথমে সুযোগ দিয়েছিলেন তিনি। অন্ধ্রের ক্রিকেটার সাফল্য না পাওয়ায় খেলানো হয় ঈশান কিষণকে (Ishan Kishan)। দক্ষিণ আফ্রিকায় একটি টেস্ট ম্যাচে কে এল রাহুলকেও (KL Rahul) দেখা যায় দস্তানা হাতে উইকেটরক্ষার দায়িত্ব সামলাতে। ঈশান-বিসিসিআই ঠাণ্ডা যুদ্ধ চলাকালীন ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে মাঠে নেমেছিলো ভারতীয় দল। তরুণ ধ্রুব জুড়েল’কে সুযোগ দিয়েছিলো টিম ম্যানেজমেন্ট। নজরও কেড়েছিলেন তিনি। কিন্তু দলীপ ট্রফির (Duleep Trophy) ম্যাচে পন্থের দুর্দান্ত প্রত্যাবর্তনের পর আপাতত উইকেটরক্ষক-ব্যাটার স্লটে পাকা হয়ে গেলো তাঁরই জায়গা। বাকিদের রিজার্ভ বেঞ্চে বা দলের বাইরেই থাকতে হচ্ছে।

Also Read: বাংলাদেশ সিরিজের আগে ফর্মে ফিরলেন অধিনায়ক, মাত্র ৩৯ বলে করলেন দুর্দান্ত অর্ধশতক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *