Shivam Dube: সমাপ্ত হলো ক্রিকেট বিশ্বকাপ ২০২৪ (T20 World Cup 2024)। দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ২০০৭ সালের পর দীর্ঘ ১৭ বছর অপেক্ষার অবসান ঘটলো। শেষবার মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) নেতৃত্বে ভারতীয় দল পাকিস্তানকে হারিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপের খেতাব জয় করেছিল। এরপর ২০১৪ সালে ভারতীয় দলের কাছে দ্বিতীয় ট্রফি জয়ের সুযোগ থাকলেও শ্রীলংকার বিরুদ্ধে ভারতকে পরাজিত হতে হয়েছিল। তবে বারবাডোজের মাটিতে রোহিত শর্মার অধিনায়কত্বে টিম ইন্ডিয়া বিশ্বকাপের খেতাব জয় করল।
জিম্বাবুয়ে সফরে যাচ্ছেন না দুবে
বিশ্বকাপ শেষ হতে না হতেই ভারতীয় দলকে উড়ে যেতে হয়েছে জিম্বাবুয়ে সফরে। শুভমান গিলের (Shubman Gill) নেতৃত্বে ভারতীয় দলকে খেলতে দেখা যাবে হারারতে, যেখানে পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলবে টিম ইন্ডিয়া। তরুণ দল নিয়ে ভারতীয় দল ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে জিম্বাবুয়ে। তবে আবার একবার স্কোয়াডে দেখা গেল পরিবর্তন। কয়েকদিন আগেই জিম্বাবুয়ের বিরুদ্ধে প্রথমবার ডাক পেয়েছিলেন নীতিশ কুমার রেড্ডি। চোটের কারণে ছিটকে গিয়েছিলেন এই সিরিজ থেকে, তার পরিবর্তে দলে জায়গা করে নিয়েছিলেন শিবম দুবে (Shivam Dube)।
Read More: Shivam Dube: আমেরিকান ব্যাটসম্যান দিনে তারা দেখালেন দুবেকে, মাঠ পেরিয়ে বল লাগলো স্টাফকে !!
তবে তৃতীয়বারের জন্য স্কোয়াডে পরিবর্তন দেখা গেল। মূলত বারবাডোজে ভারতীয় প্লেয়াররা আটকা পড়েছেন। ওয়েস্ট ইন্ডিজে তীব্র ঝড়ের কারণে সব মিলিয়ে দু’দিন কেটে গিয়েছে, অথচ এখনও ঘরে ফেরা হল না রোহিত-কোহলি’দের। হারিকেন বেরিলের তাণ্ডব চলছে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ জুড়ে। জানা গিয়েছে, আগামী বৃহস্পতিবার পর্যন্ত সতর্কতা জারি থাকবে দ্বীপপুঞ্জ জুড়ে। এই পরিস্থিতিতে ভারতীয় দল টিম হোটেলে বন্দি রয়েছেন।
ভারতীয় প্লেয়াররা আটকা পড়েছেন বার্বাডোজে
এমনকি উইন্ডোজের বিভিন্ন এয়ারপোর্ট বন্ধ রয়েছে। যেহেতু আগামী ৬ তারিখ থেকে জিম্বাবুয়ে সঙ্গে ভারতের টি-টোয়েন্টি সিরিজ অনুষ্ঠিত হতে চলেছে, তাই উক্ত সময়ের মধ্যে বিশ্বকাপ দলে থাকা তিন প্লেয়ারের পক্ষে জিম্বাবুয়ে পৌঁছানো সম্ভব হবে না। তাই বাধ্য হয়ে বোর্ডকে আবার একবার দল পরিবর্তন করতে হলো। বিশ্বকাপ দল ও জিম্বাবুয়ে সফরের জন্য নির্বাচিত হওয়া দলে সঞ্জু স্যামসন (Sanju Samson), যশস্বী জয়সওয়াল (Yashasvi Jaiswal) এবং শিবম দুবে- এই তিন প্লেয়ারের পরিবর্তে ভারতীয় দলে এন্ট্রি নিচ্ছেন সাই সুদর্শন (Sai Sudarshan), জিতেশ শর্মা (Jitesh Sharma) এবং হর্ষিত রানা (Harshit Rana) প্রথম দুই ম্যাচের জন্য এই তিন প্লেয়ার কে দেখতে পাওয়া যাবে।