“তারকাদের অসম্মান করার স্বভাব…” রোহিত ইস্যুতে বিস্ফোরক সিধু, সিরিজ শেষেও মিটছে না বিতর্ক !! 1

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজের (IND vs AUS) শেষ ম্যাচে ভারতীয় একাদশে ছিলেন না রোহিত শর্মা (Rohit Sharma)। অফ ফর্মের কারণে নিজেই নাকি সরে দাঁড়িয়েছিলেন টিম ইন্ডিয়া অধিনায়ক। স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে রোহিত (Rohit Sharma) নিজেও সেই কথাই জানিয়েছিলেন। স্পষ্ট বলেন, “আমি কোচ ও নির্বাচকদের একটা সহজ কথাই বলেছিলাম যে আমার ব্যাটে রান আসছে না। এটা একটা গুরুত্বপূর্ণ ম্যাচ। যাঁরা ফর্মে আছে তাঁদেরই খেলা উচিৎ। এভাবে ছন্দহীনতায় ভুগতে থাকা খেলোয়াড়দের দল যে বয়ে বেড়াতে পারে না সেটা আমি কোচ ও নির্বাচকদের জানাই। ওনারা বিষয়টি মেনে নেন। বলেছেন, ‘তুমি এতদিন ধরে খেলছো। কি করা উচিৎ সেটা তুমিই ভালো বুঝবে’।” অধিনায়কের স্বীকারোক্তির পরেও মেটে নি বিতর্ক। এই পদক্ষেপ সঠিক নয়, আগেই বলেছিলেন নভজ্যোত সিং সিধু। ফের একবার সংবাদমাধ্যমকে নিজের মন্তব্যের ব্যাখ্যা দিলেন তিনি।

Read More: টিম ইন্ডিয়ার BGT হারে ক্ষুব্ধ সুনীল গাভাস্কার, ট্রফি থেকে সরিয়ে নিলেন নিজের নাম !!

টিম ইন্ডিয়াকে একহাত নিলেন সিধু-

Rohit Sharma | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

রোহিতকে (Rohit Sharma) বাদ দেওয়ার সিদ্ধান্ত যে আদৌ সঠিক নয়, তা সিডনি টেস্টের প্রথম দিনেই এক ভিডিও বার্তায় বলেছিলেন সিধু (Navjot Singh Sidhu)। অবস্থান থেকে কোনো মূল্যেই যে সরছেন না তিনি, তা বুঝিয়ে দিলেন প্রাক্তনী। রীতিমত সাংবাদিক সম্মেলন করে তাঁর স্পষ্ট বক্তব্য, “আমার বক্তব্য খুব সহজ। এই সিদ্ধান্তগুলো সিরিজ শুরুর আগে বা পরে নেওয়া উচিৎ। মাধপথে এহেন সিদ্ধান্ত নেওয়া ঠিক না। সমালোচনা থাকবেই। ভারতে ১০ জন ব্যক্তি থাকলে ২০টি মতামত থাকে। আর তারকাদের অসম্মান করার একটা স্বভাব আমাদের আছেই। কিন্তু সেটাকে মান্যতা দেওয়ার কোনো যুক্তি নেই। ছয় মাস আগে এই লোকটাই আমাদের বিশ্বকাপ এনে দিয়েছে। রান’ও করেছে।”

রোহিতের (Rohit Sharma) পাশে দাঁড়িয়ে সিধু’র মন্তব্য, “এই মুহূর্তে বিশ্ব ক্রিকেটের মাথায় রয়েছে ভারত। রোহিত শর্মা ১৫০ কোটি ভারতীয়ের প্রতিনিধিত্ব করেন। অধিনায়ককে যখন আপনি সিরিজের মাঝপথে সরিয়ে দেন, আপনি প্রতিপক্ষকে একটা মনস্তাত্বিক সুবিধা এমনিতেই উপহার দেন। দেখুন যা সিদ্ধান্তই নেওয়া হয়ে গিয়েছে, সেটা থেকে আর পিছু হটা যায় না। ক্ষতিপূরণ সম্ভব নয়। কিন্তু মনে রাখবেন রাজার পতনের সাথে সাথে দাবা খেলাও শেষ হয়। কেবল ক্রিকেট নয়, মনস্তাত্বিক দিক থেকেও। কারণ খেলাটা প্রধানত মগজাস্ত্রের। আমার মনে হয় যেটা ভারতীয় ক্রিকেটে আগে দেখা যায় নি, বিশ্ব ক্রিকেটেও হয়ত পঞ্চাশ বছর আগে শেষবার হয়েছে সেটা এই পর্যায়ে ঘটার প্রয়োজন ছিলো না।”  

‘যুক্তি নয়, কেবল আবেগ,’ তোপ সিধু’র-

Rohit Sharma | Image: Getty Images
Rohit Sharma | Image: Getty Images

ক্ষুব্ধ প্রাক্তনী টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্তের যৌক্তিকতার দিকেও আঙুল তুলেছেন। সাংবাদিক সম্মেলনে বলেন, “১৫০ কোটি জনসংখ্যার দেশে সিদ্ধান্ত নেওয়ার সময় আমরা যুক্তি নয় বরং আবেগকে অগ্রাধিকার দিই। ফর্ম আসবে-যাবে। মার্ক টেলর, আজহারউদ্দিনের মত অধিনায়ক এক-দেড় বছরেরও বেশী সময় অফ ফর্মে ছিলেন। সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্ষেত্রেও একই জিনিস দেখা গিয়েছিলো। এমন অনেক নাম আমি বলতে পারি। বদল যদি আনতেই হয় তাহলের সিরিজের আগে বা পরে তা করা উচিৎ। ১১ জন যখন মাঠে নামে কেউ না কেউ ব্যর্থ হবেই। কোহলিও (টি-২০) বিশ্বকাপের প্রথম সাত-আটটি ম্যাচে ব্যর্থ হয়েছিলো। কিন্তু ফর্ম সাময়িক, ক্লাস চিরকালীন। সেই কোহলিই কিন্তু আপনাকে বিশ্বকাপে এনে দিয়েছিলো।”

ব্যর্থতার দায় কোনো একজনের উপর চাপানো সঠিক পদক্ষেপ নয় বলেই মনে করেন নভজ্যোত সিং সিধু। প্রাক্তন ওপেনারের সাফ বক্তব্য, “আমরা কি সমষ্ঠিগত দায়িত্বে বিশ্বাস করি? জয়-পরাজয়ের জন্য কোনো একজন ব্যক্তিকে আপনি দায়ী করতে পারেন না। আপনি যদি মনে করেন যে (দলের মধ্যে) সমন্বয় জরুরী নয়, তাহলে একটা চাকা খুলে যাওয়া গাড়ির দিকে তাকিয়ে দেখবেন। দায়িত্ব সকলকেই নিতে অবে। দলগত খেলায় মাত্র একজনকে দোষী সাব্যস্ত করলে চলবে না। কোনো একজনকে নিশানা করা খুব সহজ। আমি নিশ্চিত ভারত ম্যাচ জিততে পারে। কিন্তু মনে রাখতে হবে যে অস্ট্রেলিয়ার পরিস্থিতিতে মানিয়ে নেওয়া খুবই কঠিন। কোনো প্রয়োজন ছিলো না এত ঘাবড়ে যাওয়ার। মনস্তাত্বিক সুবিধা প্রতিপক্ষকে উপহার দেওয়ার কোনো প্রয়োজন ছিলো না। একজন নায়ককে অসম্মান করার কোনো প্রয়োজন ছিলো না।”

দেখুন কি বলেছেন সিধু-

Also Read: IND vs AUS 5th Test: “ওরাই জানে কি চায়…” রোহিত-কোহলিকে ‘খোঁচা’ কোচ গম্ভীরের, দায় এড়ালেন ব্যর্থতার !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *