কোচিং ক্যারিয়ার সমাপ্ত হয়েছে রাহুল দ্রাবিড়ের (Rahul Dravid)। ভারতীয় দলকে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা জেতানোর পর এখন দ্রাবিড়ের কার্যকাল হলো সমাপ্ত। এবার পালা ভবিষ্যতের কথা ভাবা, তবে ভবিষ্যতে রাহুল দ্রাবিড় একজন বেকার। বিশ্বকাপ ফাইনালের আগেই নিজেই একথা প্রকাশ করেন দ্রাবিড়। প্রসঙ্গত, ভারতীয় দলের সঙ্গে দীর্ঘ ৩ বছর সময় কাটানোর পর আর ভারতীয় দলের সঙ্গে সময় না কাটানোর সিদ্ধান্ত নিয়ছেন দ্রাবিড়।
চাকরি খুঁজছেন দ্রাবিড়
ফাইনালের আগে দ্রাবিড় (Rahul Dravid) মন্তব্য করে বলেন, “সামনের সপ্তাহেও আমার জীবনে সবকিছু একই রকম থাকবে। শুধু একটাই পার্থক্য থাকবে, আমি তখন বেকার হয়ে যাব।” মন্তব্য করে আরও বলেন যে, “কোনো চাকরি থাকলে বলবেন।” এই পরিস্থিতিতে দ্রাবিড়কে দলের কোচ করতে চাইবেন পিসিবি (PCB)। ভারতীয় দলকে উন্নতির শিখরে পৌঁছে দিয়েছেন দ্রাবিড়। তার কোচিংয়ে গত তিন বছরে টিম ইন্ডিয়া এশিয়া কাপ ও টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়লাভ করেছে এবং ওডিআই বিশ্বকাপ ও বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের রানার্স আপ হয়েছিল।
Read More: Rahul Dravid: RCB নয় এই দলের মেন্টর হচ্ছেন রাহুল দ্রাবিড়, ২৫ কোটি স্যালারি দিতেও রাজি ফ্র্যাঞ্চাইজি !!
২০২২ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে পাকিস্তান কে পরাজিত হতে হয়েছিল এরপর ২০২৩ সালে এশিয়া কাপের মঞ্চে তারা ফাইনালের জন্য কোয়ালিফাই করতে ব্যর্থ হয়। এমনকি ২০২৩ সালে বিশ্বকাপের মঞ্চেও তাদের প্রদর্শন ছিল খুবই নিম্নমানের। আর ২০২৪ সালের বিশ্বকাপে আমেরিকা যুক্তরাষ্ট্রের মতন দলের কাছে পরাজিত হয়ে তাদেরকে বিশ্বকাপ থেকে ছিটকে যেতে হয়েছিল।
পাকিস্তানের কোচ হচ্ছেন দ্রাবিড়
এই পরিস্থিতিতে দলের নতুন প্রধান কোচ পরিবর্তন করতে চাইবে পাকিস্তান দল। যেহেতু রাহুল দ্রাবিড় (Rahul Dravid) একজন বিশ্বকাপ বিজেতা কোচ এবং বিশেষ করে তিনি হিন্দি ভাষায় পটু, সেই হিসাবে পাকিস্তান দলের কোচ হলে দলের সুবিধা হবে। বিদেশি কোচের সঙ্গে প্লেয়ারদের খুব ভালো সংযোগ গড়ে ওঠে না যে কারণে বিগত কয়েকটা বিশ্বকাপে পাকিস্তানকে পরাজয়ের মুখোমুখি হতে হয়েছে।
ভারতীয় দলের কোচিংয়ের দায়িত্ব তুলে দেওয়া হয়েছে গৌতম গম্ভীরের হাতে আগামী ২৭ জুলাই থেকে ভারতীয় দলের দায়িত্ব নিতে দেখা যাবে। তার অধীনে ভারতীয় দল ২০২৫ সালের চ্যাম্পিয়নস ট্রফি, ২০২৫ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ, ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ, ২০২৭ সালের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ এবং ২০২৭ সালে ওডিআই বিশ্বকাপ খেলবে ভারতীয় দল। আপাতত সামনে পাঁচটি বড় লক্ষ্য আছে গৌতম গম্ভীরের। রাহুল দ্রাবিড়ের পর তাকেই যোগ্য হিসেবে বাছাই করেছে বিসিসিআই।