“ব্যাটিং পরিসংখ্যানে তো এগিয়ে স্যামসন…” এখনও ঋষভ পন্থের দলে থাকার কারণ বুঝছেন না কিউই প্রাক্তনী !! 1

টি-২০ থেকেই ধারাবাহিক অফ ফর্মের কারণে বিতর্কের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ঋষভ পন্থ(Rishabh Pant)। ছবিটা বদলায় নি নিউজিল্যাণ্ড সিরিজেও। দিল্লীর তরুণ উইকেটরক্ষক ব্যাটার পন্থের প্রতিভা নিয়ে কারও মনে কোনো সন্দেহ নেই। কিন্তু সেই প্রতিভা মাঠে প্রতিফলিত হচ্ছে না।  কিউইদের দেশে টি-২০ হোক বা একদিনের ম্যাচ, কোথাও সাফল্য আসে নি ঋষভের ব্যাট থেকে। দেশের ক্রিকেটভক্তেরা তাঁকে নিয়মিত তুলোধোনা করছেন সমাজমাধ্যমে। খারাপ খেলেও কিসের ভিত্তি’তে দিনের পর দিন সীমিত ওভারের ক্রিকেট খেলছেন পন্থ? সেই প্রশ্ন’ও তুলেছে তাঁরা। অন্যদিকে স্বল্প সুযোগে রানের মধ্যে থেকেও দিনের পর দিন মাঠের বাইরে থাকতে হচ্ছে সঞ্জু স্যামসন’কে(Sanju Samson)। বেশ কিছু দিন ধরে চলতে থাকা এই বিতর্কে এবার যোগদান করলেন নিউজিল্যান্ডের প্রাক্তন ক্রিকেটার সাইমন ডুল(Simon Doull)। পন্থের কি আরও সুযোগ প্রাপ্য? নাকি এইবার সময় এসেছে স্যামসনের(Sanju Samson) কথা ভাবার? বিস্তারিত আলচনা করেছেন ডুল।

ঋষভ পন্থ বনাম স্যামসন, কোথায় দাঁড়িয়ে কার পরিসংখ্যান-

Pant and Samson | image: Twitter
Sanju Samson is getting overlooked even after producing better numbers than Rishabh Pant.

সাদা বলের খেলায় বেশ ম্লান ঋষভ পন্থের(Rishabh Pant) রেকর্ড। ২৯ টি একদিনের ম্যাচে করেছেন মাত্র ৮৫৫ রান। ব্যাটিং গড় ৩৫ এর আশেপাশে। অন্যদিকে টি-২০ তে আরও শোচনীয় তাঁর পারফর্ম্যান্স। ৬৬ বার ভারতের জার্সি গায়ে চাপানোর সুযোগ পেয়ে করেছেন ৯৮৭ রান। ব্যাটিং গড় ২২.৪৩। অর্ধশতক রয়েছে মাত্র ৫ টি। টেস্ট ম্যাচে যেখানে ৪৮ টি ছক্কা হাঁকিয়েছেন, সেখানে চার-ছক্কার খেলা বলে পরিচিত টি-২০ তে মেরেছেন মাত্র ৩৭ টি। তাঁর সাম্প্রতিক ফর্ম’ও বেশ খারাপ। নিজের শেষ ১০ টি-২০ ইনিংসে মাত্র একবার ৪০ এর বেশী করেছেন পন্থ(Rishabh Pant)। ৩০ এর ওপরে উঠেছেন একবার, দুইবার কোনক্রমে ২০ পেরিয়েছে তাঁর রানসংখ্যা। আর ৩ বার আউট হয়েছেন ১০ এর কম রান করে। একদিনের ক্রিকেটে ছবিটা খানিক উজ্জ্বল। শেষ ১০ ইনিংসে একটি শতরান আর ৩ টি অর্ধশতক রয়েছে তাঁর। একেবারে উলটো ছবি সঞ্জু স্যামসনের(Sanju Samson) আন্তর্জাতিক কেরিয়ারে। একদিনের ম্যাচে বেশ কয়েকটি ভালো পারফর্ম্যান্স এসেছে তাঁর ব্যাট থেকে। এর মধ্যে বিশেষ ভাবে বলতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৮৬ রানের ইনিংসটির কথা। এমনকি নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে যে একদিনের ম্যাচটিতে তিনি সুযোগ পেয়েছিলেন সেখানে ৩৮ বলে ৩৬ রানের একটি চমৎকার ইনিংস খেলেছেন। মাত্র ১১ টি একদিনের ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন। করেছেন ৩৩০ রান। তাঁর ব্যাটিং গড় ৬৬।  পন্থের প্রায় দ্বিগুণ গড় নিয়েও খেলার সুযোগ হচ্ছে না তাঁর।

মতামত জানালেন সাইমন ডুল-

Simon Doull | image: twitter
Simon Doull wants Sanju Samson to get some opportunities

ওপেনিং হোক বা চার নম্বর পজিশন, ঋষভ পন্থ’কে(Rishabh Pant) বারবার সুযোগ দেওয়া হয়েছে ভারতীয় দলের তরফে। ততটা সৌভাগ্য জোটেনি সঞ্জুর(Sanju Samson)। অনেক সময় রান করেও বসতে হয়েছে বাইরে। ছবিটা এবার পালটানো দরকার বলে মনে করছেন প্রাক্তন নিউজিল্যান্ড ক্রিকেটার সাইমন ডুল(Simon Doull)। দুজনের ব্যাটিং এবং উইকেটকিপিং দক্ষতার তুলনা করতে বসে ক্রিকবাজ’কে দেওয়া সাক্ষাৎকারে ডুল জানান, “ ঋষভ পন্থ বনাম সঞ্জু স্যামসন বিতর্ক’টা বেশ ইন্টারেস্টিং আমার কাছে। ঋষভ’কে নিয়ে এত কথা হয়। অনেকেই মনে করেন ভবিষ্যতে ভারতীয় দলের স্তম্ভ হবে ও। কিন্তু সাদা বলের ক্রিকেটে এখনও নিজের প্রতিভার সাথে সুবিচার করে নি ও। দুর্দান্ত টেস্ট খেলোয়াড়, কোনও সন্দেহ নেই। টেস্ট দলে ওকে রাখতেই হবে, সেটা ঠিক। কিন্তু সীমিত ওভারের খেলায়? পন্থের দলে জায়গা পাওয়া নিয়ে আমি নিশ্চিত নই।” স্যামসনের কয়েকটা সুযোগ প্রাপ্য। এমনটাও বলেছেন তিনি। জানান, “ ব্যাটিং পরিসংখ্যান যদি দেখি, বেশ কয়েকটা ম্যাচ পন্থ খেলে ফেলেছে। ৩০ টার কাছাকাছি আন্তর্জাতিক ম্যাচে ব্যাটিং গড় ৩৫ এর কাছে। অন্যদিকে সঞ্জু মাত্র ১১ টা ম্যাচ খেলেছে। তাতেই ব্যাটিং গড় ৬৬। আমার মনে হয়ে কয়েকটা সুযোগ স্যামসনের প্রাপ্য। উইকেটরক্ষক হিসেবেও পন্থের চেয়ে কোনও অংশে কম নয় সঞ্জু।”  ডুল’ই প্রথম নয়, এর আগে কৃষ্ণমাচারি শ্রীকান্তসহ বেশ কয়েকজন ক্রিকেটজগতের বড় নাম পন্থের বদলে স্যামসন’কে(Sanju Samson) খেলানোর দাবী তুলেছিলেন। আগামীকাল নিউজিল্যান্ড সিরিজের তৃতীয় একদিনের ম্যাচ। আরও একবার পন্থ’ই(Rishabh Pant) উইকেটের পিছনে দাঁড়ান নাকি দলে ফেরেন স্যামসন, সেদিকে তাকিয়ে অনেকেই।

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *