চলতি সপ্তাহে শুরু হয়ে যাবে ভারত ও বাংলাদেশের (IND vs BAN) টেস্ট সিরিজ। গৌতম গম্ভীরের (Gautam Gambhir) কোচিংয়ে প্রথম টেস্ট খেলতে চলেছে ভারত। আগে শ্রীলংকার বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং ওডিআই সিরিজে গাম্ভীরের কেরামতি দেখা গিয়েছিল। টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার বিরুদ্ধে ৩-০ ব্যবধানে জয়লাভ করার পর ওডিআই সিরিজে ২-০ ব্যবধানে পরাজিত হয় ভারতীয় দল। বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজে ভারতীয় দলকে জয়ী করানোর উদ্দেশ্য থাকবে কোচ গৌতম গাম্ভীরের। তবে বাংলাদেশের বিরুদ্ধে টেস্ট সিরিজ শুরু হওয়ার আগেই ভারতীয় দলের প্রাক্তন তারকাকে কোচের পদ থেকে ছাটাই করা হয়েছে।
ডোড্ডা গণেশকে ছাঁটাই করলো কেনিয়া ক্রিকেট বোর্ড
প্রসঙ্গত, বিশ্ব ক্রিকেটে আইসিসির অ্যাসোসিয়েট দেশগুলোর মধ্যে সবথেকে শক্তিশালী দল হিসেবে পরিচিতি গড়েছিল কেনিয়া। আর সেই কেনিয়া দলের প্রধান কোচ হয়েছিলেন ভারতীয় কিংবদন্তি পেসার ডোড্ডা গণেশ (Dodda Ganesh)। ২০০৩ সালের ওডিআই বিশ্বকাপের সেমিফাইনালেও খেলেছিল কেনিয়া। তবে দীর্ঘ ২১ বছর পর আবার একবার দেশের ক্রিকেট দলের পারফরম্যান্সে উন্নয়ন ঘটানোর লক্ষ্যে দলের প্রধান কোচ বানানো হয়েছিল ডোড্ডাকে। মাত্র একমাস আগেই তাকে এই গুরুদায়িত্ব তুলে দেওয়া হয়েছিল। আর এক মাসের মধ্যেই তাঁকে বরখাস্ত করল ক্রিকেট কেনিয়া।
Read More: IND vs BAN: টি-২০ সিরিজের আগেই মাথায় হাত টিম ইন্ডিয়ার, বাদ যাচ্ছেন দলের অধিনায়ক !!
দলের অন্তর্বর্তীকালীন কোচ হিসেবে দায়িত্ব নিয়েছেন লামেক ওনিয়াঙ্গো। পাশাপাশি সহকারী কোচের দায়িত্বে রয়েছেন জোসেফ আঙ্গারা। ক্রিকেট কেনিয়ার তরফে ডিরেক্টর অফ ওমেন ক্রিকেট পার্লাইন ওমামি একটি চিঠি প্রকাশ করে জানিয়েছেন যে, ডোড্ডা গণেশের সাথে সমস্ত চুক্তি খারিজ করতে চলেছে ক্রিকেট বোর্ড। জানা গিয়েছে প্রধান কোচ হওয়ার চুক্তি নাকি খারিজ করেছিলেন ডোড্ডা। প্রসঙ্গত, ২০২৪ সালের ৭ আগস্ট কেনিয়া বোর্ড কর্তা মনোজ প্যাটেলের সঙ্গে করা হয়েছিল সেই চুক্তি আগেই ভঙ্গ করেন তিনি।
গনেশকে সাসপেনশন চিঠি পাঠিয়েছে কেনিয়া বোর্ড
যদিও গত মাসের ১৪ তারিখ থেকে গনেশকে দলের প্রধান কোচ হিসেবে নির্বাচিত করা হয়। তবে মাত্র এক মাসের মধ্যেই তার চুক্তি বাতিল করা হলো বোর্ডের পক্ষ থেকে। গণেশকে অপসারণের কথা জানিয়ে একটি চিঠি পাঠানো হয়েছিল। চিঠিতে লেখা ছিল, “আমরা আপনাকে জানাতে চাই যে কার্যনির্বাহী বোর্ড পুরুষদের ক্রিকেট জাতীয় দলের প্রধান কোচ হিসেবে আপনার নিয়োগ অনুমোদন করতে অস্বীকার করেছে। তাই আপনাকে ক্রিকেট কেনিয়ার তরফ থেকে খেলোয়াড়দের সঙ্গে অবিলম্বে যোগাযোগ বন্ধ করার নির্দেশ দিচ্ছে এবং আপনার কোনো দাবি বা ব্যাখ্যার জন্য বোর্ড কর্তা মনোজ প্যাটেলের সঙ্গে যোগাযোগ করতে পারেন।”