২০২৪-এর আইপিএলে (IPL) ব্যাট হাতে দুর্দান্ত ফর্মে ছিলেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। ফিনিশারের ভূমিকায় খেলেছিলেন একের পর এক ঝোড়ো ইনিংস। ১৫ ম্যাচে প্রায় ৩৭ গড়ে তিনি করেন ৩২৬ রান। স্ট্রাইক রেট ছিলো ১৮৭-এর আশেপাশে। সানরাইজার্সের (SRH) বিরুদ্ধে তাঁর ধুন্ধুমার ৮৭ রানের ইনিংসটি আইপিএলের (IPL) সতেরোতম মরসুমের অন্যতম সেরা ইনিংসগুলির তালিকায় নিঃসন্দেহে জায়গা করে নেবে। মরসুমের প্রথম আট ম্যাচে মাত্র ১টি জয়ের পর টানা ৬ ম্যাচ জিতে বেঙ্গালুরু (RCB) যে ফিরেছিলো ট্রফির লড়াইতে তার অন্যতম কারিগর ছিলো কার্তিকের (Dinesh Karthik) ব্যাট। যদিও শেষরক্ষা হয় নি। চেন্নাই সুপার কিংসকে রুদ্ধশ্বাস লড়াইতে হারিয়ে প্লে-অফের যোগ্যতা অর্জন করলেও হারতে হয়ে এলিমিনেটরে।
আইপিএলের শুরু থেকে টুর্নামেন্টে অংশ করেছেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। ২০১৩ সালে মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে ট্রফিও জিতেছেন। লক্ষ্য ছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে ট্রফি উপহার দেওয়া। কিন্তু তা আর করে উঠতে পারেন নি তিনি। ২০২৪-এর আইপিএলের (IPL) পর প্রতিযোগিতামূলক ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা করেছিলেন। বছর খানেক হলো স্কাই স্পোর্টসে ধারাভাষ্যের কাজ করছেন তিনি। ক্রিকেটপণ্ডিত হিসেবে শুধু ভারত নয়, গোটা বিশ্বে আদায় করে নিয়েছেন আলাদা পরিচিতি। ব্যাট-প্যাড-গ্লাভস তুলে রাখার পর পুরো সময়টা তাঁকে বিশ্লেষক ও ধারাভাষ্যকার হিসেবেও দেখা যাবে বলে মনে করেছিলেন অনুরাগীরা। কিন্তু মাসখানেকের মধ্যে ইউ-টার্ণ নিলেন ডিকে (Dinesh Karthik)। জানিয়ে দিলেন আবারও ফিরছেন মাঠে।
Read More: টি-২০ বিশ্বকাপ শুরুর আগেই বড় ঘোষণা ICC’র, বাংলাদেশ নয় বরং এই দেশ করবে আয়োজন !!
রয়্যালসদের হয়ে মাঠে নামছেন কার্তিক-
৩৯ বছর বয়সে ক্রিকেট থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছিলেন কার্তিক (Dinesh Karthik)। এরপর তাঁকে দেখা গিয়েছিলো বিশ্লেষক হিসেবে টি-২০ বিশ্বকাপে, সম্প্রতি ইংল্যান্ডের ‘দ্য হান্ড্রেড’ টুর্নামেন্টেও স্কাই স্পোর্টসের কমেন্ট্রি প্যানেলে ছিলেন তিনি। কিন্তু বাইশ গজ থেকে বেশীদিন দূরে থাকতে পারলেন না ‘ডিকে।’ জানিয়ে দিলেন প্রত্যাবর্তনের খবর। দেশের মাঠে নয়, বরং দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি টি-২০ টুর্নামেন্ট SA20-তে দেখা যাবে তাঁকে। আইপিএলের দল রাজস্থান রয়্যালসের (RR) মালিকানাধীন পার্ল রয়্যালসের হয়ে খেলবেন তিনি। ভারতীয় ক্রিকেটারদের বাইরের দেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টগুলিতে অংশ নিতে দেয় না বিসিসিআই। তাই একমাত্র অবসর নেওয়ার পরেই বাইরের দেশে খেলতে পারেন তাঁরা। এর আগে অম্বাতি রায়ুডু খেলেছেন সিপিএল, রবিন উথাপ্পা, ইউসুফ পাঠান খেলেছেন ILT20। সেই তালিকায় নাম লেখালেন কার্তিক’ও।
ফের মাঠে নামার সুযোগ পেয়ে অভিভূত দীনেশ কার্তিক (Dinesh Karthik)। এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “আমার দক্ষিণ আফ্রিকা সফর ও সেখানে খেলার বহু সুখস্মৃতি রয়েছে। যখন এই সুযোগটা সামনে আসে, আমার পক্ষে না বলা সম্ভব ছিলো না। রয়্যালসদের জার্সি গায়ে প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফেরাটা ‘স্পেশ্যাল’ হবে। আমি আইপিএলে (রাজস্থান) রয়্যালসের প্রতিনিধিত্ব করতে পারি নি ঠিকই, তবে ওদের ফ্র্যাঞ্চাইজির কাঠামো, পরিবেশ আমার কাছে বরাবরই চিত্তাকর্ষক ছিলো। পার্ল রয়্যালসে যোগ দিতে পেরে আমি উচ্ছ্বসিত। দলে অভিজ্ঞতা, দক্ষতা ও সম্ভাবনার সমন্বয় রয়েছে। আমি দলে যোগ দিয়ে একটা দুর্দান্ত মরসুম উপভোগ করতে মুখিয়ে রয়েছি।” ২০২৫-এর ৯ জানুয়ারি থেকে শুরু হচ্ছে SA20 টুর্নামেন্টের তৃতীয় মরসুম। গত সপ্তাহে পার্ল রয়্যালস জানিয়েছে যে তারা লুঙ্গি এনগিডি, ডেভিড মিলার ও আন্দিলে ফেলুকায়ও’কে ‘রিটেন’ করতে চলেছে।
কার্তিককে স্বাগত জানিয়েছে পার্ল রয়্যালস-
From India to South Africa, this legend is signed and his flight is booked! ✈️💗 pic.twitter.com/EUvfgNrUP2
— Paarl Royals (@paarlroyals) August 6, 2024