Team India: নভেম্বরের ৭ থেকে ৯ তারিখের মধ্যে আয়োজিত হতে চলেছে হং কং সিক্সেস টুর্নামেন্ট। স্বল্পমেয়াদী এই ছয় ওভারের প্রতিযোগিতা বরাবরই বেশ চিত্তাকর্ষক হয়। নিয়মিত অংশগ্রহণ করেন ক্রিকেটদুনিয়ার পরিচিত মুখেরা। এবারও ব্যতিক্রম হচ্ছে না তার। ভারতীয় জার্সিতে দেখা যাবে দীনেশ কার্তিক’কে (Dinesh Karthik)। ‘মেন ইন ব্লু’কে নেতৃত্ব’ও দেবেন তিনি। গত বছর ব্যাট তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছলেন তামিলনাড়ুর তারকা। বর্তমানে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) মেন্টরের পদে আসীন তিনি। হং কং সিক্সেস টুর্নামেন্টে কার্যত অবসর ভেঙেই প্রতিযোগিতামূলক ক্রিকেটে ফিরতে চলেছেন বছর ৪০-এর উইকেটরক্ষক-ব্যাটার। তাঁর হাত ধরে ভারত (Team India) ট্রফির দাবীদার হয়ে উঠতে পারে কিনা সেদিকেই এখন নজর থাকবে ক্রিকেটজনতার।
Read More: অবসর ছাড়া গতি নেই করুণ নায়ারের, আবারও বন্ধ হচ্ছে ভারতীয় দলের দরজা !!
CSK প্রাক্তনীকে সরিয়ে নেতা কার্তিক-

হং কং সিক্সেসে ভারতের (Team India) নেতার আসন নিয়েও দড়ি টানাটানি চেন্নাই সুপার কিংস (CSK) ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর (RCB) মধ্যে। চেন্নাই প্রাক্তনী রবিন উথাপ্পা (Robin Uthappa) গত বছর ছিলেন দায়িত্বে। এবার তাঁকে সরিয়ে সিংহাসনে বসলেন আরসিবি প্রাক্তনী ও মেন্টর কার্তিক (Dinesh Karthik)। তাঁর অন্তর্ভুক্তিতে উচ্ছ্বসিত হং কং-এর ক্রিকেট নিয়ামক সংস্থা। সোশ্যাল মিডিয়ায় তারা জানিয়েছে, “ওনার বিপুল অভিজ্ঞতা, তীক্ষ্ণ নেতৃত্বপ্রদানক্ষমতা ও বিস্ফোরক ব্যাটিং-এর সাহায্যে দীনেশ (কার্তিক) এই টুর্নামেন্টে অনুপ্রেরণা ও গুরুত্ব দুই’ই প্রদান করবেন। ওনার যোগদান (হং কং) সিক্সেসের সত্ত্বাকে ফুটিয়ে তোলে যা কিনা ভয়ডরহীন, বিনোদনমূলক ও বিশ্বমানের। ৭ থেকে ৯ নভেম্বর আমরা ক্রিকেটের এক বিশ্বব্যপী উদ্যাপনের সাক্ষী থাকব। হং কং-এ আপনারাও আমাদের সাথে যোগ দিন।”
তিন ফর্ম্যাটেই ভারতীয় দলের (Team India) প্রতিনিধিত্ব করেছেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। ২৬টি টেস্ট, ৯৪ ওয়ান ডে ও ৬০টি টি-২০ খেলেছেন তিনি। রয়েছে ৩০০০-এর বেশী আন্তর্জাতিক রান। বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স ট্রফির মত টুর্নামেন্টে গায়ে চাপিয়েছেন নীল জার্সি। কিন্তু কখনও অধিনায়ক হিসেবে মাঠে নামার সৌভাগ্য হয় নি। হং কং সিক্সেস-এ টিম ইন্ডিয়ার নেতৃত্ব পেয়ে তাই খুবই খুশি তিনি। তারকা উইকেটরক্ষক-ব্যাটার জানিয়েছেন, “হং কং সিক্সেস-এর মত একটি মর্যাদাপূর্ণ টুর্নামেন্ট যার বিশ্বব্যপী পরিচিতি রয়েছে-সেখানে ভারতকে নেতৃত্ব দেওয়া আমার কাছে অত্যন্ত সম্মানের। এমন একঝাঁক খেলোয়াড়কে নেতৃত্ব দেব যাঁদের ঝুলিতে প্রচুর রেকর্ড রয়েছে। চাইব দর্শকদের ভয়ডরহীন, বিনোদনে পরিপূর্ণ ক্রিকেট উপহার দিতে।”
দেখে নিন সেই সোশ্যাল মিডিয়া পোস্ট-
We are proud to welcome Dinesh Karthik as the Captain of Team India for the Hong Kong Sixes 2025.
With his vast international experience, sharp leadership skills, and explosive batting, Dinesh will bring both inspiration and intensity to the tournament. His appointment reflects… pic.twitter.com/XlfTnOPsM3
— Cricket Hong Kong, China (@CricketHK) September 23, 2025
ঘুরে দাঁড়াতে চাইবে ভারতীয় দল-

২০২৪-এ অনবদ্য পারফর্ম্যান্স করেছিলেন অধিনায়ক রবিন উথাপ্পা (Robin Uthappa)। হং কং সিক্সেস টুর্নামেন্টে ৫ ম্যাচে ৩৬.২৫ গড় ও ৩৭১.২৯ স্ট্রাইক রেটে ১৪৫ রান এসেছিলো তাঁর ব্যাট থেকে। কিন্তু তা সত্ত্বেও দল’কে কোনো ম্যাচই জেতাতে পারেন নি তিনি। এবার কার্তিকের (Dinesh Karthik) হাত ধরে সেই ব্যর্থতা কাটিয়ে উঠতে চাইছে টিম ইন্ডিয়া। তামিলনাড়ুর তারকার কাছে এই টুর্নামেন্ট অবশ্য নতুন নয়। ২০১১-১২ মরসুমেও ভারতের (Dinesh Karthik) অধিনায়কত্ব করেছিলেন তিনি। ৩ ম্যাচে ৩৪০.৭৪ স্ট্রাইক রেটে ৯২ রান করেছিলেন তিনি। এর মধ্যে ইংল্যান্ডের বিরুদ্ধে ৯ বলে ৩২ রানের একটি ইনিংসও সামিল ছিলো। এবার বহু যুদ্ধের সঙ্গী রবিচন্দ্রণ অশ্বিনকে (Ravichandran Ashwin) পাশে পাবেন কার্তিক। গত বছর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তারকা অফস্পিনার। সম্প্রতি সরে দাঁড়িয়েছেন আইপিএল থেকেও। আগামীত কেবল বিদেশের লীগগুলিতেই খেলতে চান তিনি।