dinesh-karthik-to-join-csk-in-ipl-2025

IPL 2024: গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে আইপিএল (IPL)। প্লে-অফে নিশ্চিত হয়ে গিয়েছে কলকাতা (KKR), রাজস্থান (RR) ও সানরাইজার্স হায়দ্রাবাদ (SRH)। চতুর্থ দল কারা হবে তা জানা যায় নি এখনও। দৌড়ে রয়েছে চেন্নাই সুপার কিংস ও রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। চেন্নাই খানিক এগিয়ে রয়েছে ঠিকই, কিন্তু হতশ্রী সূচনার পরেও যেভাবে টানা পাঁচ ম্যাচ জিতে লড়াইতে ফিরেছে বেঙ্গালুরু, তাতে তাদের ‘ডার্ক হর্স’ হিসেবে মেনে নিচ্ছেন সকলেই। আজ চিন্নাস্বামী স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা দুই দলের। প্রথম পর্বের খেলায় চিপকে জিতেছিলো চেন্নাই। আজ তার পুনরাবৃত্তি ঘটবে নাকি জয় ছিনিয়ে নিয়ে শেষ চারের টিকিট কনফার্ম করবে বেঙ্গালুরু? জানতে অপেক্ষায় ক্রিকেটজনতা। এর মধ্যেই বেঙ্গালুরুর দীনেশ কার্তিক ও চেন্নাইয়ের ঋতুরাজ গায়কোয়াড়ের বার্তালাপ গুঞ্জন সৃষ্টি করলো আগামী মরসুম নিয়ে।

Read More: RCB vs CSK, IPL 2024 MATCH 67 PREDICTION in BENGALI: মরণ-বাঁচন ম্যাচে মুখোমুখি ব্যাঙ্গালুরু-চেন্নাই, আজকের ম্যাচে কে হতে চলেছে সেরা ? কে জিততে চলেছে ম্যাচ ? জানুন এক ক্লিকেই !!

২০২৪-এর IPL-এ ছন্দে রয়েছেন কার্তিক-

Dinesh Karthik | IPL 2024 | Image: Getty Images
Dinesh Karthik | IPL 2024 | Image: Getty Images

২০২২-এর আইপিএলে (IPL) ফিনিশারের ভূমিকায় অনবদ্য পারফর্ম্যান্স করে নজর কেড়ে নিয়েছিলেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। ১৬ ম্যাচে ৫৫ গড়ে করেছিলেন ৩৩০ রান। স্ট্রাইক রেট ছিলো ১৮৩.৩৩। দীর্ঘ বিরতির পর প্রত্যাবর্তন ঘটিয়েছিলেন ভারতীয় টি-২০ দলেও। দেশের হয়ে খেলেছিলেন এশিয়া কাপ, টি-২০ বিশ্বকাপ’ও (T20 World Cup)। ২০২৩-এর আইপিএলে অবশ্য চেনা ছন্দে দেখা যায় নি তাঁকে। একের পর এক ম্যাচে জুটেছিলো ব্যর্থতা। ১৩ ম্যাচে ১১.৬৭ গড়ে মাত্র ১৪০ রান করে সমালোচনার মুখে পড়েছিলেন তিনি। তাঁর ক্রিকেট ভবিষ্যৎ নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেকে। কিন্তু বর্ষীয়ান ক্রিকেটার দারুণ ভাবে ফিরে এসেছেন ২০২৪ সালে। বুঝিয়ে দিয়েছেন যে ফুরিয়ে যান নি তিনি।

চেন্নাইয়ের বিরুদ্ধে আজ মরসুমের শেষ ম্যাচ খেলবেন কার্তিক (Dinesh Karthik)। এখনও অবধি ১৩ ম্যাচে ৪৩ গড়ে তিনি করেছেন ৩০১ রান। স্ট্রাইক রেট প্রায় ১৯৫। ছয় বা সাত নম্বরে ব্যাট করে দুর্ধর্ষ সব ইনিংস খেলেছেন তিনি। করেছেন দুটি অর্ধশতক। সানরাইজার্স হায়দ্রাবাদের বিরুদ্ধে ২৮৭ রান হজম করেছিলেন আরসিবি (RCB) বোলাররা। রান তাড়া করতে নেমে ব্যাট হাতে দলের আশা জীবিত রেখেছিলেন কার্তিক’ই। অভাবনীয় ৩৫ বলে ৮৩ রানের ইনিংসও খেলেন তিনি। একটা সময় ক্রিকেটমহলে জল্পনা চলছিলো যে টি-২০ বিশ্বকাপে ফের জাতীয় দলে কামব্যাক করতে পারেন কিনা কার্তিক। শেষমেশ অবশ্য নির্বাচকের সুযোগ দিয়েছেন ঋষভ পন্থ ও সঞ্জু স্যামসনকে।

আগামী বছর খেলবেন কার্তিক?

Dinesh Karthik | IPL 2024 | Image: Getty Images
Dinesh Karthik | IPL 2024 | Image: Getty Images

বর্তমানে ৩৮ বছর বয়স দীনেশ কার্তিকের (Dinesh Karthik) কেরিয়ারের সায়াহ্নে এসে উপস্থিত হয়েছেন তিনি। ঘরোয়া ক্রিকেটেও তামিলনাড়ুর হয়ে খুব কম সময়ই মাঠে দেখা যায় তাঁকে। বরং অধিকাংশ সময়েই মাইক হাতে কমেন্ট্রি করেন তিনি। ভারতের বিভিন্ন ম্যাচে তো কমেন্ট্রি বক্সে তাঁকে দেখা যায়ই, সাথে অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের মত দেশের সম্প্রচারকারী সংস্থাগুলির সাথেও যুক্ত তিনি। এবারের আইপিএল শুরুর দিনকয়েক আগে অবধিও তিনি ধারাভাষ্য দিচ্ছিলেন ভারত বনাম ইংল্যান্ড টেস্ট সিরিজের। ধর্মশালায় শেষ টেস্ট ম্যাচটির আগে মাইক ছেড়ে হাতে তুলে নিয়ে ব্যাট। নেমেছিলেন অনুশীলনে।

মরসুম শুরুর আগে বিশেষজ্ঞদের অনেকেই নিশ্চিত ছিলেন যে এটাই হয়ত শেষ আইপিএল (IPL) দীনেশ কার্তিকের। তবে পরিস্থিতি বদলেছে তাঁর পারফর্ম্যান্সের পর। বেঙ্গালুরু দলের সোশ্যাল মিডিয়াকে সম্প্রতি যে সাক্ষাৎকার দিয়েছেন কার্তিক, তাতে জানিয়েছেন যে ভবিষ্যৎ সম্পর্কে এখনই ভাবছেন না তিনি। এর মধ্যেই চেন্নাই সুপার কিংস অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের (Ruturaj Gaikwad) একটি প্রশ্ন সামনে এনেছেন কার্তিক স্বয়ং। আগামী বছরের মেগা অকশনের আগে ঋতুরাজ লিখেছেন, “আগামী আইপিএল ফ্র্যাঞ্চাইজি সিএসকে?” সেই প্রশ্ন ইনস্টাগ্রাম স্টোরিতে পোস্ট করে কার্তিক লিখেছেন, “দলে আমার ভূমিকা কি হবে স্কিপার?” তামিলনাড়ুর তারকা কি স্থানীয় দলের হয়ে খেলেন অবসর নেবেন? এই বার্তালাপের পর চলছে জল্পনা।

দেখে নিন সেই সোশ্যাল মিডিয়া পোস্ট-

Dinesh Karthik's Story | Image: Instagram

Also Read: IPL 2024: আইপিএল থেকে নির্বাসিত হার্দিক পান্ডিয়া, মরসুম শেষেও বেকায়দায় মুম্বই ইন্ডিয়ান্স !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *