dinesh-karthik-to-be-rcb-mentor

২০০৮ সালে প্রথম আইপিএলে (IPL) দিল্লী ডেয়ারডেভিলসের (DD) জার্সি গায়ে মাঠে নেমেছিলেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। এর পরের সতেরো মরসুমে তাঁকে দেখা গিয়েছে ভারতের ফ্র্যাঞ্চাইজি লীগে। কখনও দিল্লী (DC), কখনও গুজরাত লায়ন্স, পাঞ্জাব কিংস (PBKS), কখনও কলকাতা নাইট রাইডার্সের (KKR) মত দলের জার্সি গায়ে চাপিয়েছেন। নাইটদের হয়ে অধিনায়কত্ব অবধি করেছেন তিনি। উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে টুর্নামেন্টের ইতিহাসে অন্যতম ধারাবাহিক পারফর্মার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন তিনি। অবশেষে ২০২২ সালে যোগ দেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (RCB)। উদ্যান নগরীর ফ্র্যাঞ্চাইজির হয়েই আইপিএল (IPL) কেরিয়ারের শেষ কয়েকটা বছর কাটিয়েছেন তিনি। টপ-অর্ডার ব্যাটার থেকে ফিনিশার হিসেবে নিজেকে ফিরে পেয়েছেন লাল-কালো-সোনালী জার্সিতেই।

পরিসংখ্যান বলছে যে আইপিএলের আঙিনায় ২৫৭টি ম্যাচ খেলে প্রায় ২৭ গড়ে ৩৫৭৭ রান করেছেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)। সতেরো মরসুম সাফল্যের সাথে খেলার পর ঘোষণা করেছিলেন অবসরের সিদ্ধান্ত। পেশাদার ক্রিকেটার হিসেবে নিজের শেষ মরসুমেও জ্বলে উঠেছেন বেঙ্গালুরু ক্রিকেটজনতার আদরের ‘ডিকে।’ এই বছর ১৫ ম্যাচে ৩৬.২২ গড় ও ১৮৭.৩৬ স্ট্রাইক রেটে তাঁর ব্যাট থেকে এসেছিলো ৩২৬ রান। সানরাইজার্স হায়দ্রাবাদের (SRH) বিরুদ্ধে প্রায় ২৫০ স্ট্রাইক রেটে তাঁর খেলা ৮৭ রানের ইনিংসটিকে মরসুমের অন্যতম সেরা হিসেবে মেনে নিয়েছেন সকলেই। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB) যে প্রথম আট ম্যাচের মধ্যে সাতটি হারার পরেও টানা ছয়টি ম্যাচে জিতে প্লে-অফে পা রাখতে পেরেছিলো তার অন্যতম কারিগর ছিলেন কার্তিক (Dinesh Karthik)। তাঁর বিদায় ভারাক্রান্ত করেছিলো সমর্থকদের। তবে বছর ঘোরার আগেই অনুরাগীদের জন্য সুখবর শোনালেন তিনি।

Read More: T20 World Cup: ট্রফি জিতেও রক্ষা নেই, ভারতীয় খেলোয়াড়দের নামে FIR দায়ের UP পুলিশের !!

বেঙ্গালুরুতেই ফিরতে চলেছেন দীনেশ কার্তিক-

Dinesh Karthik | Image: Getty Images
Dinesh Karthik | Image: Getty Images

সতেরো মরসুম কেটে গেলেও আইপিএল (IPL) ট্রফি জেতে নি রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। এবার টুর্নামেন্টের দ্বিতীয় পর্বে স্বপ্নের প্রত্যাবর্তন ঘটালেও সেই দৌড় ট্রফির লক্ষ্য অবধি পৌঁছায় নি। বরং এলিমিনেটর ম্যাচে রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে হেরেই যাত্রা শেষ হয় বিরাট কোহলিদের (Virat Kohli)। আগামী মরসুমে নতুন উদ্যমে খেতাব জয়ের উদ্দেশ্যে ঝাঁপাতে চায় আরসিবি। রয়েছে মেগা অকশন। তার আগেই দল সাজানো নিয়ে যাবতীয় পরিকল্পনা সেরে ফেলতে চাইছে তারা। সবকিছু ঠিকঠাক থাকলে চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের ফেব্রুয়ারির মধ্যে হওয়ার কথা মেগা অকশন। তার আগে রিলিজ-রিটেনশন তালিকা প্রকাশ করতে হবে বেঙ্গালুরুকে (RCB)। আপাতত যা খবর, তাতে কেবল তিনজন তারকাকে ধরে রাখা যাবে। রাইট টু ম্যাচ কার্ড থাকবে কিনা তাও এখনও নিশ্চিত নয়। নিলাম সংক্রান্ত বিভ্রান্তি থাকলেও কোচিং স্টাফ নিয়ে বড় সিদ্ধান্ত নিলো বেঙ্গালুরু।

আজ এক সোশ্যাল মিডিয়া বিজ্ঞপ্তিতে বিরাটদের ফ্র্যাঞ্চাইজি জানিয়ে দিয়েছে যে সদ্য অবসর নেওয়া দীনেশ কার্তিক (Dinesh Karthik) ২০২৫-এর আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ডাগ-আউটে উপস্থিত থাকবেন ব্যাটিং পরামর্শদাতা ও মেন্টর হিসেবে। ২০২৪ মরসুমেই কোচিং স্টাফ নির্বাচনের ক্ষেত্রে বড়সড় সিদ্ধান্ত নিয়েছিলো তারা। কোচ সঞ্জয় বাঙ্গার ও টিম ডায়রেক্টর মাইক হেসনকে সরিয়ে দেওয়া হয়েছিলো। নয়া কোচ হয়েছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার (Andy Flower)। ২০২৪ মরসুমে ব্যাটিং ও স্পিন বোলিং পরামর্শদাতা হিসেবে ছিলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার শ্রীধরণ শ্রীরাম। কিন্তু ২০২৫ আইপিএলের আগে ছাঁটাই করা হলো তাঁকেও। অ্যান্ডি ফ্লাওয়ারের সহকারীর ভূমিকায় এবার দেখা যাবে কার্তিককে (Dinesh Karthik)। ক্রিকেটকে বিদায় জানানোর পর আপাতত ধারাভাষ্যে ফোকাস করেছেন ‘ডিকে।’ অর্জন করেছেন জনপ্রিয়তা। নতুন দায়িত্বে কেমন ‘পারফর্ম’ করেন তিনি, সেদিকে থাকবে নজর।

দেখে নিন RCB’র ঘোষণা’টি-

Also Read: “একদম সঠিক সিদ্ধান্ত নিলেন…” রবীন্দ্র জাদেজা টি-টোয়েন্টি থেকে অবসর নিতেই সমাজ মাধ্যমে শুরু হলো চর্চা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *