আইপিএলের সমাপ্তির সাথে সাথে শুরু হয়ে যাবে টি টোয়েন্টি বিশ্বকাপ (T20 World Cup 2024)। চলতি আইপিএলকে কেন্দ্র করে বিশ্বকাপ স্কোয়াড গঠন করতে চলেছে বিসিসিআই (BCCI)। তবে আসন্ন বিশ্বকাপে কে টিম ইন্ডিয়ার জার্সিতে উইকেট কিপিং করবেন তা সময় বলবে। যদিও এই দৌড়ে বোর্ড কর্তারা এগিয়ে রেখেছেন দুই প্লেয়ারকে। দীর্ঘ ১৪ মাস ক্রিকেট থেকে দূরে থাকা ঋষভ পন্থ (Rishabh Pant) এবং দীনেশ কার্তিক (Dinesh Karthik)।
আরও পড়ুন | টি-২০ বিশ্বকাপে খেলা হচ্ছে না রিয়ান পরাগের, কোহলির সুপারিশে অফ ফর্মে থাকা এই বোলার পেলেন সুযোগ !!
দীনেশ কার্তিককে দেখা যাবে বিশ্বকাপ দলে
সূত্রের খবর অনুযায়ী আসন্ন T20 বিশ্বকাপের (T20 World Cup 2024) জন্য এই দুই উইকেটরক্ষক কেই ভারতীয় দলে দেখা যাবে। চলতি আইপিএলে ৭ ম্যাচে ২২০ স্ট্রাইক রেটে ২২২ রান বানিয়েছেন কার্তিক। তাছাড়া পন্থ ৮ ম্যাচে ১৫০ স্ট্রাইক রেটে ২৫৪ রান বানিয়েছেন। দুই ব্যাটসম্যানকে বিশ্বকাপ স্কোয়াডে দেখা যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। তবে ক্যাপ্টেন রোহিত তার দলে দীনেশ কার্তিককে চান তা তিনি আগেভাগেই বুঝিয়ে দিয়েছিলেন। কিছুদিন আগেই একটি পডকস্টে রোহিত বলেন, “এখন ধোনি ও ডিকে দুজনেই ভালো খেলছেন, আমি ওনাদের খেলা দেখে বেশ মুগ্ধ তবে USA’তে ধোনির আসার জন্য রাজি করানো সহজ নয়, তবে দীনেশকে বোঝানো অনেকটাই সহজ।” এমনকি, মুম্বই ও ব্যাঙ্গালুরুর ম্যাচে রোহিত দীনেশকে বিশ্বকাপের খোঁটা দিয়ে বলতে শুরু করেন, “তুমি এভাবেই খেলে যাও, সামনে বিশ্বকাপ, মাথায় এখন শুধু বিশ্বকাপই ঘুরছে।”
দেশের হয়ে আবার প্রয়াস করতে চান কার্তিক
চলতি সিজিনে দিনেশের প্রদর্শন দেখে বেশ খুশি হয়েছেন ভক্তরা এবং তারা দীনেশকে আবার দলে দেখতে চায়। যদিও আন্তর্জাতিক ক্রিকেটকে আলবিদা ঘোষণা করে দিয়েছিলেন দীনেশ। বিশ্বকাপ প্রসঙ্গে কার্তিক জানিয়েছেন, “এই বয়সে আবার ভারতের হয়ে খেলার থেকে বড় সুযোগ আর কিছু হতে পারে না। অবশ্যই আমি দেশের হয়ে খেলতে চাই। T20 বিশ্বকাপে দেশের হয়ে প্রতিনিধিত্ব করার থেকে বড় মুহূর্ত আর কিছু হতে পারেনা। নির্বাচক অজিত আগারকার (Ajit Agarkar), কোচ রাহুল দ্রাবিড় (Rahul Dravid) ও ক্যাপ্টেন রোহিতের (Rohit Sharma) নিয়ে বড় বয়ান দিয়ে জানান, “বিশ্বকাপের জন্য ভারতের সেরা দল বাছাই করার দায়িত্বে যারা রয়েছেন তারা খুবই ভালো লোক। ওনারা অত্যন্ত সততার সাথে কাজ করেন এবং তারা যা সিদ্ধান্ত নেবেন, সেটাই শ্রদ্ধার সঙ্গে মেনে নেব। তবে আমি একটাই কথা বলতে পারি আমি দেশের হয়ে খেলার সুযোগ পেলে আমি ১০০ শতাংশ দিতে চাই।” যদিও এর আগে ২০২২ T-20 বিশ্বকাপে সুযোগ পেয়েছিলেন ডিকে, তবে চারটি ম্যাচ খেলে কেবলমাত্র ১৪ রান বানিয়েছিলেন তিনি।