ইতিমধ্যেই সেজে উঠেছে এশিয়া কাপের (Asia Cup 2025) চোখ ধাঁধানো আসর। টুর্নামেন্টের প্রথম ম্যাচে আফগানিস্তান হংকং’এর বিপক্ষে মাঠে নেমেছে। দ্বিতীয় ম্যাচে ভারত এই টুর্নামেন্টে সংযুক্ত আরব আমিরাতের (IND vs UAE) বিপক্ষে ম্যাচ দিয়ে যাত্রা শুরু করবে। এশিয়া কাপের জন্য শক্তিশালী ১৫ সদস্যের দল বাছাই করে ইতিমধ্যেই বিসিসিআই (BCCI) নিজেদের অনেকটাই এগিয়ে রেখেছে। তবে এই দলে একাধিক ক্রিকেটার সাম্প্রতিক সময় ধারাবাহিকভাবে ভালো পারফরম্যান্স করেও জায়গা পাননি। একাদশের ভারসাম্য বজায় রাখার জন্য অনেক সময় যোগ্য ক্রিকেটাররাও বঞ্চিত হন। এই আবহে মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) জন্য নিজেকে পরিবর্তন করার গল্প শোনালেন দীনেশ কার্তিক (Dinesh Karthik)।
Read More: “পাঞ্জাব কিংস আমার ক্যারিয়ার শেষ করে দিয়েছে..”, ক্রিস গেলের অভিযোগে তোলপাড় ক্রিকেট মহল !!
ধোনির জন্য বদলে ছিলেন দীনেশ-

দীনেশ কার্তিক ভারতের অন্যতম তারকা উইকেটকিপার ব্যাটসম্যান। তিনি জাতীয় দলের হয়ে একাধিক গুরুত্বপূর্ণ ইনিংস খেলে দেশকে একাধিক সম্মান এনে দিয়েছেন। কিন্তু মহেন্দ্র সিং ধোনিও (MS Dhoni) উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে দীর্ঘ সময় ধরে ভারতীয় দলের হয়ে ক্রিকেট খেলার কারণে অনেকেই মনে করেন দীনেশের (Dinesh Karthik) ক্রিকেট জীবন অনেকটাই চাপা পড়ে গিয়েছিল। উল্লেখ্য দুজনেই প্রায় একই সময় আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক করেছিলেন।
ফলে কার্তিক ধোনির বদলে আন্তর্জাতিক ক্রিকেটে ধারাবাহিকভাবে জায়গা করে নেওয়ার জন্য নিজের একাধিক পরিবর্তন ঘটিয়েছিলেন। এই বিষয়ে সম্প্রতি তিনি এক সাক্ষাৎকারে বলেন, “অনেক সময় এমন কেউ আসেন যার জন্য নিজেকে পরিবর্তন করার কথা মনে হয়। আমি সেই সময় গিরগিটির মতো পরিবর্তন হয়ে গিয়েছিলাম। নিজের সেরাটা বের করে আনার জন্য সব রকম প্রচেষ্টা চালিয়েছি। সুযোগ থাকলে আমি তামিলনাড়ুতে গিয়ে ওপেনিং করার জন্য আবেদন করতাম। আমি জাতীয় দলের জায়গা পাওয়ার জন্য ওপেনার হিসেবে ঘরোয়া ক্রিকেটেও রান করার চেষ্টা করেছি।”
এই তারকা ক্রিকেটার আরও বলেন, “একইভাবে ভারতের মিডল অর্ডারে খালি জায়গা থাকলে আমি সেখানে জায়গা পাওয়ার জন্য লড়াই চালিয়েছি। সর্বদা সুযোগ পাওয়ার চেষ্টা করেছি। আমার মনে হয় আমি সেই সময় নিজের উপর এতটাই চাপ সৃষ্টি করেছিলাম যা আমার সত্যিই দরকার ছিল তার সঙ্গে ন্যায়বিচার করিনি।”
ধোনিকে নিয়ে স্মৃতিচারণা-

মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) যখন আন্তর্জাতিক ক্রিকেটে জায়গা পেয়েছিলেন সেই সময় তিনি রীতিমতো চর্চায় ছিলেন। সেই স্মৃতি তুলে এনে দীনেশ কার্তিক (Dinesh Karthik) বলেন, “আমি আগে ধোনিকে খুব বেশি খেলতে দেখিনি। কিন্তু কেনিয়ায় ভারতীয় ‘এ’ দলের সিরিজের সময় সবাই একজন ক্রিকেটারের কথাই বলছিলেন। কারণ সে দলের জন্য নতুন কিছু নিয়ে এসেছিল। যে শক্তি দিয়ে বল মারছিল তা সেই সময় অনেকে আগে কখনও দেখেনি। কেউ কেউ ধোনিকে গ্যারি সোবার্সের (Garry Sobers) সাথেও তুলনা করেছিল যিনি বড়ো বড়ো ছয় মারার জন্য পরিচিত ছিলেন। তার ব্যাটিং করার কৌশল একেবারেই আলাদা ছিলো।”