diageo-is-planning-to-sell-rcb

আঠারো বছরের অপেক্ষা শেষে ২০২৫-এ আইপিএল জিতেছিলো রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে রুদ্ধশ্বাস ফাইনালে তারা হারিয়েছিলো পাঞ্জাব কিংস-কে। শাপমুক্তির আনন্দ যে ২৪ ঘন্টার মধ্যে চরম বিপর্যয়ে রূপান্তরিত হবে তা সম্ভবত ভাবতে পারেন নি ফ্র্যাঞ্চাইজির কর্মকর্তারা। সমর্থকদের সাথে গত ৪ঠা জুন সাফল্য সেলিব্রেট করতে চেয়েছিলেন তাঁরা। তাই চিন্নাস্বামী স্টেডিয়ামে আয়োজন করা হয়েছিলো বিশেষ অনুষ্ঠান। ভীড় নিয়ন্ত্রণের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ঘটে যায় দুর্ঘটনা। পদপিষ্ট হয়ে প্রাণ হারান ১১ জন ক্রিকেট অনুরাগী। আহত হন অনেকে। এই বেনজির ঘটনার পর থেকেই আতসকাঁচের নীচে বিরাটদের ফ্র্যাঞ্চাইজি। আদালতের নির্দেশে পুলিশী তদন্ত চলছে কর্মকর্তাদের বিরুদ্ধে। আরসিবি’র (RCB) ভবিষ্যত নিয়েও থাকছে সংশয়।

Read More: “আমার শর্ত মানতে হবে…” নয়া চাল মহসীন নকভি’র, ট্রফি হস্তান্তরে গড়িমসি চালিয়ে যাচ্ছেন ACC সভাপতি !!

হস্তান্তর হতে পারে RCB-র মালিকানা-

Royal Challengers Bengaluru | RCB | Image: Getty Images
Royal Challengers Bengaluru | Image: Getty Images

২০০৮ সালে আটটি ফ্র্যাঞ্চাইজি নিয়ে পথচলা শুরু করেছিলো আইপিএল (IPL)। প্রথম থেকেই টুর্নামেন্টের অবিচ্ছেদ্য অঙ্গ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (RCB)। শিল্পপতি বিজয় মাল্য ১১১.৬ মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে অধিগ্রহণ করেন বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজিকে। পরে ঋণখেলাপ ও আর্থিক প্রতারণায় তাঁর নাম জড়ালে মাল্য’র ইউনাইটেড স্পিরিট সংস্থা অধিগ্রহণ করে প্রখ্যাত মদ প্রস্তুতকারক সংস্থা ডিয়াজিও। এখনও পর্যন্ত রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মালিকানা রয়েছে তাদের হাতেই। তবে সংবাদমাধ্যম সূত্রে খবর যে সাম্প্রতিক বিতর্কের আবহে আইপিএল থেকে সরে দাঁড়াতে চাইছে সংস্থা। তাই বিক্রি করে দেওয়া হতে পারে আরসিবি-কে (RCB)। সম্প্রতি এই প্রসঙ্গে একটি দীর্ঘ ট্যুইট করেছেন প্রাক্তন আইপিএল কমিশনার ললিত মোদী। তাঁর পোস্টের পরেই আরও তীব্র হয়েছে গুঞ্জন।

ট্যুইটারে ললিত মোদী লিখেছেন, “মনে হচ্ছে মালিকপক্ষ অবশেষে এটাকে (আরসিবি) নিজেদের ব্যালান্স শিট থেকে মুছে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন ও বিক্রি করতে চলেছেন। গত বছর ওরা আইপিএল জিতেছে এবং ওদের একটা দুর্দান্ত সমর্থক গোষ্ঠী ও টিম ম্যানেজমেন্ট রয়েছে।  আমার মতে আরসিবি’ই একমাত্র আইপিএল ফ্র্যাঞ্চাইজি যাদের সম্পূর্ণ অধিগ্রহণের সুযোগ রয়েছে এই মুহূর্তে। আমি নিশ্চিত কোনো বিশ্বব্যপী বিনিয়োগ সংস্থা বা স্বাধীন বিনিয়োগ সংস্থা চাইবে ভারতে তাদের বিনিয়োগ পরিকল্পনার অংশ হিসেবে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে অধিগ্রহণ করতে। এর থেকে ভালো বিনিয়োগের সুযোগ আর আসবে না। নিঃসন্দেহে দামের দিক থেকে এটা একটা নয়া রেকর্ড গড়বে।” আরসিবি’র (RCB) মালিকানা হস্তান্তর হলে তা আইপিএলের ‘ব্র্যান্ডভ্যালু’কে আরও উঁচুতে পৌঁছে দেবে বলে মনে করেন মোদী।

দেখুন ললিত মোদী’র পোস্ট-

কী হতে পারে RCB-র ভবিষ্যত ?

Royal Challengers Bengaluru | RCB | Image: Getty Images
Royal Challengers Bengaluru | Image: Getty Images

সংবাদসংস্থা সিএনবিসি-টিভি ১৮-এ প্রকাশিত এক রিপোর্টে দাবী করা হয়েছে যে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু ফ্র্যাঞ্চাইজির (RCB) জন্য ২ বিলিয়ন মার্কিন ডলার দাম ধার্য করেছে ডিয়াজিও সংস্থা। একাধিক সম্ভাব্য ক্রেতার সাথে ইতিমধ্যে বৈঠকও সেরেছেন কর্মকর্তারা। সূত্রের খবর বেঙ্গালুরু (RCB) ফ্র্যাঞ্চাইজি অধিগ্রহণে আগ্রহ দেখিয়েছেন সিরাম ইনস্টিটিউটের কর্ণধার আদার পুনাওয়ালা। যদিও এই বিষয়ে এখনই মুখ খুলতে রাজী হন নি ডিয়াজিও কর্তারা। সিএনবিসি-টিভি ১৮’কে তাঁরা জানিয়েছেন, “আমরা বাজারের গুজব নিয়ে মন্তব্য করতে চাই না।” কোনো মন্তব্য করতে রাজী হন নি আদার পুনাওয়ালা’ও। ডিসেম্বরে রয়েছে ২০২৬ মরসুমের মিনি নিলাম। তার আগেই ‘ডিফেন্ডিং চ্যাম্পিয়ন’দের ভবিষ্যত নিশ্চিত হয়ে যেতে পারে বলে মনে করছে বিশেষজ্ঞমহল।

Also Read: “আমি জোকার হয়ে গেছি..”, ট্রফি বিতর্কে মহসিন নকভির নাকে কান্নায় তৈরি হলো হাস্যকর পরিস্থিতি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *