আগামী ৯ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ১৭তম এশিয়া কাপ (Asia Cup 2025)। গতবারের চ্যাম্পিয়ন টিম ইন্ডিয়া (Team India) তাদের খেতাব রক্ষার দৌড় শুরু করতে চলেছে ১০ তারিখ। ‘গ্রুপ-এ’তে রয়েছে তারা। প্রথম ম্যাচে ভারতের প্রতিপক্ষ স্বাগতিক দেশ সংযুক্ত আরব আমিরশাহী। গ্রুপ পর্বে ‘মেন ইন ব্লু’র দ্বিতীয় ম্যাচ ১৪ তারিখ। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে (IND vs PAK) মাঠে নামতে চলেছে তারা। পহলগাম হামলা ও ‘অপারেশন সিঁদুর’-এর পর এই প্রথম বাইশ গজে মুখোমুখি দুই দেশ। ফলে এই ম্যাচ ঘিরে রয়েছে বাড়তি উত্তেজনা। এরপর ১৯ তারিখ ম্যাচ রয়েছে ওমানের বিরুদ্ধে। ২০২৪-এর জুনে টি-২০ বিশ্বকাপ জিতেছিলো ভারত। তারপর থেকে সবক’টি টি-২০ সিরিজ জিতেছে তারা। এশিয়া কাপেও (Asia Cup 2025) সেই ধারাবাহিকতা বজায় রাখার লক্ষ্য নিয়েই নামছে টিম ইন্ডিয়া।
Read More: ED’র নিশানায় শিখর ধাওয়ান, বেআইনি বেটিং কেলেঙ্কারিতে নাম জড়ালো প্রাক্তন ওপেনারের !!
ডেঙ্গি আক্রান্ত ধ্রুব জুরেল-

গত ১৯ অগস্ট মুম্বইতে একটি সাংবাদিক বৈঠক করে ভারতীয় স্কোয়াড ঘোষণা করেছিলেন অধিনায়ক সূর্যকুমার যাদব ও মুখ্য নির্বাচক অজিত আগরকার। এশিয়া কাপের (Asia Cup 2025) মূল দলে রাখা হয়েছিলো ১৫ জন’কে। সাথে পাঁচ জনের নাম ঘোষণা করা হয়েছিলো স্ট্যান্ড-বাই হিসেবে। দিনকয়েক আগে জানানো হয়েছিলো যে আপাতত শুধু মূল দলের ১৫ জনকেই দুবাই উড়িয়ে নিয়ে যাওয়া হবে। ভারতেই থাকবেন স্ট্যান্ড-বাই তালিকার পাঁচ ক্রিকেটার। প্রয়োজন হলে পরে পাঠানো হবে তাঁদের। সম্ভাবনা ক্ষীণ হলেও এশিয়া কাপ (Asia Cup 2025) খেলার আশা তাই রয়েই গিয়েছে যশস্বী জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দর, প্রসিদ্ধ কৃষ্ণা, রিয়ান পরাগদের। তবে স্ট্যান্ড-বাই তালিকায় থাকা আরেক তারকা ধ্রুব জুরেলের (Dhruv Jurel) জন্য সম্ভবত ইতিমধ্যেই বন্ধ হয়েছে দরজা। অসুস্থতার জন্য ছিটকে যাচ্ছেন তিনি।
দিনকয়েক আগে খবর ছড়িয়েছিলো যে কুঁচকিতে চোট রয়েছে ধ্রুব জুরেলের (Dhruv Jurel)। কিন্তু ক্রিকেটারের ঘনিষ্ঠমহল সূত্রে জানা গিয়েছে যে আদৌ সত্যি নয় সে জল্পনা। আদতে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন তরুণ ক্রিকেটার। আপাতত তাঁকে বিশ্রাম নেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকেরা। আজ থেকে সেন্ট্রাল জোনের জার্সিতে ওয়েস্ট জোনের হয়ে দলীপ ট্রফির সেমিফাইনালে অংশ নেওয়ার কথা ছিলো তাঁর। অসুস্থ ধ্রুবের (Dhruv Jurel) বদলে অক্ষয় ওয়াদকার’কে তড়িঘড়ি জায়গা করে দেওয়া হয়েছে সেন্ট্রাল জোনের স্কোয়াডে। সংবাদমাধ্যমকেদেওয়া সাক্ষাৎকারে সেন্ট্রাল জোন কোচ উসমান ঘানি বলেছেন, “ধ্রুব জুড়েলের ডেঙ্গি হওয়ায় ও আসন্ন ম্যাচটি খেলতে পারছে না তাই ওয়াদকার’কে নেওয়া হয়েছে কারণ আমাদের আরও একজন স্টাম্পারের প্রয়োজন ছিলো।”
কাল থেকে অনুশীলন শুরু ভারতের-

সাধারণত বিদেশ সফরের আগে মুম্বইতে একত্রিত হন ভারতীয় ক্রিকেটাররা। তারপর একসাথে উড়ে যান গন্তব্যে। কিন্তু এশিয়া কাপের (Asia Cup 2025) আগে সেই রীতিতে বদল এনেছে বিসিসিআই। নিজ নিজ শহর থেকে দুবাইয়ের উদ্দেশ্যে রওনা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে খেলোয়াড়দের। অতিরিক্ত ভ্রমণের ধকল এড়ানো ও খেলার সরঞ্জাম দু’বার বহনের খরচ কমানোর উদ্দেশ্যেই এই নয়া নির্দেশ, সংবাদসংস্থা পিটিআই-কে নাম গোপন রাখার শর্তা জানিয়েছেন এক বোর্ড কর্তা। জানা গিয়েছে যে আজ বিকেলের মধ্যেই দুবাই পৌঁছে যাবেন সূর্যকুমার যাদব, শুভমান গিল’রা। কাল থেকে শুরু হবে অনুশীলন শিবির। চ্যাম্পিয়ন্স ট্রফি চলাকালীন দুবাইয়ের আইসিসি অ্যাকাডেমিতে অনুশীলন সেরেছিলো ‘মেন ইন ব্লু।’ এশিয়া কাপের (Asia Cup 2025) সময়ও সেখানেই গা ঘামাবেন টিম ইন্ডিয়ার তারকারা।