সাম্প্রতিক অতীতে টেস্ট ক্রিকেটে মুখ থুবড়ে পড়েছে টিম ইন্ডিয়া (Team India)। কিন্তু T20তে দেখা গিয়েছে সম্পূর্ণ উলটো ছবি। গত জুনেই কুড়ি-বিশের বিশ্বকাপ জিতেছে দল। তারপর শ্রীলঙ্কার মাটিতে তাদের উড়িয়ে দিয়েছে ‘মেন ইন ব্লু।’ হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশকে। দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েও মাথা উঁচু করে মাঠ ছেড়েছে সূর্যকুমার যাদবের (Suryakumar Yadav) নেতৃত্বাধীন দল। সেই ধারাবাহিকতা ভারত ধরে রেখেছে ইংল্যান্ডের বিরুদ্ধেও। গত বুধবার তারা ইডেনের বাইশ গজে কার্যত উড়িয়ে দিয়েছিলো জস বাটলারদের (Jos Buttler)। ৪৩ বল বাকি থাকতেই ছিনিয়ে নিয়েছিলো জয়। গতকাল চেপকেও অব্যাহত রইলো জয়যাত্রা। চাপের মুখে পড়েও স্নায়ুর চাপ সামলে সাফল্য নিশ্চিত করেন তিলক বর্মা, রবি বিষ্ণোইরা। দলের পারফর্ম্যান্সে তৃপ্ত সমর্থকেরা। কেবল কাঁটার মত বিঁধছে ধ্রুব জুড়েলের মত কয়েকজনের ফর্ম।
Read More: ৬, ৬, ৬, ৬, ৬…ঈশান কিষণের তাণ্ডবে কেঁপে উঠলো বাইশ গজ, ধুন্ধুমার দ্বিশতরান তরুণ তুর্কি’র !!
T20’তে হতাশ করেছেন ধ্রুব জুড়েল-
গত বছরের গোড়ায় টেস্ট ক্রিকেট দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে পথচলা শুরু করেছিলেন ধ্রুব জুড়েল (Dhruv Jurel)। লাল বলের ফর্ম্যাটে ভালোই পারফর্ম করেন উত্তরপ্রদেশের উইকেটরক্ষক-ব্যাটার। এরপরই তাঁকে অন্যান্য ফর্ম্যাটেও সুযোগ দেওয়ার দাবী তুলেছিলেন অনেকে। অবশেষে জুলাইতে জিম্বাবুয়ের বিরুদ্ধে T20তে ডাক পান তিনি। নজর কাড়তে পারেন নি। হারারেতে দু’টি ম্যাচ খেললেও ৬ রানের বেশী করতে পারেন নি। এরপর শ্রীলঙ্কা, বাংলাদেশ বা দক্ষিণ আফ্রিকার বিপক্ষে T20 খেলেছে ভারতীয় দল। কিন্তু ডাক পান নি ধ্রুব (Dhruv Jurel)। অবশেষে তাঁর কাছে নিজেকে প্রমাণের সুযোগ এসেছিলো গতকাল। রিঙ্কু সিং ও নীতিশ কুমার রেড্ডি চোটের জন্য ছিটকে যাওয়ায় খানিক বাধ্য হয়েই ধ্রুবকে সুযোগ দেন কোচ গম্ভীর। কিন্তু ব্যর্থতার অন্ধকার কাটাতে পারলেন না তিনি।
গতকাল চেপকে পাঁচ নম্বরে ব্যাট করতে নেমেছিলেন ধ্রুব জুড়েল (Dhruv Jurel)। তিলক বর্মা’র সাথে জুটি বেঁধে দল’কে চাপমুক্ত করবেন তিনি, আশায় ছিলো ক্রিকেটজনতা। কিন্তু হতাশই করলেন বছর ২২-এর তরুণ। ৫ বল খেলে মাত্র ৪ রান করেই ব্রাইডন কার্সের শিকার হন। ফেরেন সাজঘরে। আন্তর্জাতিক T20তে ৩ ম্যাচ খেলে তাঁর ঝুলিতে এই মুহূর্তে রান সংখ্যা মাত্র ১০। গড় ৫.০০। লাগাতার ব্যর্থতায় ধৈর্য্যের বাঁধ ভেঙেছে ক্রিকেটজনতার। আগামী ম্যাচগুলিতে ধ্রুবকে (Dhruv Jurel) ছাড়াই মাঠে নামুক দল, চাইছেন তাঁরা। রিঙ্কু ও নীতিশের বিকল্প হিসেবে দুই পেস বোলিং অলরাউন্ডার-রমনদীপ সিং ও শিবম দুবের নাম ঘোষণা করেছে বিসিসিআই। মঙ্গলবার জুড়েলকে বাদ দিয়ে এই দুজনের মধ্যে কোনো একজনকে একাদশে জায়গা করে দেওয়ার দাবী উঠছে সোশ্যাল মিডিয়ায়।
জোরালো হচ্ছে ঈশান কিষণকে ফেরানোর দাবী-
এই মুহূর্তে কুড়ি-বিশের ক্রিকেটে উইকেটরক্ষক-ব্যাটার হিসেবে টিম ইন্ডিয়ার প্রথম পছন্দ সঞ্জু স্যামসন (Sanju Samson)। কেরলের ক্রিকেটার ওপেনার হিসেবে ধুন্ধুমার ব্যাটিং করে নজর কেড়েছেন। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে মোট তিনটি শতরানও করেছেন সাম্প্রতিক কালে। ২০২৫-এর এশিয়া কাপ ও ২০২৬-এর T20 বিশ্বকাপের আগেই তাঁকেই যথাসম্ভব সুযোগ দিয়ে দেখতে চান সূর্যকুমার যাদবরা। দ্বিতীয় উইকেটরক্ষক-ব্যাটার কে হবেন তা নিয়ে থাকছে ধোঁয়াশা। কখনও ঋষভ পন্থ, কখনও জিতেশ শর্মাকে সুযোগ দেওয়া হচ্ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে আবার সুযোগ দেওয়া হয়েছে ধ্রুব জুড়েলকে। কিন্তু তাঁদের সাম্প্রতিক পারফর্ম্যান্সের পর ক্রিকেটজনতার দাবী ঈশান কিষণকে (Ishan Kishan) ফেরানো হোক। ২০২৩-এর ডিসেম্বরে বোর্ডের সাথে সংঘাতে জড়িয়ে বাদ পড়েছিলেন তিনি। দলের স্বার্থে দূরত্ব মেটাক দুই পক্ষই, চান ভারতীয় সমর্থকেরা।