dhoni-seeks-trial-in-defamation-suit

২০১৩ সালে স্পট ফিক্সিং-এর ঘটনা নাড়িয়ে দিয়েছিলো আইপিএলের ভিত। দুই বছরের জন্য নির্বাসিত হয়েছিলো চেন্নাই সুপার কিংস ও রাজস্থান রয়্যালস ফ্র্যাঞ্চাইজি। চেন্নাই অধিনায়ক হিসেবে আঙুল উঠেছিলো মহেন্দ্র সিং ধোনি’র (MS Dhoni) দিকেও। কিন্তু ঘটনার সঙ্গে জড়িত ছিলেন না বলেই দাবী করেন তিনি। তদন্তকারী সংস্থাগুলিও ক্রিকেট তারকার গড়াপেটার ঘটনায় জড়িত থাকার কোনো প্রমাণ পায় নি। তা সত্ত্বেও নানা সময় ধোনি (MS Dhoni) সম্পর্কে নানা অবমাননাকর মন্তব্য এসেছিলো সংবাদমাধ্যমের একাংশের তরফ থেকে। বাধ্য হয়েই ২০১৪ সালে জি মিডিয়া, আইপিএস সম্পথ কুমার ও আরও কয়েকজনের বিরুদ্ধে ১০০ কোটির মানহানির মামলা দায়ের করেন জোড়া বিশ্বকাপজয়ী অধিনায়ক। ভুয়ো তথ্য ছড়ানোর উপর সম্পূর্ণ রূপে নিষেধাজ্ঞা জারি করা হোক, আদালতে আবেদন জানিয়েছিলেন ক্রিকেট কিংবদন্তি।

আদালতের শরণাপন্ন ধোনি-

MS Dhoni | Image: Getty Images
MS Dhoni | Image: Getty Images

ধোনির (MS Dhoni) আবেদনের ভিত্তিতে একটি অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেছিলো মাদ্রাজ হাইকোর্ট। জি মিডিয়া ও অন্যান্য পক্ষ কৈফিয়তনামা জমা করার পর ফের একবার আদালতের দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন ভারত অধিনায়ক। স্থগিতাদেশের পরেও প্রাক্তন আইপিএস সম্পথ কুমার (Sampath Kumar) তাঁর নামে ভুয়ো তথ্য ছড়িয়ে চলেছেন, অভিযোগ করেছিলেন ধোনি’র আইনজীবীরা। আদালত অবমাননার অভিযোগ আনা হয় তাঁর বিরুদ্ধে। শেষমেশ ২০২৩-এর ডিসেম্বরে এক নির্দেশে সম্পথ কুমারকে ১৫ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় মাদ্রাজ হাইকোর্ট।

এরপর বছর দেড়েক ধামাচাপাই ছিলো এই মামলা। তবে সংবাদমাধ্যম ‘দ্য হিন্দু’র একটি রিপোর্ট মারফত জানা গিয়েছে যে সম্প্রতি ফের আদালতে গিয়েছেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। বিচারপতি সিভি কার্তিকেয়ন-এর (CV Karthikeyan) এজলাসে উঠতে চলেছে ১০০ কোটির মানহানির মামলা। বয়ান রেকর্ড করতে হবে মহেন্দ্র সিং ধোনি’কে। তবে আপাতত আদালতে হাজিরা দেওয়ার প্রয়োজন নেই তাঁর। সেলিব্রিটির উপস্থিতিতে আদালতের কার্যপ্রণালী ব্যাহত হতে পারে, আশঙ্কা করেছেন মহামান্য বিচারপতি সিভি কার্তিকেয়ন। বয়ান রেকর্ড করার জন্য একজন অ্যাডভোকেট কমিশনার নিয়োগ করেছেন তিনি।

অ্যাডভোকেট কমিশনারের সাথে সম্পূর্ণ সহযোগিতার আশ্বাস দিয়েছেন ঝাড়খণ্ডের ক্রিকেটার। ধোনি’র (MS Dhoni) হয়ে তাঁর আইনজীবীরা আদালতে যে হলফনামা জমা দিয়েছেন তার কপি হাতে এসেছে সংবাদমাধ্যমের।  “উপরোক্ত অনুরোধটি করা হচ্ছে যাতে (যা এক দশকেরও বেশী সময় ধরে হাইকোর্টে বিচারাধীন) মামলার নিষ্পত্তিতে অযথা বিলম্ব না হয় এবং মামলার ন্যায্য এবং দ্রুত বিচারকে সমর্থন করা যায়। আমি অ্যাডভোকেট কমিশনারের সাথে সম্পূর্ণ রকম সহযোগিতা করব এবং বিচার ও প্রমাণ নথিভুক্তিকরণ প্রসঙ্গে মহামান্য আদালত যে নির্দেশ দেবে তা সম্পূর্ণরূপে মেনে চলব,”লেখা রয়েছে হলফনামায়।

IPL-এ আর কতদিন ? জানালেন ধোনি-

MS Dhoni | Image: Getty Images
MS Dhoni | Image: Getty Images

২০১৯ সালে দেশের হয়ে শেষবার মাঠে নেমেছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। ২০২০ সালে একটি ইন্সটাগ্রাম পোস্টে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেন তিনি। এরপর কেবলমাত্র আইপিএলে মাঠে নামতে দেখা গিয়েছে তাঁকে। ২০২৩-এ চেন্নাই অধিনায়ক হিসেবে ট্রফি জয়ের পর সরে দাঁড়াবেন তিনি, অনুমান করেছিলেন ক্রিকেট বিশেষজ্ঞরা। কিন্তু সকলকে চমকে দিয়ে ২০২৪-এ মাঠে নামেন তিনি। এরপর ২০২৫-এও আইপিএল খেলতে দেখা গিয়েছে তাঁকে। ৪৪ পেরোনো তারকা কি ২০২৬-এও খেলবেন ফ্র্যাঞ্চাইজি টি-২০ লীগে? ধোঁয়াশা জিইয়ে রেখেছেন ক্রিকেট তারকা স্বয়ং। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “একটা একটা করে বছর ধরে এগোচ্ছি। আরেকটা বছর খেলব কিনা তা ঠিক করার জন্য আমার হাতে ১০ মাস রয়েছে। আমি নিজে খেলা বা না খেলার সিদ্ধান্ত নিতে পারব না। নেবে আমার শরীর।”

Also Read: ছাঁটাইয়ের তালিকায় সঞ্জু-সহ একাধিক বড় নাম, নিলামের আগেই বড় রদবদল রাজস্থান রয়্যালস স্কোয়াডে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *