ধোনির বাড়িতে বেআইনি কার্যকলাপ, তদন্ত শুরু করলো ঝাড়খন্ড সরকার !! 1

আসন্ন আইপিএলে আবার দেখা যাবে তারকা ক্রিকেটার এমএস ধোনিকে (MS Dhoni), আন্তর্জাতিক ক্রিকেট থেকে আলবিদা ঘোষণা করার পর এমএস ধোনিকে আইপিএলের দুইমাস খেলতে দেখা যায়। তবে হঠাৎই বিপদে পড়লেন মহেন্দ্র সিংহ ধোনি। ঝাড়খন্ডে তাঁর একটি বাড়ি নিয়ে নিয়ে শুরু হয়েছে সমস্যা। ধোনির এই বাড়ির উপর নজর পড়েছে হাউজিং বোর্ডের। বোর্ডের দাবি ধোনির এই বাড়িতে নাকি বেআইনি ভাবে ডায়াগনস্টিক সেন্টার চালানো হচ্ছে। তবে সরকারি আইনে কাজটা বেআইনি, তাই ধোনির এই বাড়ি নিয়ে শুরু হয়েছে তদন্ত। রাঁচীর হরমু রোডে ধোনির একটি বাড়ি রয়েছে। তবে ধোনি এখন ওই বাড়িতে থাকেননা। ওই বাড়ি ছেড়ে দেওয়ার পর সেখানে নাকি বাণিজ্যিক কাজ হয়ে থাকে।

ধোনির নামে উঠেছে বড় অভিযোগ

MS Dhoni, gautam gambhir
MS Dhoni | Image: Getty Images

জানা গিয়েছে সেখানে নাকি ডায়াগনস্টিক সেন্টার খোলা হয়েছে। সরকারি নিয়ম অনুযায়ী, আবাস যোগ্য বাড়িতে বাণিজ্যিক কোনও কাজকর্ম করা যায় না। এবার এবিষয়টি খতিয়ে দেখছেন ঝাড়খন্ডের হাউজিং বোর্ডের চেয়ারম্যান। তিনি জানিয়ে দিয়েছেন সরকারের তরফ থেকে যখন কাউকে আবাসযোগ্য জমি দেওয়া হয় তখন শুধুমাত্র থাকার জন্য সেই জমিটি ব্যাবহার করা যায় তাছাড়া ব্যাবসায়িক কাজ থেকে শুরু করে বাঁকি কাজে সেটিকে ব্যাবহার করা যায়না।

Read More: IND vs AUS 4th Test: মেলবোর্নেও থাকছে বৃষ্টির রক্তচক্ষু, বক্সিং ডে টেস্ট ঘিরে জমছে উদ্বেগ !!

প্রসঙ্গত, ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী অর্জুন মুন্ডা এমরস ধোনিকে (MS Dhoni) ভারতীয় ক্রিকেটে অবদান রাখার জন্য হরমু রোডে থাকার জন্য একটি সরকারি জমি দেওয়া হয়েছিল। প্রায় ১০ হাজার বর্গফিট এলাকায় বাড়িও বানিয়েছিলেন ধোনি। যদিও পরে তিনি সিমালিয়ার রিং রোডে চলে যান। এবার তার পুরনো বাড়িতে গড়ে উঠেছে একটি ডায়াগনস্টিক সেন্টার। সেই বাড়ি নিয়েই শুরু হয়েছে তদন্ত।

ধোনিকে নোটিশ পাঠাবে বোর্ড

Ms dhoni
MS Dhoni | Image: Getty Images

হাউসিং বোর্ডের চেয়ারম্যান সঞ্জয় লাল পাসওয়ান উল্লেখ করেছেন যে, ক্যাপ্টেন কুল এমএস ধোনিকে (MS Dhoni) এখনও কোনো আইনি নোটিশ পাঠায়নি বোর্ড। এই বিষয়ে তদন্তের জন্য জন্য আধিকারিকদের নির্দেশ দেওয়া হয়েছে। অভিযোগ প্রমান হলে ধোনিকে চিঠি পাঠানো হবে। সঞ্জয় লাল মন্তব্য করে জানিয়েছেন, “বিষয়টি সমাদের নজরে এসেছে আর আমরা এটা নিয়ে বেশ সচেতন। সমস্যাটি এড়াতে আমাদের পদক্ষেপ নিতে হচ্ছে। এমএস ধোনির বিষয়ে বলতে গেলে, কেন তাকে জমিটি দেওয়া হয়েছিল, সেখানে কি অনিয়ম হয়েছে জাগা তদন্ত করতে হবে। অবৈধ কাজকর্ম চললে সরকারের তরফ থেকে শাস্তি দেওয়া হতে পারে।” পাশাপশি, হরমু রোডে বিজেপির একটি পার্টি অফিসও রয়েছে। সেখানেও নোটিস পাঠিয়েছে হাউজিং বোর্ড।

Read Also: MS Dhoni: “একটু মশলা থাকার…” বিশ্বকাপ জিতলে নগ্ন হবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন পুনম, যা দেখতে নাকি উৎসুক ছিলেন ধোনি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *