রাঁচি: স্ত্রী সাক্ষী সিংহ রাওয়াত ও মেয়ে জিভাকে নিয়ে মহেন্দ্র সিংহ ধোনির এখন সুখের সংসার। তবে সাক্ষী নয়, প্রিয়ঙ্কা ঝা ছিলেন ক্রিকেটার ধোনির প্রথম প্রেম। ধোনির বায়েপিক- ‘এম এস ধোনি-দ্য আনটোল্ড স্টোরি’তে তাঁর জীবনের নানা ঘটনা এই ভাবেই উঠে এসেছে। সেই ছবিতেই দেখানো হয় যে, ধোনির স্ত্রী সাক্ষীর আগেও একজন প্রেমিকা ছিল। ছবিতে ধোনির প্রাক্তন প্রেমিকা প্রিয়ঙ্কা ঝা-এর চরিত্রে অভিনয় করেন দিশা পাটনি।

এবার ধোনির সেই প্রেমিকার ছবি সবার সামনে চলে এল। একটা সময় ধোনি প্রিয়াঙ্কাকে এতটাই ভালবেসে ফেলেছিলেন যে বাকি জীবনটাও তার সঙ্গে কাটাবেন বলেই স্থির করে ফেলেছিলেন তিনি। তবে একটি সড়ক দুর্ঘটনায় না ফেরার দেশে চলে যায় ধোনির প্রথম প্রেম। ২০০৪ সালের আগস্টে নাইরোবিতে অনুষ্ঠিত ত্রিদেশীয় যুব সিরিজে ভারত ‘এ’ দলের হয়ে ধোনি যখন খেলায় ব্যস্ত ছিলেন, ওই সময় সড়ক দুর্ঘটনায় পৃথিবী ছেড়ে চলে যান তার প্রথম প্রেমিকা প্রিয়াঙ্কা ঝা। দেশে ফিরে মাহি জানতে পারেন দুর্ঘটনার খবরটি।
মহেন্দ্র সিং ধোনির বায়োপিক মুক্তি পাওয়ার পর অনেকেই প্রিয়াঙ্কাকে কেমন দেখতে ছিল, সেটা জানার ব্যাপারে অাগ্রহ দেখায়। কার জন্য এলোমেলো হয়ে যায় ধোনির জগত? কেন একটা সময় হতাশায় ভেঙে পড়েন প্রাক্তন ভারত অধিনায়ক? অবশেষে সে জল্পনার অবসান ঘটেছে। প্রিয়াঙ্কার সঙ্গে ধোনির ছবিই প্রকাশিত হয়েছে। শুধু তাই নয়, সোশ্যাল মিডিয়ায় হঠাৎই ধোনির প্রথম প্রেমিকার ছবি অাসার পর তা ভাইরালও হয়ে গিয়েছে। গোটা বিষয়টা ‘ক্যাপ্টেন কুল’ কীভাবে সামাল দেন, সেটাই এখন দেখার বিষয়।
দেখে নিন সেই ভাইরাল হয়ে যাওয়া ছবি