dhoni-involved-in-jharkhand-election

ভারতীয় ক্রিকেটের কিংবদন্তিদের তালিকায় মহেন্দ্র সিং ধোনি’র (MS Dhoni) নাম থাকবে উপরের দিকেই। ঝাড়খণ্ডের তারকার আন্তর্জাতিক কেরিয়ার শুরু হয়েছিলো ২০০৪ সালে। লম্বা সোনালী চুল ও ধুন্ধুমার ব্যাটিং-এ মন কেড়ে নিয়েছিলেন তিনি। এরপর ২০০৭-এ নতুন অবতারে দেখা গিয়েছিলো তাঁকে। অধিনায়ক হিসেবে প্রথম টি-২০ বিশ্বকাপেই দেশকে এনে দেন ট্রফি। আর পিছন ফিরে দেখতে হয় নি তাঁকে। দেড় দশকের কেরিয়ারে নিজেকে প্রতিষ্ঠিত করেছেন ভারতের সর্বকালের সেরা অধিনায়ক হিসেবে। তাঁর হাত ধরে কুড়ি-বিশের বিশ্বখেতাবের পর ওডিআই বিশ্বকাপ ও চ্যাম্পিয়ন্স ট্রফিও জিতেছে টিম ইন্ডিয়া (Team India)। আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের পর বর্তমানে কেবল আইপিএল খেলেন তিনি। মধ্য চল্লিশের তারকা এবার পা দিচ্ছেন বাইশ গজের দুনিয়ার বাইরেও। ঝাড়খণ্ডে ভোটের ময়দানে দেখা যাবে তাঁকে।

Read More: IND vs NZ 2nd Test: “শুধু অনুশীলনে হবে না…” বিরাটের ব্যাটিংয়ে খুশি নন অনিল কুম্বলে, স্পষ্ট করলেন অসন্তোষ !!

নির্বাচন কমিশনের প্রচারে থাকছেন ধোনি-

MS Dhoni | Image: Getty Images
MS Dhoni | Image: Getty Images

আগামী মাসে বিধানসভা নির্বাচন রয়েছে মহেন্দ্র সিং ধোনি’র (MS Dhoni) রাজ্য ঝাড়খণ্ডে। ১৩ নভেম্বর ও ২০ নভেম্বররে দুই দফায় চলবে ভোট পর্ব। ২৩ তারিখ জানা যাবে ফলাফল। এই নির্বাচনেই বড় ভূমিকা নিতে চলেছেন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ক। সরাসরি কোনো দলের হয়ে ভোটে দাঁড়াচ্ছেন না তিনি। তবে জনতাকে উৎসাহিত করতে নির্বাচন কমিশনের প্রচার কর্মসূচিতে অংশ নিচ্ছেন বিশ্বজয়ী তারকা। চিফ ইলেক্টোরাল অফিসার কে রবি কুমার (K Ravi Kumar) সংবাদসংস্থা আইএএনএস-কে দেওয়া এক সাক্ষাৎকারে জানিয়েছেন, “এম এস ধোনি আমাদের অনুমতি দিয়েছেন নির্বাচন চলাকালীন তাঁর ছবি ও ভিডিও ব্যবহার করার। ঝাড়খণ্ডের ভোটারদের নির্বাচনে অংশ নেওয়ার জন্য আবেদন করবেন তিনি। প্রাক্তন অধিনায়ক নিজের কর্তব্যের জন্য তৈরি।”

২০১৯-এর বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন এনডিএ জোট’কে হারিয়ে বাজিমাত করেছিলো ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) নেতৃত্বাধীন ইউপিএ জোট। মুখ্যমন্ত্রীর কুরসিতে বসেছিলেন ঝাড়খণ্ড মুক্তি মোর্চার নেতা হেমন্ত সোরেন (Hemant Soren)। ২০২৪ সালে ঝাড়খণ্ড মুক্তি মোর্চা, ভারতের জাতীয় কংগ্রস, সিপিআই এম এল ও রাষ্ট্রীয় জনতা দলের মহাজোটের বিরুদ্ধে লড়াইতে এনডিএ জোট। হেমন্ত সোরেন গদি বাঁচাতে পারেন নাকি পুনরায় ঝাড়খণ্ডের শাসনভার যায় বিজেপি ও তাদের জোটসঙ্গীদের হাতে সেদিকেই তাকিয়ে রয়েছেন সকলে। ২০১৯ সালে প্রায় ৬৩ শতাংশ ছিলো ভোটদানের হার। ২০২৪-এ নির্বাচনের দুনিয়ায় মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni) পা দেওয়ার পর সেই হার অনেকখানি বাড়বে বলে আশায় নির্বাচন কমিশনের সদস্যেরা।

ধোনির IPL ভবিষ্যৎ এখনও অজানা-

MS Dhoni | Image: Getty Images
MS Dhoni | Image: Getty Images

আন্তর্জাতিক ক্রিকেটকে ২০১৯ সালে বিদায় জানিয়েছিলেন মহেন্দ্র সিং ধোনি (MS Dhoni)। তবে চালিয়ে গিয়েছেন আইপিএল (IPL) খেলা। ৪৩ বর্ষীয় ক্রিকেটার সাক্ষাৎকারে জানিয়েছিলেন যে ২০২৪ মরসুমেও মাঠে নামতে চান। সেইমত হাঁটুর অস্ত্রোপচারের পর মাঠে ফিরেছিলেন তিনি। খেলেওছেন এই বছরের আইপিএল। এরপর কি? তিনি কি আগামী বছরেও থাকছেন চেন্নাই সুপার কিংস শিবিরে? মূলত ধোনির (MS Dhoni) কথা মাথায় রেখেই ২০২১ সালের আগেকার রিটেনশন নিয়ম ফিরিয়ে এনেছে বিসিসিআই। মাত্র ৪ কোটিতে ‘আনক্যাপড’ ক্রিকেটার হিসেবে তাঁকে ধরে রাখতে পারে সিএসকে। কিন্তু মহাতারকা নিজে কি সিদ্ধান্ত নেন তা এখনও অজানা। ফ্র্যাঞ্চাইজি কর্তা কাশী বিশ্বনাথন অবধি জানিয়েছেন যে ধোনির (MS Dhoni) পরিকল্পনা এখনও স্পষ্ট নয় তাঁর কাছে।

Also Read: IND vs NZ 2nd Test: “ক্যাপ্টেন্সি কোটার খেলোয়াড়…” রান নেই রোহিতের ব্যাটে, নেটদুনিয়ায় চরম আক্রমণের মুখে ভারত অধিনায়ক !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *