dhawan-bhuvi-to-retire-from-team-india

এক গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়ে টিম ইন্ডিয়া (Team India)। একদম সামনেই রয়েছে এশিয়া কাপ। তারপর রয়েছে একদিনের ক্রিকেট বিশ্বকাপ। দুই বড় প্রতিযোগিতার জন্য সেরা দল বেছে নেওয়ার প্রক্রিয়া চালাচ্ছে দল। প্রথম একাদশ কি হবে তা ঠিক করতে কোচ রাহুল দ্রাবিড় একের পর এক পারমুটেশন-কম্বিনেশন ব্যবহার করে দেখছেন। সম্প্রতি ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দলেই রাখেন নি বিরাট কোহলি (Virat Kohli), রোহিত শর্মাদের (Rohit Sharma) মত সিনিয়র ক্রিকেটারদের। বদলে তিনি সুযোগ দিয়ে দেখেছেন সঞ্জু স্যামসন, ঈশান কিষণ, অক্ষর প্যাটেলদের। অভিজ্ঞতার চেয়ে এই মুহূর্তে তারুণ্যেই যে জোর দিচ্ছে টিম ইন্ডিয়া (Team India), তা স্পষ্ট হয়ে গিয়েছে কোচ দ্রাবিড়ের সিদ্ধান্ত থেকে।

এশিয়া কাপের দল হয়ত সামনে আসবে আগামী সপ্তাহেই। বিশ্বকাপের প্রাথমিক স্কোয়াড ঘোষনার চূড়ান্ত দিনক্ষণ জানিয়ে দিয়েছে আইসিসি। ৫ সেপ্টেম্বরের মধ্যেই সিদ্ধান্ত নিতে হবে বিসিসিআই। যে রাস্তায় হাঁটছে ভারতীয় দল, তাতে শুভমান গিল (Shubman Gill), ঈশান কিষণদের (Ishan Kishan) সাথে মুকেশ কুমার বা তিলক বর্মার মত নতুন মুখদের দুই বড় প্রতিযোগিতায় দেখা গেলে অবাক হওয়ার কিছু থাকবে না। একই সাথে বিশ্বকাপে ৭ ম্যাচে ১২ উইকেট নেওয়া ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) বা ১০ ম্যাচে ৫৩৭ রান করা শিখর ধাওয়ানের (Shikhar Dhawan) ভাগ্যে যে শিকে ছিঁড়বে না তারও স্পষ্ট ইঙ্গিত মিলেছে। টিম ইন্ডিয়ায় (Team India) ব্রাত্য হয়ে পড়ায় ধাওয়ান ও ভুবনেশ্বর, দুজনেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানাতে পারেন।

Read More: WI vs IND: সিরিজ জয়ের লড়াইয়ে টিকে থাকতে মরিয়া টিম ইন্ডিয়া, ক্যারিবিয়ান বধের জন্য তৈরি এই ভয়ঙ্কর ছক !!

ধাওয়ানের জন্য দরজা বন্ধ করেছে বোর্ড-

Shikhar Dhawan | Team India | Image: Getty Images
Shikhar Dhawan | Image: Getty Images

২০২২ সালে বাংলাদেশের বিরুদ্ধে শেষবার একদিনের ম্যাচে টিম ইন্ডিয়ার (Team India) জার্সিতে মাঠে নামতে দেখা গিয়েছিলো শিখর ধাওয়ানকে (Shikhar Dhawan)। এরপর ছেঁটে ফেলা হয় তাঁকে। নিউজিল্যান্ড এবং বাংলাদেশের বিরুদ্ধে মাত্র কয়েকটি ম্যাচের ব্যর্থতাই কাল হয়ে দাঁড়ায় তাঁর সামনে। ওপেনার হিসেবে আচমকাই জাতীয় দলে আসন টলে যায় তাঁর। পরিসংখ্যান বলছে ২০২২ সালে ২২টি একদিনের ম্যাচে ৩৪.৪০ ব্যাটিং গড়ে ৬৮৮ রান করেছেন ধাওয়ান (Shikhar Dhawan)। রয়েছেন ৬টি অর্ধশতকও। তার আগের দুই বছর অর্থাৎ ২০২০ এবং ২০২১ সালে ধাওয়ানের ব্যাটিং গড় যথাক্রমে ৫৮.০০ এবং  ৫৯.৫০। কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে ব্যর্থতার পর পরিসংখ্যানের কথা মাথায় রাখে নি টিম ম্যানেজমেন্ট। সরাসরি বাইরের রাস্তা দেখানো হয়েছে বাঁ-হাতি ব্যাটারকে।

Read More: World Cup 2023: বিশ্বকাপের দলে এন্ট্রি হলো KL রাহুলের, বাদ পড়লেন শুভমান গিল সহ এই ম্যাচ উইনাররা !!

দেশের হয়ে ৩৪টি টেস্ট খেলেছেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। ৫৮ ইনিংসে ৪০.৬১ গড়ে শিখরের সংগ্রহ ২৩১৫ রান। লাল বলের ফর্ম্যাটে ৭টি শতরান এবং ৫টি অর্ধশতরান করেছেন তিনি। একদিনের আন্তর্জাতিক কেরিয়ারে ১৬৭ ম্যাচ খেলেছেন তিনি। ১৬৪ ইনিংসে করেছেন ৬৭৯৩ রান। ব্যাটিং গড় ৪৪.১১। চমকপ্রদ শিখরের (Shikhar Dhawan) স্ট্রাইক রেটও। ৯১.৩৫ স্ট্রাইক রেটে রান করেছেন তিনি। ভারতের হয়ে একদিনের ক্রিকেটে ১৭টি শতরান এবং ৩৯টি অর্ধশতক রয়েছে তাঁর। শতকের সংখ্যার নিরিখে ওডিআই ক্রিকেটে পঞ্চম সফলতম ক্রিকেটার ধাওয়ানই। আইসিসি প্রতিযোগিতায় বরাবর ভালো খেলেন শিখর। ২০১৩ চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেরা ক্রিকেটার হয়েছেন। ২০১৯ বিশ্বকাপে ভালো খেলেছেন। সেই কথা মাথায় রেখে ২০২৩-এর বিশ্বকাপে অনেকেই শিখরকে চাইছেন দলে। কিন্তু তেমন কোনো ইঙ্গিত দেওয়া হয় নি বোর্ডের তরফ থেকে।

ক্রিকেটকে বিদায় জানাচ্ছেন ভুবনেশ্বর-

Bhuvneshwar Kumar | Team India | Image: Getty Images
Bhuvneshwar Kumar | Image: Getty Images

ভারতের জার্সিতে অন্যতম সফল বোলার ভুবনেশ্বর কুমার (Bhuvneshwar Kumar) । সাদা বলের ক্রিকেটে বহু সাফল্যের কারিগর তিনি। এমনকি টেস্টেও ইংল্যান্ডের আবহাওয়া ও পরিস্থিতিকে কাজে লাগিয়ে দুর্দান্ত বোলিং-এর রেকর্ড রয়েছে তাঁর। ২১ টেস্টে নিয়েছেন ৬৩ উইকেট। ১২১ একদিনের ম্যাচে তাঁর উইকেট সংখ্যা ১৪১। কুড়ি-বিশের খেলায় ভুবি ৮৭ ম্যাচে নিয়েছেন ৯০ উইকেট। একটা সময় টি-২০তে ভারতের সফলতম বোলার ছিলেন তিনিই। কিন্তু টিম ইন্ডিয়ার (Team India) হয়ে তাঁর কেরিয়ার গ্রাফ নীচের দিকে নামতে শুরু করে ২০২২ সালে। জানুয়ারি মাসের পর থেকেই একদিনের দলে ব্রাত্য করা হয় ভুবনেশ্বরকে (Bhuvneshwar Kumar) । জসপ্রীত বুমরাহ (Jasprit Bumrah)চোটের জন্য বাইরে গেলেও ফেরানো হয় নি ভুবিকে।

টি-২০তে নিজের জায়গা টিকিয়ে রেখেছিলেন ভুবনেশ্বর (Bhuvneshwar Kumar) । কিন্তু ২০২২ এশিয়া কাপে পাকিস্তানের বিরুদ্ধে ১৯তম ওভারে ১৯ রান খরচ করার পর থেকেই ভারতীয় দলের সাথে দূরত্ব বাড়তে থাকে তাঁর। টি-২০ বিশ্বকাপে পাওয়ার প্লে’তে মিতব্যয়ী বোলিং করে নজর কেড়েছিলন তিনি। নিয়মিত নিয়েছিলেন উইকেটও। সেমিফাইনালে ইংল্যান্ডের বিরুদ্ধে হারের পর দায় চাপানো হয় তাঁর ওপর। কুড়ি-বিশের বিশ্বকাপের ঠিক পর যে নিউজিল্যান্ড সফর ছিলো, তাতে ভুবনেশ্বর (Bhuvneshwar Kumar)  সুযোগ পেলেও এরপর ছেঁটে ফেলা হয় তাঁকে। ২০২৩-এ একটি ম্যাচে ভারতের হয়ে খেলা হয় নি ভুবনেশ্বরের। সম্প্রতি নিজের ইন্সটাগ্রাম বায়ো থেকে ‘ভারতীয় ক্রিকেটার’ লেখা মুছে ফেলে আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানোর ইঙ্গিত দিয়েছেন তিনি।

Also Read: WC 2023: বিশ্বকাপের জন্য ঘোষিত হলো ১৫ সদস্যের দল, ওয়ানডে’তে ২০০ করা ঈশান কিষান বাদ, এন্ট্রি হলো আশ্বিনের !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *