IPL নিলামের আগে সমস্যায় পড়লো ফ্রাঞ্চাইজি, হঠাৎ অবসর নিলেন দলের অধিনায়ক !! 1

আর মাত্র কয়েকদিন বাদেই আইপিএল ২০২৫ (IPL 2025) এর জন্য ফ্রাঞ্চাইজি তাদের ধরে রাখা ও ছেড়ে দেওয়া প্লেয়ারদের তালিকা প্রকাশ করবে এবং বছরের শেষে মেগা নিলামের আয়োজন করা হবে। আইপিএল নিলামের আগে সমস্যার পাহাড় ভেঙে পড়লো এক ফ্রাঞ্চাইজির উপর, দলের অধিনায়ক নিয়ে নিলেন অবসর।

প্রসঙ্গত, ভারতীয় দলের সেরা ওপেনারদের একজন হলেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। এবার আন্তর্জাতিক ক্রিকেট ও ঘরোয়া ক্রিকেট থেকে অবসরের ঘোষণা করলেন গব্বর। ২০২৩ এবং ২০২৪ মরশুমে পাঞ্জাব কিংস দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তবে গত মরশুমে বেশিরভাগ ম্যাচ চোটের কারণে খেলতে পারেননি তিনি, ডাগ আউটে বসেই দলের খেলা দেখেছিলেন ধাওয়ান।

Read More: IPL 2025: দিল্লী ত্যাগ নিশ্চিত ঋষভ পন্থের, বিপুল অর্থের বিনিময়ে যাচ্ছেন CSK-কে !!

অবসরের ঘোষণা করলেন শিখর ধাওয়ান

Shikhar Dhawan, bcci
Shikhar Dhawan | Image: Getty Images

আজ সকালে একটি ভিডিওবার্তায় নিজের অবসরের ঘোষণা দেন ধাওয়ান। এক দশকের বেশি সময় ধরে ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট খেলেছেন ধাওয়ান। আইপিএল ইতিহাসের অন্যতম সেরা ব্যাটসম্যান হলেন ধাওয়ান। তিনি ২০১৬ সালে সানরাইজার্স হায়দ্রাবাদের হয়ে খেলার সময় আইপিএল শিরোপা জয় করেন। যদিও সেই সময় দলের দায়িত্বে ছিলেন ডেভিড ওয়ার্নার।

আইপিএলে একাধিক ফ্র্যাঞ্চাইজির হয়ে খেলেছেন ধাওয়ান, তবে সানরাইজার্স এবং পাঞ্জাব কিংস দলের হয়েই অধিনায়কত্ব করার সুযোগ পান ধাওয়ান। গত সিজিনে তিনি চোট পেয়ে ছিটকে যেতে স্যাম কারান (Sam Curran) দলকে নেতৃত্ব দিয়েছিলেন। গত কয়েক বছর ধরেই পাঞ্জাব দলের পারফরমেন্স খুবই সাধারণ ছিল তাই আসন্ন মৌসুমে দলে বিস্তর পরিবর্তন লক্ষ করা যেত।

ধাওয়ানের আইপিএল ক্যারিয়ার

Shikhar Dhawan | Image: Getty Images, ipl
Shikhar Dhawan | Image: Getty Images

তবে আইপিএল (IPL) নিলামের আগেই অবসরের ঘোষণা করে দিলেন ধাওয়ান। আন্তর্জাতিক ও ঘরোয়া ক্রিকেট আর না খেলার সিদ্ধান্ত নিলেন শিখর। যদিও আইপিএলে তিনি খেলবেন কিনা সে বিষয়ে আপাতত কোনো উল্লেখ করেননি ধাওয়ান। তবে, তার কথার ছলে এটা স্পষ্ট হয়ে গিয়েছে যে তিনি আর আইপিএল খেলতে চাইছেন না। পাশাপশি, পাঞ্জাব কিংস তাদের সোশ্যাল মিডিয়া একাউন্টে ধাওয়ানের উদ্যেশ্যে ‘ধন্যবাদ’ জানিয়েও দিয়েছে। আপাতত ক্রিকেটকে আলবিদা জানানোর পরে ধাওয়ান দিল্লি প্রিমিয়ার লিগে একটি দলও কিনে ফেলেছেন।

শিখর আইপিএলে মুম্বাই ইন্ডিয়ান্স, ডেকান চার্জার্স, সানরাইজার্স হায়দ্রাবাদ, দিল্লি ক্যাপিটালস ও পাঞ্জাব কিংসের হয়ে খেলেছেন। আইপিএলে তিনি ২২২ টি ম্যাচ খেলেছেন ৩৫.০৭ গড়ে ও ১২৭.১২ স্ট্রাইক রেটে ৬৭৬৮ রান বানিয়ে সর্বাধিক রান বানানোর তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছেন। পাশাপশি, ক্যারিয়ার জুড়ে ৫১বার অর্ধশতরান ও ২টি শতরান বানিয়েছেন তিনি। অধিনায়ক হিসেবে সফল নন ধাওয়ান, ২৭ ম্যাচে দলকে তিনি নেতৃত্ব দিয়েছেন এবং ১০টি ম্যাচে জয় পেয়েছেন।

Read Also: ভক্তদের জন্য দুঃসংবাদ, আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন শিখর ধাওয়ান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *