বিদেশের মাটিতে সৌরভ গাঙ্গুলীর দাদাগিরি, ধোনির প্রধান অস্ত্রকে ছোঁ মেরে নিলেন তুলে !! 1

টি-টোয়েন্টি ক্রিকেট তারুন্যের ছোঁয়ায় ভক্তদের মধ্যে নতুন প্রাণ সঞ্চার করেছে। ফলে ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের নিলামে দলগুলি বেশিরভাগ সময় কম বয়সী প্রতিভাবান ক্রিকেটারদের প্রতি আগ্রহ প্রকাশ করে। আইপিএলের (IPL 2025) সঙ্গে সঙ্গে বিশ্বজুড়ে বর্তমানে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (CPL), দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগ (SA20), বিগ ব্যাশ লিগের (BBL) জনপ্রিয়তা বৃদ্ধি পেয়েছে। এই টুর্নামেন্টগুলিতে ক্রিকেটারদের দল পরিবর্তনের ঘটনা খুব স্বাভাবিক বিষয়। এবার মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) প্রধান অস্ত্রকে নিজের দলে নিয়ে এলেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)।

Read More: এশিয়া কাপের আগে চাপের মুখে দল, ভিসার কারণে দেশেই থেকে গেলেন দলের মেরুদন্ড !!

সৌরভের দলে ব্রেভিস-

Ms dhoni
Dewald Brevis | Image: Getty Images

এই বছর আইপিএলে চেন্নাই সুপার কিংসে (Chennai Super Kings) সুযোগ পেয়ে ডেওয়াল্ড ব্রেভিস (Dewald Brevis) নিজের ব্যাটিং দক্ষতার মধ্যমে ভক্তদের মন জয় করে নেন। মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) তত্ত্বাবধানে নিজেকে আরও পরিণত হিসাবে গড়ে তোলেন তিনি। এরপর এই দক্ষিণ আফ্রিকান তারকা সাম্প্রতিক সময় আন্তর্জাতিক ক্রিকেটেও নিজের ছাপ ফেলার চেষ্টা করছেন। এর মধ্যেই এবার দক্ষিণ আফ্রিকা টি-টোয়েন্টি লিগে নতুন ইতিহাস গড়লেন ব্রেভিস।

এস‌এ২০ (SA20)’এর নিলামে গতকাল এই তরুণ প্রতিভাবান ক্রিকেটারের নাম ওঠার সঙ্গে সঙ্গেই জোবার্গ সুপার কিংস (Joburg Super Kings) এবং পার্ল রয়্যালস (Paarl Royals) দলে নেওয়ার জন্য দাম হাঁকাতে শুরু করে। মূহুর্তের মধ্যেই সেই দাম ১০ মিলিয়ন পার হয়ে যায়। এই রকম সময় রয়্যালস সরে দাঁড়ালে মনে করা হচ্ছিল আবারও সুপার কিংস দলের জার্সি গায়ে তুলতে চলেছেন ব্রেভিস। ঠিক তখন সৌরভ গাঙ্গুলীর (Sourav Ganguly) দল প্রিটোরিয়া ক্যাপিটালস (Pretoria Capitals) তাকে দলে নেওয়ার জন্য নিলামে ঝাঁপিয়ে পড়ে। শেষ পর্যন্ত ১৬.৫ মিলিয়ন ডলার অর্থাৎ ভারতীয় মুদ্রায় ৮ কোটি ৩০ লক্ষ টাকার বিনিময়ে তাকে দলে নেয় ক্যাপিটালস শিবির। ফলে ডেওয়াল্ড ব্রেভিস এস‌এ২০’এর সবচেয়ে দামি ক্রিকেটার হিসেবে রেকর্ড সৃষ্টি করেন।

আত্মবিশ্বাসী সৌরভ গাঙ্গুলী-

Ipl 2025
Dewald Brevis | Image: Getty Images

ক্যাপিটালসের সঙ্গে দীর্ঘদিন ধরে যুক্ত আছেন সৌরভ গাঙ্গুলী (Sourav Ganguly)। তিনি দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) সঙ্গে কোচিং সদস্য হিসেবে দায়িত্ব পর্যন্ত পালন করেছেন। অন্যদিকে সম্প্রতি ভারতের অন্যতম সফল অধিনায়ককে প্রিটোরিয়া ক্যাপিটালসের প্রধান কোচ হিসাবে নিযুক্ত করা হয়। এর ফলে বাংলার দাদা দক্ষিণ আফ্রিকা টোয়েন্টির নিলামে উপস্থিত ছিলেন। ডেওয়াল্ড ব্রেভিসকে (Dewald Brevis) বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে দলে নেওয়ার পর তিনি আশা প্রকাশ করেছেন।

সৌরভ বলেন, “আশা করছি ব্রেভিস ভালো পারফর্মেন্স করবে। ও খুবই প্রতিভাবান একজন ক্রিকেটার। গত কয়েক বছরে নিজের পারফর্মেন্সের অনেকটাই উন্নতি ঘটিয়েছে। অস্ট্রেলিয়া সিরিজে সেটা সবাই দেখেছে‌। নিজেকে গেম চেঞ্জার হিসেবে প্রমাণ করেছে। টি-টোয়েন্টিতে এই ধরনের ক্রিকেটারের প্রয়োজন আছে। আমি কখন‌‌ও টাকার সঙ্গে পারফর্মেন্সের তুলনা করি না। টাকার অঙ্কটা আমি বাদ দিয়েই বলছি ওর মধ্যে প্রতিভা রয়েছে। স্পিনারদের বিপক্ষে ভালো খেলে‌ ব্রেভিস। তাই সবরকম ভাবনাচিন্তা করেই তাকে দলে নেওয়া হয়েছে।”

Read Also: Asia Cup 2025: অলরাউন্ড দাপট! হংকংকে ৯৪ রানে হারালো আফগানিস্তান !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *