devdutt-padikkal-returns-to-team-india

এশিয়া কাপ জয়ের দিনচারেকের মধ্যেই মাঠে ফিরছে টিম ইন্ডিয়া (Team India)। আহমেদাবাদে আগামীকাল থেকে শুরু হতে চলেছে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজ (IND vs WI)। নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে পরপর দু’টি লাল বলের সিরিজ খুইয়ে একটা সময় কার্যত দেওয়ালে পিঠ ঠেকে গিয়েছিলো ‘মেন ইন ব্লু’র। এরপর কোহলি, রোহিত, অশ্বিনদের অবসর চাপ বাড়িয়েছিলো তাদের উপর। কিন্তু ইংল্যান্ড সফরে নয়া অধিনায়ক শুভমান গিলের (Shubman Gill) হাত ধরে লড়াইতে ফেরে ভারত। কঠিন পরিস্থিতিতে স্টোকসদের বিরুদ্ধে ২-২ ফলে সিরিজ ড্র রেখেছে দেশে ফিরেছে ‘নিউ লুক’ টিম ইন্ডিয়া (Team India)। তারুণ্যকেই যে এই মুহূর্তে অগ্রাধিকার দেওয়া হবে তা স্পষ্ট করে দিয়েছে বিসিসিআই। ঘরের মাঠে ক্যারিবিয়ানদের বিপক্ষেও অপরিবর্তিত থাকছে সেই নীতিই।

Read More: “আমার শর্ত মানতে হবে…” নয়া চাল মহসীন নকভি’র, ট্রফি হস্তান্তরে গড়িমসি চালিয়ে যাচ্ছেন ACC সভাপতি !!

সুযোগ পেলেন দেবদত্ত পাডিক্কাল-

Devdutt Paddikkal | Team India | Image: Getty Images
Devdutt Padikkal | Image: Getty Images

রোহিত ও কোহলি’র অবসরের পর ভারতীয় টেস্ট স্কোয়াডে (Team India) অভিজ্ঞতার যে অভাব দেখা গিয়েছিলো তা পূরণ করতে সুযোগ দেওয়া হয়েছিলো করুণ নায়ারকে (Karun Nair)। কিন্তু আট বছর পর ‘মেন ইন ব্লু’ জার্সি গায়ে চাপিয়ে আহামরি পারফর্ম্যান্স করতে পারেন নি তিনি। কর্ণাটকের ব্যাটার ইংল্যান্ডের বিরুদ্ধে চারটি টেস্ট ম্যাচে ২৫.৬২ গড়ে করেন কেবল ২০৮ রান। ওভালে একটি অর্ধশতক ছাড়া একটিও কার্যকরী ইনিংস খেলতে পারেন নি তিনি। এই হতাশাজনক পারফর্ম্যান্সের পর ওয়েস্ট ইন্ডিজ সিরিজে (IND vs WI) আর তাঁর কথা ভেবে দেখেন নি নির্বাচকেরা। বরং তাঁর বিকল্প হিসেবে বেছে নেওয়া হয়েছে কর্ণাটকেরই বাম হাতি ব্যাটার দেবদত্ত পাডিক্কাল’কে (Devdutt Padikkal)। “প্রত্যাশা পূরণ করতে পারে নি করুণ। আমাদের মনে হয়েছে এই মুহূর্তে দেবদত্ত’ই অপেক্ষাকৃত ভালো বিকল্প,” সাংবাদিকদের সাফ জানিয়েছেন মুখ নির্বাচক আগরকার।

গত বছর ইংল্যান্ডের বিরুদ্ধে ধর্মশালার মাঠে টেস্ট অভিষেক হয়েছিলো দেবদত্ত পাডিক্কালের (Devdutt Padikkal)। কেরিয়ারের প্রথম ম্যাচে একটি অর্ধশতক করেছিলেন তিনি। এরপর তাঁর ভাগ্যে শিকে ছেঁড়ে নভেম্বরের পার্‌থ টেস্টে। তিন নম্বরে নেমে বিশেষ সুবিধা করতে পারেন নি তরুণ ব্যাটার। রঞ্জি ট্রফি, আইপিএলের মত টুর্নামেন্টে সাম্প্রতিক অতীতে ভালো পারফর্ম্যান্স করেছেন দেবদত্ত। অস্ট্রেলিয়া-এ’র বিরুদ্ধে ভারত-এ’র (India-A) জার্সিতে চারদিনের ম্যাচে ১৫০ রানের চমৎকার ইনিংসও খেলেছেন তিনি। যার ফলে উইন্ডিজের বিরুদ্ধে (IND vs WI) সিনিয়র দলে ফেরা তাঁর পক্ষে সহজ হয়েছে বলে মত ক্রিকেট বিশেষজ্ঞদের। তবে আহমেদাবাদ বা দিল্লীতে ভারতীয় (Team India) প্রথম একাদশে তাঁর জায়গা পাওয়া সম্ভাবনা কতটা তা নিয়ে দ্বিধাগ্রস্ত তারা। সাই সুদর্শনকে অগ্রাধিকার দিতে পারে দল, খবর সংবাদমাধ্যম সূত্রে।

বাদ পড়ে হতাশ করুণ নায়ার-

Karun Nair | Team India | Image: Getty Images
Karun Nair Gets Dropped From Team India Squad | Image: Getty Images

২০১৭ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বর্ডার-গাওস্কর ট্রফিতে হতাশাজনক পারফর্ম্যান্সের কারণে বাদ পড়েছিলেন করুণ নায়ার (Karun Nair)। প্রত্যাবর্তনের জন্য দীর্ঘ আট বছর অপেক্ষা করতে হয়েছিলো তাঁকে। কিন্তু ইংল্যান্ড সফরের ব্যর্থতার পর ফের ছেঁটে ফেলা হলো তাঁকে। জাতীয় দলে (Team India) জায়গা হারিয়ে ব্যথিত করুণ। সংবাদসংস্থা টাইমস অফ ইন্ডিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, “আশা করেছিলাম যে সুযোগ পাব। আমি জানি না কী বলব! আমার কাছে কোনো ভাষা নেই। আমার পক্ষে উত্তর দেওয়া খুবই কঠিন। নির্বাচকেরা কী ভাবছেন সে সম্পর্কে সম্ভবত ওনাদেরই প্রশ্ন করা প্রয়োজন। শেষ টেস্ট ম্যাচটিতেও আমি কিন্তু ৫০ করেছিলাম যখন অন্য কেউ প্রথম ইনিংসে রানই পায় নি। আমার মনে হয়েছিলো যে আমি অবদান রাখতে পেরেছি বিশেষত শেষ ম্যাচটি, কারণ ওটা আমরা জিতেছিলাম।”

Also Read: “আমি জোকার হয়ে গেছি..”, ট্রফি বিতর্কে মহসিন নকভির নাকে কান্নায় তৈরি হলো হাস্যকর পরিস্থিতি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *