শ্রীলঙ্কার বিরুদ্ধে টি-২০ এবং একদিনের সিরিজে জোড়া জয় ছিনিয়ে নেওয়ার পর আরও একবার মাঠে নামতে চলেছে ভারতীয় ক্রিকেট দল। অধিনায়ক রোহিত শর্মার নেতৃত্বে নিউজিল্যান্ডকেও হারিয়ে বিশ্বকাপের প্রস্তুতি জোরকদমে শুরু করতে চাইছে ‘টিম ইন্ডিয়া।’ আন্তর্জাতিক ক্রিকেটের পাশাপাশি থেমে নেই ঘরোয়া ক্রিকেটও। চলছে ভারতের সবচেয়ে বড় ঘরোয়া টুর্নামেন্ট রঞ্জি ট্রফি। বিশ্বকাপের বছরে রঞ্জি ট্রফিতে ভালো পারফর্ম করে জাতীয় দলের নির্বাচকদের নজরে পড়তে জান লড়িয়ে দিচ্ছেন বিভিন্ন রাজ্য দলের ক্রিকেটারেরা। তবে দেশের রাজধানী দিল্লীর অবস্থা অবশ্য রঞ্জিতে বিশেষ সুবিধার নয় এই মরসুমে। প্রশাসনিক সমস্যা, আভ্যন্তরীন মতবিরোধ ইত্যাদি তো ছিলোই। সাথে যুক্ত হয়েছে চোট-আঘাতের অভিশাপও। গত ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে একই সাথে পাঁচ পেস বোলার চোট পেয়ে ছিটকে গিয়েছিলেন। আর মুম্বইয়ের বিপক্ষে নামার আগে অসুস্থতার কবলে তাদের তরুণ অধিনায়ক যশ ধূলও ((Yash Dhull)। তড়িঘড়ি নতুন অধিনায়ক বেছে নিতে হয়েছে দিল্লী দলকে।
ওপেনিং থেকে অধিনায়কত্ব, চোটে জেরবার দিল্লী ক্রিকেট দল-

এই মরসুমে রঞ্জি ট্রফিতে রীতিমত বেকায়দায় রয়েছে দিল্লী দল। এলিট পর্যায়ের গ্রুপ-বি’তে ৮ দলের মধ্যে সপ্তম স্থানে রয়েছে ৭ বারের চ্যাম্পিয়নরা। ৫ ম্যাচের মধ্যে ৩ টি ড্র এবং ২ টি হার নিয়ে মাত্র ৫ পয়েন্টই এসেছে তাদের ঝুলিতে। গত ম্যাচে তামিলনাড়ুর বিরুদ্ধে একসাথে দলের বাইরে চলে গিয়েছিলেন পাঁচ পেসার ঈশান্ত শর্মা (Ishant Sharma), মায়াঙ্ক যাদব (Mayank Yadav), নভদীপ সাইনি (Navdeep Saini), সীমরণজিৎ সিং, প্রদীপ সাঙ্গওয়ান। মুম্বাইয়ের বিরুদ্ধেও দলে ফেরার সম্ভাবনা ক্ষীণ তাঁদের। মরসুমের শুরুতে প্রি-সিজন ট্রেনিং-এ গাফিলতির ফলের বাড়ছে চোট আঘাত। এমনই অভিযোগ শোনা যাচ্ছে দিল্লী ক্রিকেটের অন্দরে কান পাতলে। মুম্বইয়ের বিরুদ্ধে নামার আগে ওপেনিং নিয়েও সমস্যায় রয়েছে দিল্লী দল। অনুজ রাওয়াত (Anuj Rawat) এবং আয়ুষ বাদোনি (Ayush Badoni) ইনিংসের শুরুতে নয়, বরং মিডল অর্ডারে ব্যাট করতে বেশী আগ্রহী। এখন হন্যে হয়ে নয়া ওপেনার খুঁজতে হচ্ছে দলকে। প্রদীপ সাঙ্গওয়ানকে (Pradip Sangwan) সরিয়ে এই বছরই অধিনায়ক করা হয়েছে ২০ বর্ষীয় যশ ধূলকে (Yash Dhull)। ভারতকে অনুর্দ্ধ-১৯ বিশ্বকাপ জিতিয়েছিলেন তিনি। দিল্লীর হয়ে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতেও সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছিলেন। তবে রঞ্জিতে তাঁর ব্যাটেও ফর্মের দেখা নেই। ৫ ম্যাচে মাত্র ১৮৯ রান করেছেন ধূল। “অফ ফর্ম আর বারবার অনুরোধ করা সত্ত্বেও ইনিংস ওপেন না করায়, যশ ধূলের জায়গা দলে সুরক্ষিত নয়” কিছুদিন আগেই জানিয়েছিলেন DDCA-এর এক কর্তা। মুম্বই ম্যাচের আগে ‘অসুস্থ’ হয়ে ছিটকেই গেলেন তিনি।
শক্তিশালী মুম্বইয়ের বিপক্ষে কঠিন চ্যালেঞ্জ নয়া অধিনায়কের-

তরুণ যশ ধূল (Yash Dhull) ছিটকে যাওয়ায় বাধ্য হয়েই ২৬ বর্ষীয় সহ-অধিনায়ক হিম্মত সিং (Himmat Singh)-এর হাতে নেতৃত্বের ব্যাটন তুলে দিতে হয়েছে দিল্লী দলকে। এর আগে শৃঙ্খলাজনিত কারণে দল থেকে ছেঁটে ফেলা হয়েছিলো প্রাক্তন অধিনায়ক নীতিশ রাণাকে (Nitish Rana)। বাধ্য হয়ে ফেরানো হয়েছে তাঁকেও। ডুবতে থাকা ব্যাটিং-এর হাল ধরার জন্য কলকাতা নাইট রাইডার্স (KKR) তারকার দিকেই তাকিয়ে থাকতে হবে দিল্লীকে। প্রতিপক্ষ মুম্বই অবশ্য ধারেভারে বর্তমানে অনেকটাই এগিয়ে ধ্রুব শোরে, হৃত্বিক শোকিনদের থেকে। রঞ্জি ট্রফির এই মেগা মোকাবিলায় মুম্বইয়ের জার্সিতে দেখা যাবে সরফরাজ খানকে (Sarfaraz Khan)। ঘরোয়া ক্রিকেটে স্বয়ং স্যার ডন ব্র্যাডম্যানের পরেই যাঁর ব্যাটিং গড়। থাকবেন পৃথ্বী শ (Prithvi Shaw)। গত ম্যাচে আসামের বিরুদ্ধে যিনি ৩৭৯ রান করে ভারতের ঘরোয়া ক্রিকেটের ইতিহাসে এক ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন। ভেঙেছেন সঞ্জয় মঞ্জরেকরের রেকর্ড। এছাড়াও থাকবেন শামস মুলানি (Shams Mulani)। গত মরসুমে যিনি রঞ্জিতে সর্বোচ্চ উইকেট নিয়েছিলেন। শক্তিশালী মুম্বইয়ের বিরুদ্ধে মাঠে নামার আগে দিল্লী যে যথেষ্ঠ চাপে তা নিশ্চিত করেই তাই বলে দেওয়া যায়।