বিসিসিআই-এর অন্দরে অচলাবস্থা, পিছিয়ে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াড ঘোষণা !! 1

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে পরাজয়ের পর টিম ইন্ডিয়ার ফোকাসে এখন চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। আগামী মাসের ১৯ তারিখ থেকে শুরু হচ্ছে টুর্নামেন্ট। আয়োজনের দায়িত্বে পাকিস্তান থাকলেও ওয়াঘা সীমান্ত পেরোতে হচ্ছে না ভারতীয় শিবিরকে। বিসিসিআই-এর আপত্তিকে মান্যতা দিয়ে রোহিত বাহিনীর ম্যাচগুলি সরিয়ে দেওয়া হয়েছে দুবাইতে। ২০ ফেব্রুয়ারিতে বাংলাদেশের বিরুদ্ধে (IND vs BAN) গ্রুপ পর্বের প্রথম ম্যাচটি রয়েছে ‘মেন ইন ব্লু’র। ২৩ তারিখ তারা মুখোমুখি হচ্ছে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের (IND vs PAK)। আর শেষ গ্রুপ ম্যাচটি রয়েছে ২ মার্চ, নিউজিল্যান্ডের বিপক্ষে (IND vs NZ)। চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য আইসিসি’র নির্দেশ মেনে আগামী রবিবার, অর্থাৎ ১২ জানুয়ারি দল ঘোষণার কথা ছিলো ভারতীয় ক্রিকেট নিয়ামক সংস্থার। কিন্তু সূত্রের খবর যে ডেডলাইন পিছিয়ে দেওয়ার আবেদন করতে চলেছেন রজার বিনি’রা।

Read More: “বাধ্য করেছে সরে দাঁড়াতে…” যুবরাজের অবসর নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস উথাপ্পা’র, আঙুল উঠলো কোহলির দিকে !!

পিছিয়ে যাচ্ছে দল ঘোষণা-

ICC Champions Trophy | CT 2025 | Image: Getty Trophy
ICC Champions Trophy | Image: Getty Trophy

আইসিসি আয়োজিত কোনো প্রতিযোগিতা শুরুর অন্তত এক মাস আগেই সাধারণত প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে দিতে হয় অংশগ্রহণকারী দেশগুলিকে। পরে প্রয়োজনমত রদবদলের স্বাধীনতা অবশ্য থাকে। কিন্তু এবার সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থার তরফে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) শুরুর পাঁচ সপ্তাহ আগেই চূড়ান্ত স্কোয়াড ঘোষণার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। ফলে বিপাকে পড়েছেন ভারতীয় নির্বাচকেরা। চলতি মাসের শেষ দিকে শুরু হচ্ছে ইংল্যান্ডের বিরুদ্ধে (IND vs ENG) টি-২০ সিরিজ। রয়েছে তিনটি একদিনের ম্যাচ’ও। তিনটি ভিন্ন প্রতিযোগিতার জন্য একসাথে দল বাছতে বসে হিমশিম অবস্থা নির্বাচকমণ্ডলীর। সংবাদসংস্থা ক্রিকবাজ সূত্রে খবর যে আইসিসি’র কাছে বিশেষ আবেদন করবে বিসিসিআই। অনুরোধ করা হবে ডেডলাইন দিনকয়েক পিছিয়ে দেওয়ার।

সদ্য দীর্ঘ অস্ট্রেলিয়া সফর শেষ হয়েছে ‘মেন ইন ব্লু’র। সেই নিয়ে ব্যস্ত থাকার কারণেই চটজলদি দলগঠন সম্ভব নয় বলে আইসিসি’কে জানাতে পারে বিসিসিআই। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজের দল আগামী দুই দিনের মধ্যে ঘোষণা হওয়ার সম্ভাবনা থাকলেও ওডিআই সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) স্কোয়াড ঘোষণার ক্ষেত্রে ১৮ বা ১৯ জানুয়ারি অবধি অপেক্ষা করতে পারে অজিত আগরকারের নেতৃত্বাধীন নির্বাচকমণ্ডলী। বাটলারদের (Jos Buttler) বিরুদ্ধে একদিনের সিরিজে যাঁরা খেলবেন তাঁদের মধ্যেই অধিকাংশকে চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) দেখতে পাওয়ার সম্ভাবনা। খবর মিলেছে যে জসপ্রীত বুমরাহ, কে এল রাহুল’রা ইংল্যান্ড সিরিজে বিশ্রাম পেলেও ফিরছেন আইসিসি প্রতিযোগিতায়। মহম্মদ সিরাজ টি-২০তে সম্ভবত ডাক পাচ্ছেন না। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে থাকার সম্ভাবনা তাঁর’ও।

স্কোয়াড নিয়ে অব্যাহত জল্পনা-

Indian Cricket Team | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

দীর্ঘ অপেক্ষার পর হয়ত আন্তর্জাতিক আঙিনায় প্রত্যাবর্তন ঘটাতে পারেন মহম্মদ শামি (Mohammed Shami)। ইতিমধ্যে ঘরোয়া ক্রিকেটে বেশ কিছু ম্যাচ খেলেছেন তিনি। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির স্পোর্টস সায়েন্স বিভাগের সবুজ সংকেত পেলে তাঁকে ইংল্যান্ডের বিরুদ্ধে ওয়ান ডে দলে রাখতে পারেন নির্বাচকেরা। ফিট থাকলে ডাক আসতে পারে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (CT 2025)। যশস্বী জয়সওয়াল, ওয়াশিংটন সুন্দর’দের পঞ্চাশ ওভারের ফর্ম্যাটে দেখতে পাওয়ার সম্ভাবনা। তবে টি-২০ সিরিজে থাকবেন না তাঁরা। উল্টোটা দেখা যেতে পারে নীতিশ কুমার রেড্ডি’র (Nitish Kumar Reddy) ক্ষেত্রে। বিশাখাপত্তনমের অলরাউন্ডার বাটলারদের বিরুদ্ধে হয়ত টি-২০ খেলবেন, কিন্তু ওয়ান ডে সিরিজ বা চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাঁর খেলার সম্ভাবনা কম। বুমরাহ-সিরাজদের অনুপস্থিতিতে কুড়ি-বিশের খেলায় বোলিং বিভাগকে নেতৃত্ব দেবেন আর্শদীপ সিং।

Also Read: CT 2025: আফগানদের বয়কটের হুমকি দক্ষিণ আফ্রিকার, চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে ফের অচলাবস্থা !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *