dean-elgar-on-spat-with-virat-kohli

বর্তমানে ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় সুপারস্টার কে? উত্তরে শতকরা নব্বই ভাগ মানুষ সম্ভবত বলবেন বিরাট কোহলির (Virat Kohli) নাম। গত দেড় দশকে ব্যাট হাতে নিজেকে আলাদা উচ্চতায় তুলে নিয়ে গিয়েছেন তিনি। টিম ইন্ডিয়ার জার্সিতে রানের পাহাড় গড়তে দেখা গিয়েছে তাঁকে। ১১৩ টেস্টে করেছেন ৮৮৪৮ রান। ২৯১ একদিনের ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছে ১৩৮৪৮ রান। টি-২০তেও সমান সাবলীল ভারতীয় তারকা। ১১৭ ম্যাচে করেছেন ৪০৩৭ রান। ক্রিকেটের ক্ষুদ্রতম ফর্ম্যাটে তাঁর বেশী রান আন্তর্জাতিক আঙিনায় নেই আর কারও। মোট শতরানের নিরিখেও বিশ্বের তাবড় কিংবদন্তিদের পিছনে ফেলেছেন তিনি। বর্তমানে ৮০টি শতরানের মালিক তিনি। সামনে কেবলমাত্র ‘ক্রিকেট ঈশ্বর’ শচীন তেন্ডুলকর।

ব্যাটসম্যান কোহলির (Virat Kohli) সাথে কমবেশী পরিচিত সকলেই। এমনকি মাঠে তাঁর আগ্রাসী মনোভাব’ও অনেকেরই খুব চেনা। কিন্তু বাইশ গজের দুনিয়ার বাইরে মানুষ হিসেবে কেমন বিরাট? এই প্রশ্নের উত্তর খোঁজা বেশ কঠিন সাধারণ ক্রিকেট সমর্থকদের পক্ষে। সম্প্রতি ‘ব্যান্টার উইথ বয়েজ’ নামে একটি পডকাস্টে মানুষ কোহলির চারিত্রিক বৈশিষ্ঠ্যের উপর থেকেই খানিক পর্দা সরালেন দক্ষিণ আফ্রিকার সদ্যপ্রাক্তন ক্রিকেটার ডিন এলগার (Dean Elgar)। প্রাক্তন প্রোটিয়া অধিনায়কের কথায় উঠে এলো বিরাটের সাথে তাঁর মনোমালিন্যের কথা। কিভাবে দুই দেশের দুই তারকা তা মিটিয়ে নিয়েছিলেন, সেই সম্পর্কেও মুখ খোলেন এলগার। গোটা ঘটনার সাথে জড়িয়ে গেলো দক্ষিণ আফ্রিকার আরেক কিংবদন্তি ক্রিকেটার এবি ডিভিলিয়ার্সের (AB de Villiers) নাম’ও।

Read More: IND vs ENG: ছুটি হওয়ার সময় হয়েছে শ্রেয়াস আইয়ারের, বিরাট ফিরলেই দল থেকে হবেন আউট !!

বিরাটের সঙ্গে বিতণ্ডায় জড়িয়েছিলেন এলগার-

Virat Kohli and Dean Elgar | Image: Getty Images
Virat Kohli and Dean Elgar | Image: Getty Images

চলতি মাসেই ভারতের বিরুদ্ধে কেপ টাউন টেস্টের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন ডিন এলগার (Dean Elgar)। শেষ ম্যাচেও প্রোটিয়া অধিনায়ক তেম্বা বাভুমার বদলে অধিনায়কত্ব করেছিলেন তিনি। সিরিজ ১-১ ড্র হয়েছে। জসপ্রীত বুমরাহ’র সাথে সিরিজ সেরা ক্রিকেটারের পুরষ্কার ভাগ করে নিয়েছেন এলগার। ম্যাচে কোহলিকে (Virat Kohli) দেখা গিয়েছিলো এলগারকে বিশেষ সম্মান দিতে। শেষ ইনিংসে তিনি যখন আউট হয়ে ফিরছেন, তখন বোলার মুকেশ কুমার ও অন্যান্য সতীর্থদের উদযাপন করতে বারণ করেন তিনি। এলগারকে (Dean Elgar) আলিঙ্গন করতেও দেখা যায় বিরাটকে। এছাড়া খেলা শেষে নিজের একটি সই করা টি-শার্ট’ও দেন উপহার হিসেবে।

দুই দেশের দুই তারকা সম্পর্কটা শুরু থেকেই এতটা সহজ ছিলো না বলেই জানালেন ডিন এলগার (Dean Elgar)। ‘বয়েজ অ্যান্ড ব্যান্টার’ পডকাস্টে হাজির হয়েছিলেন তিনি। সঙ্গী ছিলেন প্রোটিয়া দলের প্রাক্তন সতীর্থ ক্রিস মরিস ও রাগবি তারকা জঁ ডিভিলিয়ার্স। সঞ্চালক এলগার’কে প্রশ্ন করন কোহলি বা অশ্বিনের সাথে কখনও ঝামেলা হয়েছে কিনা। হাসতে হাসতেই তিনি উত্তর দেন, “সবসময় হত।” ২০১৫-র একটি ঘটনার উল্লেখ করেন তিনি। বলেন, “ভারতে খেলা ছিলো। ঐ উইকেটগুলো হাস্যকর হলেও আমি অশ্বিন আর কি যেন নাম, জেজা( জাদেজা)’কে ভালোই সামলাচ্ছিলাম। তখনই কোহলি আমায় কটূক্তি করে। থুতু ছেটায়।” নিজের প্রতিক্রিয়াও জানিয়েছেন এলগার। “আমি বলেছিলাম, আর একবার এমনটা করলে এই ব্যাট দিয়ে তোমায় ***।” সম্পূর্ণ কথা শোনা না গেলেও বিরাটের আচরণে প্রোটিয়া ক্রিকেটার যে অখুশি ছিলেন তা স্পষ্ট তাঁর কথায়।

ডিভিলিয়ার্সের মধ্যস্থতায় ঝামেলা মেটে দুই বছর পর-

Virat Kohli and Dean Elgar | Image: Getty Images
Virat Kohli and Dean Elgar | Image: Getty Images

এই ঘটনার বছর দুই পর কোহলি নিজেই এগিয়ে এসে কৃতকর্মের জন্য ক্ষমা চান বলে জানিয়েছেন এলগার। “তখন দক্ষিণ আফ্রিকাতেই খেলা হচ্ছিলো। কোহলি আমায় একপাশে নিয়ে গিয়ে আলাদা করে বলেছিলো যে ‘সিরিজ শেষে কি আমরা কোথাও পান করতে যেতে পারি?” বিরাটের (Virat Kohli) সাথে পানশালার অভিজ্ঞতাও ভাগ করে নিয়েছেন তিনি। এলগার (Dean Elgar) শ্রোতাদের জানান, “ও আমায় জানায় যে ও পূর্বের আচরণের জন্য ক্ষমা চাইতে ইচ্ছুক। আমরা পানভোজন করি। সেই পর্ব চলে রাত ৩ টে অবধি। এটা তখনকার কথা যখন ও (সুরা) পান করত। এখন তো ও অনেকটা বদলে গিয়েছে।” বিরাট কোহলির ছকবাঁধা খাওয়াদাওয়ার দিকে ইঙ্গিত করে জানিয়েছেন এলগার। সদ্যসমাপ্ত কেপ টাউনে টেস্টে অশ্বিন-কোহলিদের বিরুদ্ধে খেলার অভিজ্ঞতাকে ‘দুর্দান্ত’ বলে ব্যাখ্যা করেছেন তিনি।

বিরাটের (Virat Kohli) ক্ষমা চাওয়ার পিছনে এবি ডিভিলিয়ার্সের (AB de Villiers) হাত রয়েছে বলে মনে করেন ডিন এলগার। দক্ষিণ দলে এলগারের সতীর্থ ছিলেন এবি। আবার রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (RCB) তিনি দীর্ঘ সময় খেলেছেন কোহলির সাথে। বিভিন্ন সাক্ষাৎকারে এবিডিকেই নিজের সেরা ব্যাটিং পার্টনার বলেছেন কোহলি। তিনিই মধ্যস্থতা করেছিলেন ঝামেলা মেটাতে, জানিয়েছেন এলগার। তিনি বলেন, “আমি বুঝলাম যে এবি ডিভিলিয়ার্সই ওকে গিয়ে বলেছে যে ‘বন্ধু’ তুমি আমার সতীর্থের সাথে বাকবিতণ্ডায় জড়াচ্ছ কেন? এটা মোটেই ঠিক নয়। তারই ফলশ্রুতি দুই বছর পর কোহলির এগিয়ে এসে ক্ষমা চাওয়া।”

Also Read: IND vs ENG: হায়দ্রাবাদে লজ্জার হার ভারতের, এই তিন কারণেই বাজবলের বিরুদ্ধে চূড়ান্ত ব্যর্থ টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *