de-villiers-wants-rcb-to-win-ipl-2024

IPL 2024: নতুন বছর পড়ার আগে থেকেই ইন্ডিয়ান প্রিমিয়ার লীগের (IPL) নতুন মরসুম নিয়ে আগ্রহ রয়েছে ক্রিকেট অনুরাগীদের মধ্যে। গত ২৬ নভেম্বর যখন রিটেনশ-রিলিজ তালিকা প্রকাশ করেছিলো দশ ফ্র্যাঞ্চাইজি,তখন থেকেই চর্চায় রয়েছে বিসিসিআই আয়োজিত এই টি-২০ টুর্নামেন্ট। সৌজন্যে অবশ্যই হার্দিক পান্ডিয়ার (Hardik Pandya) দলবদল। এর আগে ফুটবলের মত খেলায় দলবদল নিয়ে হইচই হতে দেখা গিয়েছে অহরহ। ক্রিকেটের আঙিনাতেও সেই উত্তেজনা জায়গা করে নিলো হার্দিকের হাত ধরে। ২০২২ মরসুমের আগে মুম্বই ইন্ডিয়ান্স (MI) ছেড়ে হার্দিক যোগ দিয়েছিলেন গুজরাত টাইটান্সে (GT)। দুই বছর সেখানে কাটানোর পরেই তিনি ফিরলেন মুম্বইতেই। গুজরাতের রিটেনশন তালিকায় নাম থাকার পরেও, শেষ মুহূর্তে বিপুল অর্থে তাঁকে দলে ফেরান আম্বানিরা।

১৯ ডিসেম্বরের মিনি নিলামপর্ব আইপিএল (IPL) নিয়ে উত্তেজনার পারদ চড়িয়েছিলো আরও বেশ খানিকটা। দেশের অভ্যন্তরে নয়, বরং দুবাইয়ের কোকা-কোলা এরিনাতে বসেছিলো আসর। বোর্ডের বেছে দেওয়া ৩৩৩ জন ক্রিকেটারের তালিকা থেকে পছন্দের খেলোয়াড় বেছে নিয়ে দলের শূন্যস্থান পূরণের কাজ করতে দেখা যায় দশটি দল’কে। বিপুল অর্থ পান হর্ষল প্যাটেল, শাহরুখ খান, ড্যারিল মিচেল’রা। তবে স্পটলাইটের অধিকাংশটাই কেড়ে নিয়ে যায় দুই অস্ট্রেলীয় তারকা। প্রথম ক্রিকেটার হিসেবে ২০ কোটি টাকার গণ্ডী টপকাতে দেখা গেলো প্যাট কামিন্সকে। এরপর কামিন্সের রেকর্ড ভাঙলেন তাঁরই সতীর্থ মিচেল স্টার্ক (Mitchell Starc)। ২৪.৭৫ কোটিতে তিনি যোগ দিলেন কলকাতা নাইট রাইডার্সে। নিলামপর্ব শেষে আপাতত টুর্নামেন্ট শুরুর অপেক্ষায় সকলে।

Read More: IPL 2024: ভারত থেকে সরছে আসন্ন IPL, আয়োজনের দৌড়ে এগিয়ে এই দেশ !!

সম্ভাব্য জয়ীর নাম জানালেন ডিভিলিয়ার্স-

Royal Challengers Bangalore | IPL 2024 | Image: Getty Images
Royal Challengers Bangalore | Image: Getty Images

যে কয়জন বিদেশী ক্রিকেটার আইপিএলের (IPL) আসর মাতিয়েছেন নিয়মিত, তাঁদের মধ্যে অন্যতম এবি ডিভিলিয়ার্স। দিল্লী ডেয়ারডেভিলসের হয়ে ভারতীয় টি-২০ টুর্নামেন্টে পথচলা শুরু হয়েছিলো তাঁর। এরপর তিনি যোগ দেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে (RCB)। পারফর্ম্যান্সের জোরেই দক্ষিণ আফ্রিকান তারকা হয়ে উঠেছিলেন বেঙ্গালুরুর ‘ঘরের ছেলে।’ চিন্নাস্বামী স্টেডিয়ামে এক দশক ধরে বিরাট কোহলি’র মতই শোনা গিয়েছে ডিভিলিয়ার্সের (AB de Villiers) নামে জয়ধ্বনিও। ১৮৪ ম্যাচে প্রায় ৪০ গড়ে ৫১৬২ রান করেছেন ডিভিলিয়ার্স। বেঙ্গালুরু যেমন তাঁকে ভালোবেসেছে, তেমনই রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুকে (RCB) আপন করে নিয়েছেন স্বয়ং প্রোটিয়া তারকাও। ২০২১ সালে অবসর নেওয়ার পরেও অটুট রয়েছে সেই সম্পর্ক। আসন্ন টুর্নামেন্টের বিজেতা হিসেবে বেঙ্গালুরুকেই বেছে নিলেন তিনি।

২০০৮ সালে আইপিএল (IPL) যখন শুরু হয়েছিলো, তখন থেকেই অংশ নিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। কিন্তু ষোলো মরসুম কেটে গেলেও ট্রফি জয়ের সৌভাগ্য হয় নি তাদের। বেশ কয়েকবার কাছাকাছি গিয়েও ফিরতে হয়েছে খালি হাতে। বিরাট কোহলি, ক্রিস গেইল, এবি ডিভিলিয়ার্সের মত টি-২০ ক্রিকেটের মহাতারকাদের নিয়ে দল গড়েও মেলে নি কাঙ্ক্ষিত সাফল্য। এই দীর্ঘ ট্রফিখরা এবার কাটতে চলেছে বলেই মত ডিভিলিয়ার্সের (AB de Villiers)। এক সাক্ষাৎকারে বেঙ্গালুরু জনতার প্রিয় এবিডি জানিয়েছেন, “আরসিবি’ই ২০২৪-এর আইপিএল জিততে চলেছে। আমি বেশ ইতিবাচক ভাবনা রাখছি।” ১৯ ডিসেম্বরের নিলাম থেকে আলঝারি জোসেফ, যশ দয়াল, স্বপ্নীল সিং, টম কারান, লকি ফার্গুসনদের দলে নিয়েছে বেঙ্গালুরু। ট্রেডিং পদ্ধতিতে মুম্বই থেকে যোগ দিয়েছেন ক্যামেরন গ্রিন। তাঁদের হাত ধরে সাফল্য আসে কিনা, সেইদিকেই তাকিয়ে সমর্থকেরা।

Also Read: বন্ধ হয়ে যাচ্ছে অনূর্ধ্ব ১৯ ক্রিকেট বিশ্বকাপ, এই মারাত্মক ঘটনায় দলের অধিনায়কেরও গেল পদ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *