IPL 2024: আইপিএলের (IPL) আসরে এক মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ একে অপরের বিরুদ্ধে মাঠে নামছে দিল্লী ক্যাপিটালস ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (DC vs LSG)। অ্যাওয়ে ম্যাচে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিরুদ্ধে হেরে প্লে-অফের স্বপ্ন চুরমার হওয়ার পথে দিল্লীর (DC)। মরসুমের শেষ ম্যাচ জিতে ক্ষীণ আশার প্রদীপ জ্বালিয়ে রাখার চেষ্টায় ঋষভ পন্থের (Rishabh Pant) দল। অন্যদিকে নাইট রাইডার্স ও সানরাইজার্সের বিরুদ্ধে পরপর দুই ম্যাচে বিরাট ব্যবধানে হার বিধ্বস্ত করেছে লক্ষ্ণৌ সুপারজায়ান্টসকেও (LSG)। আজ তাদের কাছে ঘুরে দাঁড়ানোর লড়াই। এখনও ১৬ পয়েন্টে পৌঁছানো সম্ভব সুপারজায়ান্টসদের। খুলতে পারে প্লে-অফের দরজা। সেই দিকেই দৃপ্ত পদক্ষেপে এগোতে বদ্ধপরিকর কে এল রাহুল, নিকোলাস পুরানরা।
দিল্লীর হয়ে ওপেনিং-এ দেখা যাবে জেক ফ্রেজার ম্যাকগার্ক ও ডেভিড ওয়ার্নারকে (David Warner)। এই মরসুমে দিল্লীর মাঠে একের পর এক অভাবনীয় ইনিংস খেলেছেন ম্যাকগার্ক। আরও একবার নিজের ব্যাটিং জাদুতে দর্শকদের মোহিত করতে চাইবনে তিনি। তিন নম্বরে নামতে পারেন অভিষেক পোড়েল। নজর থাকবে বাংলার যুবকের দিকে। চারে শে হোপের খেলার সম্ভাবনা আজ। নির্বাসন কাটিয়ে মাঠে ফিরছেন ঋষভ পন্থ (Rishabh Pant)। তিনি খেলতে পারেন পাঁচে। ছয়ে নেমে ঝড় তুলতে পারেন ট্রিস্টান স্টাবস। অলরাউন্ডার অক্ষরের (Axar Patel) থেকে ব্যাটে-বলে ভালো পারফর্ম্যান্সের আশায় দল। একাদশে চায়নাম্যান কুলদীপ যাদব’ও থাকছে। একইসাথে পেস বিভাগে ঈশান্ত, খলিল ও মুকেশ ত্রয়ীর সাথে যুক্ত হতে পারেন রসিক দার সালাম।
ডামাডোলের মধ্যে লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)। দল মালিক সঞ্জীব গোয়েঙ্কার সাথে মনোমালিন্যের পর অধিনায়ক কে এল রাহুল (KL Rahul) খেলবেন কিনা নিশ্চিত নয় কেউ। যদি খেলেন তাহলে ওপেন করতে দেখা যাবে তাঁকে। সঙ্গী থাকবেন ক্যুইন্টন ডি কক। তিনে দীপক হুডার খেলার সম্ভাবনা। চার নম্বরে লক্ষ্ণৌ ব্যাটিং-এর অন্যতম ভরসা হতে চলেছেন মার্কাস স্টয়নিস (Marcus Stoinis)। পাঁচে থাকছেন ক্যারিবিয়ান নিকোলাস পুরান। যদি রাহুল না খেলেন, অধিনায়ক হবেন তিনিই। এরপর খেলতে দেখা যাবে আয়ুষ বাদোনিকে (Ayush Badoni)। সাতে অলরাউন্ডার কুরণাল পাণ্ডিয়া খেলতে পারেন আজ। স্পিনার রবি বিষ্ণোইয়ের সাথে পেস বিভাগে লক্ষ্ণৌ জার্সিতে দেখা যাবে মহসীন খান, নবীন উল হক ও যশ ঠাকুরকে।
Read More: IPL 2024: DC-র বিরুদ্ধে নামার আগে সমস্যায় LSG, অধিনায়কত্ব ছাড়লেন KL রাহুল !!
ম্যাচের সময়সূচি-
দিল্লী ক্যাপিটালস (DC) বনাম লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)
ম্যাচ নং- ৬৪
তারিখ- ১৪/০৫/২০২৪
ভেন্যু- অরুণ জেটলি স্টেডিয়াম, দিল্লী
সময়- সন্ধ্যে ৭টা ৩০ মিনিট
Delhi Pitch and Weather (পিচ ও আবহাওয়া রিপোর্ট)-
অরুণ জেটলি স্টেডিয়ামে আজ মুখোমুখি হতে চলেছে দিল্লী ক্যাপিটালস ও লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (DC vs LSG)। এই মরসুমে দিল্লীর হোম গ্রাউন্ডে প্রতিটি ম্যাচেই বিশাল রান উঠতে দেখা গিয়েছে। আজকেও বড় রানের প্রত্যাশাই করছেন ক্রিকেট বিশেষজ্ঞরা। ব্যাটিং সহায়ক উইকেট ও ছোটো বাউন্ডারির সাহায্য নিয়ে শুরু থেকেই মারমুখী ইনিংস খেলতে পারেন ব্যাটাররা। বোলারদের জন্য বিশেষ সহায়তা থাকে না দিল্লীর উইকেটে। দিল্লীর মাঠ এখনও পর্যন্ত ৮৯টি আইপিএল (IPL) ম্যাচ আয়োজন করেছে। এর মধ্যে ৪২টিতে জয় এসেছে প্রথম ব্যাটিং করে। রান তাড়া করে জয় এসেছে ৪৬ম্যাচে। অমীমাংসিত থেকেছে একটি ম্যাচ।
দেশের রাজধানী শহরে আজ আকাশ মেঘমুক্ত থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। দিনের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ ডিগ্রী সেলসিয়াস থাকার সম্ভাবনা। দিনের সর্বনিম্ন তাপমাত্রা ঘোরাফেরা করতে পারে ২৭ ডিগ্রী সেলসিয়াসের কাছকাছি। হাওয়া অফিসের মতে আজ দিল্লীর বাতাসে আপেক্ষিক আর্দ্রতা থাকতে পারে ২০ শতাংশ। ম্যাচ চলাকালীন বায়ুপ্রবাহের গতিবেগ হতে পারে ঘন্টায় ৬ কিলোমিটার। গত তিন দিনের মধ্যে দুইবার বৃষ্টিতে বাধাপ্রাপ্ত হয়েছে আইপিএল। শুরুই করা যায় নি গুজরাত বনাম কলকাতা ম্যাচ। দিল্লীতে অবশ্য তেমন কিছু হওয়ার সম্ভাবনা আজ নেই।
দুই দলের সম্ভাব্য একাদশ-
দিল্লী ক্যাপিটালস (DC)-
জেক ফ্রেজার ম্যাকগার্ক ✈, ডেভিড ওয়ার্নার ✈, অভিষেক পোড়েল, শে হোপ ✈, ঋষভ পন্থ (উইকেটরক্ষক) ট্রিস্টান স্টাবস ✈, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, মুকেশ কুমার, খলিল আহমেদ, ঈশান্ত শর্মা।
বিকল্প- রসিক দার সালাম, সুমিত কুমার, ললিত যাদব, পৃথ্বী শ, কুমার কুশাগ্র।
লক্ষ্ণৌ সুপারজায়ান্টস (LSG)-
কে এল রাহুল (অধিনায়ক/উইকেটরক্ষক), ক্যুইন্টন ডি কক ✈, দীপক হুডা, মার্কাস স্টয়নিস ✈, নিকোলাস পুরান ✈, আয়ুষ বাদোনি, ক্রুণাল পাণ্ডিয়া, রবি বিষ্ণোই, মহসীন খান, নবীন উল হক ✈, যশ ঠাকুর।
বিকল্প- সিদ্ধার্থ মণিমরণ, দেবদত্ত পাডিক্কাল, আর্শিন কুলকার্ণি, যুধবীর সিং চরক।
DC vs LSG, Dream 11 Prediction, Fantasy Tips-
ব্যাটার- জেক ফ্রেজার ম্যাকগার্ক, ট্রিস্টান স্টাবস, আয়ুষ বাদোনি, নিকোলাস পুরান
অলরাউন্ডার- অক্ষর প্যাটেল, মার্কাস স্টয়নিস,
উইকেটরক্ষক- ঋষভ পন্থ
বোলার- মুকেশ কুমার, যশ ঠাকুর, মহসীন খান, কুলদীপ যাদব
অধিনায়ক- জেক ফ্রেজার ম্যাকগার্ক
সহ-অধিনায়ক- ট্রিস্টান স্টাবস
বিধিসম্মত সতর্কীকরণ-
পূর্বের ফলাফল, গত কয়েকটি ম্যাচে দুই দলের ফর্ম এবং অন্যান্য ক্রিকেটীয় বিষয়ের পর্যালোচনা করে প্রতিবেদন লেখকের নিজস্ব বিবেচনা বোধ থেকে এই ভবিষ্যদ্বাণী করা হয়েছে। আপনার ফ্যান্টাসি টিম সাজানোর সময়, উল্লিখিত পয়েন্টগুলি বিবেচনা করুন এবং নিজের সিদ্ধান্ত নিজে নিন।
Also Read: প্রবল বৃষ্টিতে ভেস্তে গেল গুজরাটের প্লে-অফে যাওয়ার স্বপ্ন, ম্যাচ না খেলেই প্রথম কোয়ালিফায়ারে KKR !!