ফের একবার বিতর্কে জড়ালেন পাকিস্তানের প্রাক্তন লেগস্পিনার দানিশ কানেরিয়া (Danish Kaneria)। প্রায়শই পাক ক্রিকেটের অন্দরে যে বৈষম্য, ধর্মীয় অসহিষ্ণুতার শিকার তাঁকে হতে হয়েছে, তা সর্বসমক্ষে তুলে ধরে সোচ্চার হন তিনি। ‘হিন্দু’ হওয়ার অপরাধে দলে তাঁকে একঘরে করা হয়েছিলো, এমনকি আলাদা খাবার খেতে হত বলেও অভিযোগ তুলেছেন তিনি। পাকিস্তান ক্রিকেট বোর্ডের নানা কর্মকাণ্ডে বীতশ্রদ্ধ দানিশ (Danish Kaneria)। তিনি প্রায়শই নিজের ইউটিউব ভিডিও ও অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম থেকে নিজের দেশের ক্রিকেট সংস্কৃতিকে তুলোধোনা করেন। সদ্যই ভারতসফরে এসেছিলো টিম পাকিস্তান। বিশ্বকাপে বাবর আজমদের (Babar Azam) ভরাডুবির পরেও পাক দলকে তীব্র কটাক্ষে বিঁধেছেন তিনি। ক্রিকেট নিয়ে বিতর্ক তাঁর নিত্যসঙ্গী। কিন্তু এবার ক্রিকেটের বাইরেও সোশ্যাল মিডিয়ায় বিতণ্ডায় জড়ালেন তিনি। ভারতীয় সাংবাদিক রাজদীপ সারদেশাইয়ের (Rajdeep Sardesai) সাথে চললো কথার লড়াই।
Read More: IPL 2024: এই ৩ কারণে হার্দিক পান্ডিয়া’র প্রত্যাবর্তন মুশকিলে ফেলতে পারে মুম্বই ইন্ডিয়ান্স’কে !!
রাজস্থানে রয়েছে বিধানসভা ভোট। বিমানের মধ্যেই বর্তমান মুখ্যমন্ত্রী অশোক গেহলটের সাক্ষাৎকার নিয়েছলেন সাংবাদিক রাজদীপ (Rajdeep Sardesai)। সেখানে মুখ্যমন্ত্রীর সামনে গান গাইতে অবধি শোনা যায় প্রবীন সাংবাদিককে। এই ভিডিও ট্যুইটারে পোস্ট করে জনৈক নেটিজেন রাজদীপের বিরুদ্ধে মুখ খুলেছিলেন। পাকিস্তান থেকে তা রিট্যুইট করেন দানিশ কানেরিয়া (Danish Kaneria)। কটাক্ষের সুরে তিনি লেখেন, ‘’যখন কোনো বাথরুম সিঙ্গার সাংবাদিক হয়ে যায়।” প্রাক্তন পাকিস্তানী ক্রিকেটারের কটাক্ষ ভালো চোখে নেন নি রাজদীপ। তিনি’ও পালটা দেন। ম্যাচ ফিক্সিং-এর জন্য লম্বা সময় নির্বাসিত ছিলেন দানিশ কানেরিয়া (Danish Kaneria)। সেদিকে ইঙ্গিত করে কটাক্ষ করেন তিনিও।
দেখুন রাজদীপের ট্যুইট-
When a Pakistani spot fixer/match fixer becomes part of the Mysore Pak IT cell. Go get a life @DanishKaneria61 . Next time watch the full half hour interview, not the 60 seconds that your IT cell Chief tells you to tweet . Shameless. https://t.co/vssHgrN563
— Rajdeep Sardesai (@sardesairajdeep) November 25, 2023
রাজদীপ (Rajdeep Sardesai) নিজের ট্যুইটারে লেখেন, “যখন একজন পাকিস্তানী স্পট ফিক্সার/ম্যাচ ফিক্সার মাইসোর পাক আইটি সেলের অংশ হয়ে ওঠেন।” এরপর তিনি দানিশকে এক মিনিটের ভিডিও ক্লিপিং-এর বদলে সম্পূর্ণ এক ঘন্টার সাক্ষাৎকারটি দেখার কথাও বলেন। চরিত্রের দিকে আঙুল ওঠায় ক্ষিপ্ত হয়ে ওঠেন দানিশ কানেরিয়া (Danish Kaneria)। ক্ষুব্ধ পাক প্রাক্তনী জবাবে লেখেন, “নিজের অ্যাজেন্ডার জন্য, নিজের প্রভুদের খুশি করার জন্য আপনি কতবার খবরকে নিজের মন মোতাবেক পরিবেশন করেন? সাংবাদিক শব্দকে যেমন অপব্যবহার করছেন, তেমন মাইসোর পাক শব্দটার’ও অপব্যবহার করছেন। প্রসঙ্গত আমি মুকেশ আম্বানির সাথে আপনার সম্পূর্ণ সাক্ষাৎকারটি দেখেছি।” রিলায়েন্সের কর্ণধার রাজদীপকে একবার বলেছিলেন, “আপনাকে আমি গুরুত্ব দিই না।” সেই কথাই প্রবীন সাংবাদিককে মনে করিয়ে দিয়েছেন দানিশ।
দেখে নিন দানিশ কানেরিয়ার প্রত্যুত্তর-
How often has Rajdeep fixed the news to align with his agenda or that of his masters? Misusing the term ‘mysore pak’ like he does with his journalist title!
BTW, I watched your full interview with Mr. Mukesh Ambani. 😂 https://t.co/qRCWdCn3jw
— Danish Kaneria (@DanishKaneria61) November 26, 2023