CWG 2022: বার্মিংহামে পাক দলের দর্পচূর্ণ করলো ভারতীয় ব্রিগেড ! 'যুদ্ধ' জিতে টুইটারে উল্লাস নেটিজেনদের 1

CWG 2022: কমনওয়েলথ গেমসে প্রথম জয় পেল ভারতীয় মহিলা দল। গ্রুপ রাউন্ডের নিজেদের দ্বিতীয় ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে আট উইকেটে হারিয়ে দিল তারা। জয়ের জন্য একশো রানের টার্গেট পেয়েছিল দল। ভারত ১১.৪ ওভারে দুই উইকেট হারিয়ে ১০২ রান করে ম্যাচ জিতে নেয়। দুর্দান্ত ব্যাটিং করে হাফ সেঞ্চুরি করেন স্মৃতি মান্ধানা। তিনি ৪২ বলে ৬৩ রান করে অপরাজিত থাকেন। তার ইনিংসে আটটি চার ও তিনটি ছক্কা মারেন তিনি। জেমিমা রদ্রিগেজ অপরাজিত দুই রান করেন। শেফালি ভার্মা নয় বলে ১৬ এবং এস মেঘনা ১৬ বলে ১৪ রান করেন। পাকিস্তানের হয়ে একটি করে উইকেট নেন তুবা হাসান ও ওমাইমা সোহেল। ভারতের পরের ম্যাচ এখন ৩ আগস্ট থেকে বার্বাডোসের বিপক্ষে।

এ দিনের ম্যাচে নামার আগে ভারতীয় দলকে ‘দেখে’ নেওয়ার হুঙ্কার দেয় পাক মহিলা ক্রিকেটাররা। তবে ম্যাচ শুরু হতেই বোঝা যায় সেই আওয়াজ কতটা ফাঁকা ছিল। ভারতীয় বোলরাদের সামনে এদিন দাঁড়াতেই পারেনি তারা। শুধু তাই নয়, ভারতের ব্যাটারদের একটুও চাপের মুখে ফেলতে পারেনি তারা। ম্যাচের পর মান্ধানাদের এমন পারফরমেন্সে বেশ খুশি নেরিজেনরা। টুইটারে সেই ছবিই ব্যক্ত হয়।

দেখে নিন টুইট চিত্র:

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *