IPL 2024: আইপিএল ইতিহাসের অন্যতম জনপ্রিয় দল হল সানরাইজ হায়দ্রাবাদ (SRH)। ২০১৬ সালে অস্ট্রেলিয়ার ওপেনার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার (David Warner) নেতৃত্বে প্রথম আইপিএল ট্রফি স্বাদ পায় সানরাইজার্স হায়দ্রাবাদ। এরপর থেকে আর ট্রফির মুখ দেখার ইচ্ছা থাকলেও তা বাস্তবায়িত হয়ে ওঠেনি। নানা প্রতিকূলতার মধ্যে দলটি তাদের নাম-খ্যাতি এখনও বজায় রেখেছে। যদিও দুই বছরের মধ্যে ওয়ার্নার, উইলিয়ামসন (Kane Williamson) ও রশিদ খানকে (Rashid Khan) মুক্তি দেওয়ার পর থেকেই আর প্লে অফের স্বাদ পায়নি সানরাইজার্স। ২০১৮ সালে দ্বিতীয় ট্রফি জিততে পারতো SRH, তবে চেন্নাই সুপার কিংস এর বিরুদ্ধে ফাইনালে পরাজিত হতে হয়েছিল দলকে। টানা ৫ সিজিনে প্লে অফে পৌঁছে CSK’র রেকর্ডের সমান করে ফেলে দল। তবে গত ৩ সিজিন ধরে প্লে অফে উঠতে হচ্ছে ব্যার্থ হয়েছে দল, ২০২০ সালে শেষবার আইপিএল প্লে অফের জন্য কোয়ালিফাই করেছিল সানরাইজার্স।
Read More: IPL 2024: টিম ইন্ডিয়ার পর এবার KKR থেকেও আউট শ্রেয়াস আইয়ার, নীতিশ রানাই দেবেন দলকে নেতৃত্ব !!
SRH টিম ম্যানেজমেন্ট নিল বড় সিদ্ধান্ত
একাধিকবার ক্যাপ্টেন পরিবর্তন করার রেকর্ড রয়েছে হায়দ্রাবাদ দলের। বিগত ৩ বছরের কথা বলতে গেলে, ২০২১ সালে সিজিনের মাঝেই ডেভিড ওয়ার্নারের থেকে ক্যাপ্টেনসি কেড়ে নিয়ে কেন উইলিয়ামসনকে (Kane Williamson) ক্যাপ্টেন করা হয়। এরপর ২০২২ সালে মেগা নিলামে ডেভিড ওয়ার্নার (David Warner) ও রশিদ খানকে (Rashid Khan) মুক্তি দেয় হায়দ্রাবাদ। দুই T20 স্পেশালিস্টদের মুক্তি দিয়ে বিপাকে পড়তে হয় হায়দ্রাবাদ দলকে। ২০২২ আইপিএলে অবস্থা আরও খারাপ হয় হায়দ্রাবাদের, এরপর ২০২৩ আইপিএলে কেন উইলিয়ামসনকেও (Kane Williamson) মুক্তি দেয় SRH। দলের দায়িত্ব তুলে দেওয়া হয়েছিল দক্ষিণ আফ্রিকান T20 দলের ক্যাপ্টেন এইডেন মার্করামের (Aiden Markram) উপর। তবে তার নেতৃত্বেও দল গত সিজিনে দশম স্থানে শেষ করেছিল। যে কারণে দলের নেতৃত্ব তুলে দেওয়া হবে বিশ্বকাপ জয়ী ক্যাপ্টেনের হাতে।
প্যাট কামিন্স’এর হাতে তুলে দেওয়া হবে দায়িত্ব
সূত্রের খবর অনুযায়ী আসন্ন আইপিএলে হায়দ্রাবাদ দলের দায়িত্ব তুলে দেওয়া হবে অজি ক্যাপ্টেন প্যাট কামিন্স’এর (Pat Cummins) উপর। নিলামের মঞ্চে ২০.৫০ কোটি টাকায় হায়দ্রাবাদ তাকে দলে শামিল করেছে। তবে আপাতত দলের ক্যাপ্টেন মার্করামকেই নাম ঘোষণা করা হয়েছে। তবে ক্যাপ্টেন হিসাবে প্যাট কামিন্স যেখানেই হাত দিচ্ছেন সেটা হয়ে যাচ্ছে সোনা। ২০২৩ সালে অ্যাশেজ টেস্ট সিরিজ জয় (২-২ ব্যাবধানে), WTC টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে জয় এবং তারপর ২০২৩ টি টোয়েন্টি বিশ্বকাপ জয় (World Cup 2023) করেছেন কামিন্স। আসন্ন আইপিএলে কামিন্স’এর হাতে তুলে দেওয়া হবে দায়িত্ত্ব। আইপিএল ইতিহাসে কামিন্স খুব বেশি সফলতা পাননি, ৪২ ম্যাচে ১৮.৯৫ গড়ে ও ১৫২.২১ স্ট্রাইক রেটে ৩৭৯ রান করেছেন এবং ৪৫ উইকেট নিয়েছেন।