CT 2025: “ভারত’কে বাদ দিয়ে হোক চ্যাম্পিয়ন্স ট্রফি…” পাক ক্রিকেটজনতার দাবী হেসেই ওড়ালো নেটদুনিয়া !! 1

CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে বিতর্ক চলছেই। আইসিসি’র ইভেন্ট ক্যালেন্ডার অনুযায়ী আগামী বছরের ফেব্রুয়ারি-মার্চে পাকিস্তানের মাটিতে আয়োজিত হওয়ার কথা এই টুর্নামেন্ট। আটটি দল অংশ নেবে প্রতিযোগিতায়। কিন্তু বেঁকে বসেছে ভারত। ক্রিকেটারদের নিরাপত্তা সুনিশ্চিত করা সম্ভব নয়, এই অভিযোগ এনে পড়শি দেশে পা দিতে অসম্মত হয়েছে বিসিসিআই। এর আগে ২০২৩-এর এশিয়া কাপের (Asia Cup 2023) ক্ষেত্রেও একই অবস্থান নিয়েছিলো তারা। দীর্ঘ দড়ি-টানাটানির পর সেই যাত্রায় হাইব্রিড মডেলে মিলেছিলো সমাধানসূত্র। টুর্নামেন্টের চারটি ম্যাচ পাকিস্তানে হলেও ভারতের সব ক’টি খেলা এবং সম্পূর্ণ নক-আউট পর্ব সরে গিয়েছিলো শ্রীলঙ্কায়। এবারও সেই হাইব্রিড মডেলের পক্ষেই সওয়াল করেছে ভারতীয় শিবির।

Read More: ৪,৪,৪,৬,৬,৬,৬… ইতিহাস গড়লেন যশবর্ধন, ৪০০ রান বানিয়ে উঠে আসলেন খবরই শিরোনামে !!

ভারতের দাবী মানতে নারাজ PCB-

IND vs PAK | CT 2025 | Image: Getty Images
IND vs PAK | Image: Getty Images

পূর্বতন পাক বোর্ড চেয়ারম্যান নাজম শেঠি (Najam Sethi) হাইব্রিড মডেলে সায় দিয়েছিলেন। কিন্তু বর্তমান চেয়ারম্যান মহসীন নকভি (Mohsin Naqvi) সম্পূর্ণ উলটো পথে হেঁটেছেন। যে কোনো মূল্যে সম্পূর্ণ চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) নিজেদের দেশে আয়োজন করতে চান তিনি। ইতিপূর্বে পিসিবি’র তরফে বেশ কিছু প্রস্তাব দেওয়া হয়েছিলো বিসিসিআই-কে। জানানো হয়েছিলো যে কোহলি (Virat Kohli), রোহিতদের নিরাপত্তায় যাতে কোনো ফাঁক না থাকে তা নিশ্চিত করতে ভারতীয় দলের সবক’টি ম্যাচ আয়োজন করা হবে লাহোরে। চিঁড়ে ভেজে নি তাতে। এরপর পাকিস্তানে ম্যাচ খেলে টিম ইন্ডিয়াকে (Team India) অমৃতসর বা দিল্লীর মত শহরে ফিরে যাওয়ার প্রস্তাবও দেওয়া হয়। তাতেও রাজী হয় নি বিসিসিআই। সওয়াল করেছে হাইব্রিড মডেলেরই। ভারতীয় বোর্ডের অনড় মনোভাবে রীতিমত ক্ষুব্ধ পাক ক্রিকেট সংস্থার চেয়ারম্যান।

সংবাদমাধ্যমে এক দীর্ঘ সাক্ষাৎকারে ভারতীয় ক্রিকেট বোর্ড ও সংবাদমাধ্যমের দিকে অভিযোগের আঙুল তুলেছেন নকভি (Mohsin Naqvi)। ২০০৮-এর পর ভারত পাকিস্তানে পা না রাখলেও পাক দল ২০১১, ২০১৬ ও ২০২৩-এ এসেছে ওয়াঘা সীমান্তের এই পাড়ে। প্রথমবার দ্বিপাক্ষিক সিরিজ খেলতে এসেছিলো পড়শি দেশে। পরবর্তী দুই বার অংশ নিয়েছে যথাক্রমে টি-২০ বিশ্বকাপ ও ওডিআই বিশ্বকাপে। ভারত যদি ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) খেলতে পাকিস্তানে না যায়, তাহলে আগামীতে ভারতের মাঠে টুর্নামেন্ট খেলতে আদৌ যাওয়া উচিৎ কিনা তা নিয়ে চিন্তাভাবনা করতে হবে পিসিবি’কে। স্পষ্ট করেছেন মহসীন। খেলার সাথে রাজনীতি’কে জুড়ে দেওয়া উচিৎ নয়। “দুই দেশের সম্পর্ক ভালো না’ই হতে পারে, কিন্তু ক্রীড়াক্ষেত্রে তার প্রভাব পড়া সঠিক নয়,” বলেছেন তিনি।

পাক জনতার কথায় গুরুত্ব দিচ্ছে না নেটদুনিয়া-

IND vs PAK | Image: Getty Images
IND vs PAK | Image: Getty Images

এশিয়া কাপ খেলতে ভারতীয় দল যায় নি পাকিস্তান। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ক্ষেত্রেও সেই একই অবস্থান তাদের। বিসিসিআই-এর পদক্ষেপ হজম হচ্ছে না পাক ক্রিকেটজনতা’র। ‘মেন ইন ব্লু’র বিরুদ্ধে সোচ্চার তারা। সোশ্যাল মিডিয়ায় অনেকেই লিখেছেন যে ভারতকে ছাড়ায় আয়োজন করা হোক চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। টিম ইন্ডিয়ার বদলে অষ্টম দল হিসেবে সুযোগ দেওয়া হোক শ্রীলঙ্কাকে। কিন্তু ভারত’কে দূরে সরিয়ে রেখে প্রতিযোগিতা আয়োজন যে আত্মহত্যা’র সামিল, তা পড়শি দেশের ক্রিকেটজনতাকে বুঝিয়ে দিতে বেশী দেরী করেন নি ভারতীয় নেটিজেনরা। আইসিসি’র লভ্যাংশের সিংহভাগ আসে ভারত থেকে। দর্শক সংখ্যার দিক থেকেও বিশ্বে ভারতের স্থানই সবার উপরে। টিম ইন্ডিয়া অংশ না নিলে খোদ পিসিবি’ই যে অর্থ সঙ্কটে পড়বে তা ট্যুইটারের দেওয়ালে লিখেছেন সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা।

‘ভারতকে বাদ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি? এতটাও স্বপ্ন দেখা ভালো নয়’ কটাক্ষের সুরে লিখেছেন একজন। ‘স্পন্সর কোথা থেকে আসবে? সম্প্রচার স্বত্ব’ই বা কে কিনবে যদি ভারত অংশ না নেয়? প্রশ্ন ছুঁড়ে দিয়েছেন একজন। ‘এই অসাড় ভাবনাচিন্তার কারণেই পাকিস্তান ক্রিকেট ও অর্থনীতি দুই দিকেই এখন পিছিয়ে পড়েছে’ লিখেছেন আরেক জন। ‘চেষ্টা করেই দেখুক না। এরপর দেউলিয়া হলে আবার কান্নাকাটি যেন না করে পিসিবি’ খোঁচা এক ভারতীয়ের। মহসীন নকভি’রা (Mohsin Naqvi) যতই জোরাজুরি করুন, ভারত যে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) খেলতে পাকিস্তান যাচ্ছে না তা ইতিমধ্যেই স্পষ্ট পিসিবি’র কাছেও। সংবাদসংস্থা PTI-কে দেওয়া সাক্ষাৎকারে এক পিসিবি সূত্র বলেওছেন যে ভারতের ম্যাচগুলি দুবাই বা শারজাতে আয়োজনের ব্যাপারে শুরু হয়েছে পরিকল্পনা।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: CT 2025: “পাকিস্তানে খেলতে আসুন, তবে…” বিসিসিআই-কে অভূতপূর্ব ‘দিল্লী’ প্রস্তাব দিলো পিসিবি !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *