CT 2025: দরজায় কড়া নাড়ছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। আগামী ১৯ তারিখ করাচীর ন্যাশনাল স্টেডিয়ামে শুরু হচ্ছে আইসিসি আয়োজিত এই মেগা টুর্নামেন্ট। ভারত রয়েছে গ্রুপ-এ’তে। তাদের অবশ্য ওয়াঘা সীমান্ত পেরোতে হচ্ছে না। বরং বিসিসিআই-এর আপত্তিতে ম্যাচগুলি সরে গিয়েছে দুবাইতে। ২০ তারিখ বাংলাদেশের বিরুদ্ধে অভিযান শুরু করছে ‘মেন ইন ব্লু।’ এরপর ২৩ তারিখ তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। শেষ গ্রুপ ম্যাচটি ২ মার্চ নিউজিল্যান্ডের বিপক্ষে (IND vs NZ)। আইসিসি’র তরফে দল ঘোষণার ডেডলাইন স্থির করা হয়েছিলো ১২ জানুয়ারি। কিন্তু অস্ট্রেলিয়া সফর সংক্রান্ত ব্যস্ততার জন্য সেই ডেডলাইন মানা সম্ভব হয় নি বিসিসিআই-এর পক্ষে। তারা স্কোয়াড ঘোষণা করেছিলো ১৮ জানুয়ারি। তবে মনে করা হচ্ছে যে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আগে আরও একবার রদবদল দেখা যেতেই পারে ১৫ সদস্যের দলে।
Read More: W, W, W, W…দুর্ধর্ষ বোলিং শার্দুলের, রঞ্জি কোয়ার্টার ফাইনালে একাই ভাঙলেন প্রতিপক্ষকে !!
বাদ পড়তে পারেন খোদ কোহলিই-

বিরাট কোহলির (Virat Kohli) ফর্ম চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে ভারতীয় দলের জন্য। গত বছরের টি-২০ বিশ্বকাপ থেকেই ছন্দে নেই তিনি। ফর্মের উন্নতি হয় শ্রীলঙ্কার বিরুদ্ধে একদিনের সিরিজে। এমনিক ঘরের মাঠে বাংলাদেশ বা নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টেও নড়বড়ে লেগেছে তাঁকে। অস্ট্রেলিয়ার মাঠে বরাবরই ব্যাট হাতে সাবলীল ছিলেন বিরাট (Virat Kohli)। কিন্তু ২০২৪-২৫-এর বর্ডার-গাওস্কর ট্রফিতেও (BGT) আসে নি কাঙ্ক্ষিত সাফল্য। পার্থ-এ একটি শতরান ছাড়া কোনো উল্লেখযোগ্য ইনিংস খেলতে পারেন নি তিনি। গোটা সিরিজে আট বার আউট হয়েছেন তিনি। প্রত্যেকবারই পঞ্চম বা ষষ্ঠ স্টাম্পের লেন্থে থাকা বল তাড়া করতে গিয়ে ক্যাচ তুলে এসেছেন উইকেটরক্ষক বা স্লিপ ফিল্ডারদের হাতে। পার্থ-এর অপরাজিত ১০০ বাদে বাকি আট ইনিংসে তাঁর মোট রান সংখ্যা ছিলো মাত্র ৯৩।
অন্ধকার কাটিয়ে ওঠার লক্ষ্যে রঞ্জি ট্রফিতেও (Ranji Trophy) অংশ নিয়েছিলেন কোহলি (Virat Kohli)। কিন্তু সুখের হয় নি সেই প্রত্যাবর্তন। রেলওয়েজের অনামী পেসার হিমাংশু সাঙ্গওয়ানের স্যুইং-এ ধরাশায়ী হয়েছেন তিনি। ছিটকে গিয়েছে অফস্টাম্প। ঘরোয়া ক্রিকেটে ৬-এর পর আন্তর্জাতিক আঙিনায় ইংল্যান্ডের বিপক্ষে ওয়ান ডে’তে গতকাল করেছেন মাত্র ৫ রান। গোদের উপর বিষফোঁড়ার মত দেখা গিয়েছে ফিটনেস সমস্যা। অস্ট্রেলিয়া থেকে ফিরে ঘাড়ের চোটে কাবু ছিলেন তিনি। নিতে হয়েছিলো ইঞ্জেকশন’ও। সেই সমস্যা কাটিয়ে ওঠার কিছুদিনের মধ্যেই হাঁটুতে চোট পেয়েছেন তিনি। নাগপুরে ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম একদিনের ম্যাচটি আর খেলা সম্ভব হয় নি কোহলির (Virat Kohli) পক্ষে। ফর্ম হারানো, আধাফিট বিরাটকে আদৌ দুবাই নিয়ে যাওয়া উচিৎ কিনা সেই প্রশ্নে দ্বিধাবিভক্ত ক্রিকেটমহল।
সংশয় বুমরাহকে নিয়ে, চলছে বিকল্পের খোঁজ-

চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) দেশের সেরা পেস অস্ত্র জসপ্রীত বুমরাহকে আদৌ পাওয়া যাবে কিনা তা নিয়ে সংশয়ে টিম ইন্ডিয়া। সিডনিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট খেলার সময় পিঠে চোট পেয়েছিলেন তিনি। তারপর থেকে রয়েছেন সম্পূর্ণ বিশ্রামে। ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ বা ওয়ান ডে সিরিজ খেলেন নি তিনি। অংশ নেন নি রঞ্জি ট্রফিতেও। বেঙ্গালুরুর ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন বুমরাহ। যোগাযোগ করা হয়েছে নিউজিল্যান্ডের প্রখ্যাত শল্য চিকিৎসক রোয়ান শাউটেনের সঙ্গেও। যত দিন যাচ্ছে, ততই হাল ছেড়ে দিচ্ছে বিসিসিআই। নাম গোপন রাখার শর্তে এক বোর্ড কর্তা জানিয়েছেন বুমরাহ চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) খেলতে পারলে তা ‘মিরাক্ল’ ছাড়া অন্য কিছু হবে না। তিনি বাদ পড়লে কে হবেন বিকল্প তা নিয়ে চলছে চর্চা। দৌড়ে হর্ষিত রাণা, মহম্মদ সিরাজরা রয়েছেন। নির্বাচকদের রেডারে বরুণ চক্রবর্তীও।