CT 2025: দুবাইয়ের মাঠে আজ চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ম্যাচে মুখোমুখি ভারত ও নিউজিল্যান্ড। এর আগে বাংলাদেশ ও পাকিস্তানকে সহজেই হারিয়েছে ‘মেন ইন ব্লু।’ কিন্তু কিউই দ্বৈরথে আপাতত বেশ চাপে তারা। টসে জিতে প্রথমে ব্যাট করতে হয়েছে রোহিত শর্মা’র দল’কে। মন্থর পিচে সহজ ছিলো না বড় রান করা। শেষমেশ শ্রেয়স আইয়ারের ৭৯, অক্ষর প্যাটেলের ৪২ ও হার্দিক পান্ডিয়ার ৪৫-এর সুবাদে স্কোরবোর্ডে ওঠে ২৪৯ রান। আজ ফিল্ডিং-এ নজর কেড়েছেন কিউইরা। বিশেষ করে পয়েন্টে যেভাবে শূন্যে উড়ে গিয়ে বিরাট কোহলির ক্যাচ তালুবন্দী করেছেন গ্লেন ফিলিপস, তা কুর্নিশ আদায় করে নিয়েছে ক্রিকেটদুনিয়ার। একইসাথে রবীন্দ্র জাদেজার ক্যাচ ধরে তাক লাগিয়ে দিয়েছেন কেন উইলিয়ামসন’ও। স্বল্প রানের পুঁজি রক্ষা করতে হলে ভারতেরও প্রয়োজন আগ্রাসী ফিল্ডিং-ই। কিন্তু কিউই ইনিংসের শুরুতে উলটো ছবিটাই দেখা গেলো বরুণ চক্রবর্তীর থেকে।
Read More: CT 2025: ফাইনালে যাওয়ার স্বপ্ন শেষ ভারতের, সেমিফাইনালে প্রতিপক্ষ অস্ট্রেলিয়া!!
চতুর্থ ওভারের হার্দিক পান্ডিয়া (Hardik Pandya) একটি নো-বল করায় ফ্রি হিট পেয়েছিলো নিউজিল্যান্ড। ভারতীয় অলরাউন্ডারের স্লো ডেলিভারিতে বড় শট মারার চেষ্টা করেও ব্যর্থ হন কিউই ওপেনার উইল ইয়ং। বরং তাঁর ব্যাটের নীচের দিকে লেগে শূন্যে উঠে গিয়েছিলো বল। মিড-অনে ফিল্ডিং করছিলেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy) । ছুটে এসে বল তালুবন্দী করতে যান তিনি। কিন্তু সহজ ক্যাচও ধরতে পারেন নি তিনি। বরং তাঁর আঙুলের ডগায় লেগে বাউন্ডারির দিকে ছুটে যায় বল। শেষ মুহূর্তে ছুটে এসে সতীর্থের হয়ে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করেছিলেন শুভমান গিল। কিন্তু শেষরক্ষা করতে পারেন নি তিনিও। সীমানা পেরিয়ে যায় সাদা কুকাবুরা। ক্যাচটি ধরতে পারলে ইয়ং আউট হতেন না ঠিকই, কিন্তু ফ্রি হিটে বড়জোর একটি রান যোগ হত কিউই স্কোরবোর্ডে। কিন্তু এক্ষেত্রে বরুণের ভুলে বাউন্ডারি ছিনিয়ে নিলেন নিউজিল্যান্ড ওপেনার।
হার্দিকের ওভারেই অবশ্য ঘুরে দাঁড়ানোর রসদ পেলো টিম ইন্ডিয়া। চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) অভিষেকেই বাংলাদেশের বিরুদ্ধে ১১২ রানের ইনিংস খেলেছিলেন রচিন রবীন্দ্র (Rachin Ravindra)। আইসিসি টুর্নামেন্টে চতুর্থ শতরানের মালিক হয়েছিলেন ভারতীয় বংশোদ্ভূত নিউজিল্যান্ড ক্রিকেটার। আজ ভারতের বিরুদ্ধে বেশীদূর এগোতে পারেন নি তিনি। চতুর্থ ওভারের শেষ ডেলিভারিতে রচিনের ইনিংসে ইতি টানেন হার্দিক। ভারতীয় অলরাউন্ডারের শর্ট পিচ বলে আপার কাট মারতে চেষ্টা করেছিলেন বাম হাতি ওপেনার। শটে যথেষ্ট নিয়ন্ত্রণ না থাকায় তা গ্যালারিতে আছড়ে পড়ে নি। থার্ড ম্যানে ফিল্ডিং করছিলেন অক্ষর প্যাটেল। বরুণের মত ভুল করেন নি তিনি। বেশ খানিকটা সামনের দিকে ছুঁটে এসে শূন্য শরীর ছুঁড়ে ক্যাচ তালুবন্দী করেন টিম ইন্ডিয়ার ‘বাপু।’ ১৭ রানের মাথায় প্রথম উইকেট হারায় নিউজিল্যান্ড। ১২ বলে ৬ করেই ফিরতে হয় রচিনকে।