CT 2025: গত ১৮ জানুয়ারি মুম্বইতে এক সাংবাদিক সম্মেলনে টিম ইন্ডিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) স্কোয়াড ঘোষণা করেছিলেন মুখ্য নির্বাচক অজিত আগরকার ও অধিনায়ক রোহিত শর্মা। পিঠের চোট সত্ত্বেও ১৫ সদস্যের দলে রাখা হয়েছিলো জসপ্রীত বুমরাহকে। পরবর্তী এক মাসে গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। ন্যাশনাল ক্রিকেট অ্যাকাডেমির চিকিৎসকদের মরিয়া চেষ্টা সত্ত্বেও ফিট হয়ে উঠতে পারেন নি দেশের এক নম্বর পেস অস্ত্র। ফলে শেষ মুহূর্তে কার্যত বাধ্য হয়েই বিকল্প খুঁজে নিতে হয়েছে বিসিসিআই-কে। একটি বিজ্ঞপ্তি প্রকাশ করে জানানো হয়েছে যে বুমরাহ’র বদলি হিসেবে টিম ইন্ডিয়ার সাথে দুবাই উড়ে যাচ্ছেন হর্ষিত রাণা। এছাড়া আরও একটি বদল করা হয়েছে স্কোয়াডে। ওপেনার যশস্বী জয়সওয়ালকে সরিয়ে দেওয়া হয়েছে মূল দল থেকে। বদলে ডাক পেয়েছেন ছন্দে থাকা ‘রহস্য স্পিনার’ বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)।
Read More: আইপিএল ২০২৫-এর আগেই ধনী হয়ে গেলেন ইন্ডিয়ার এই খেলোয়াড়, ৩০০% বেতন পেল বৃদ্ধি !!
বরুণ’কে নিয়ে থাকছে সংশয়-

দুর্দান্ত ফর্মে রয়েছেন বরুণ চক্রবর্তী (Varun Chakravarthy)। সম্প্রতি বিজয় হাজারে ট্রফিতে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী হয়েছিলেন তিনি। তাঁর ঝুলিতে ছিলো ১৮ উইকেট। এরপর জাতীয় দলের জার্সিতেও ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে ঝড় তুলেছিলেন তামিলনাড়ুর তারকা। তাঁর ঘূর্ণিতে নাজেহাল হন হ্যারি ব্রুক, জস বাটলাররা। মাত্র পাঁচ ম্যাচে ৯.৮৬ গড়ে তুলে নিয়েছিলেন ১৪ উইকেট। এর মধ্যে পুনেতে এক ম্যাচেই ৫ উইকেট নেওয়ার বিরল কৃতিত্ব’ও অর্জন করেছিলেন তিনি। ভালো পারফর্ম্যান্সের পুরষ্কার পেয়েছেন বরুণ (Varun Chakravarthy)। ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই সিরিজের জন্য যে প্রাথমিক স্কোয়াড ঘোষণা করা হয়েছিলো সেখানে নাম ছিলো না তাঁর। কিন্তু শেষ মুহূর্তে দলের ষোলতম সদস্য হিসেবে সুযোগ দেওয়া হয় তাঁকে। কটকের বারাবাটি স্টেডিয়ামে কুলদীপ যাদবের বদলে বরুণকে অভিষেকের সুযোগও করে দেন কোচ গৌতম গম্ভীর।
ওয়ান ডে অভিষেকে ফিল সল্টকে আউট করেছিলেন বরুণ। হাইস্কোরিং ম্যাচেও তাঁর নিয়ন্ত্রিত বোলিং নজর কেড়েছিলো। ফলে তাঁকে চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) দলে সুযোগ দিতে দুই বার ভাবেন নি নির্বাচকেরা। ডাক এলেও আদৌ তিনি দুবাই উড়ে যেতে পারবেন কিনা তা নিয়ে অবশ্য দেখা গিয়েছে সংশয়। কটকে ম্যাচ খেলাকালীনই ডান পায়ের পেশীতে চোট লেগেছে তাঁর। আহমেদাবাদে তৃতীয় একদিনের ম্যাচটিতে তাই আর মাঠে ফেরা হয় নি ডান হাতি অফস্পিনারের। টসের সময় অধিনায়ক রোহিত (Rohit Sharma) জানান তাঁর চোটের ব্যাপারে। আপাতত পর্যবেক্ষনে রয়েছেন বরুণ। যদি ২০ তারিখের আগে সেরে উঠতে পারেন তাহলে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) খেলার স্বপ্ন পূরণ হতে পারে তাঁর। না হলে ছিটকে যেতে হবে তাঁকেও। ফের একবার বিকল্পের সন্ধান করা ছাড়া উপায় থাকবে না বোর্ডের কাছে।
ওয়াইল্ড কার্ড এন্ট্রি হতে পারে সিরাজের-

অস্ট্রেলিয়া সফরে প্রত্যাশাপূরণে ব্যর্থ মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। যার ফলে সাদা বলের ক্রিকেটে আর তাঁকে সুযোগ দেওয়ার কথা ভাবে নি বিসিসিআই। ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ ও চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) প্রাথমিক স্কোয়াডে নাম ছিলো না হায়দ্রাবাদের পেসারের। জসপ্রীত বুমরাহ ছিটকে যাওয়ার পরেও দলে ফেরানো হয় নি তাঁকে। বরং সান্ত্বনা পুরষ্কারের মত নন-ট্র্যাভেলিং রিজার্ভের তালিকায় যুক্ত করা হয় সিরাজকে। তবে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) শুরুর আগে তাঁর ১৫ সদস্যের প্রধান স্কোয়াডে সুযোগ সম্ভাবনা এখনও রয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। যদি বরুণের চোট আগামী দিন দুই-তিনের মধ্যে না সারে তাহলে ‘আনফিট’ স্পিনারকে বাতিল করে ‘ফিট’ পেসারকে সাথে নিয়েই দুবাই উড়ে যেতে পারে ভারত। শামি, হর্ষিত, আর্শদীপদের সাথে পেস ব্যাটারের বাড়াতে পারেন সিরাজ।