ct-2025-shubman-to-lead-india-vs-nz

CT 2025: গত ২০ তারিখ বাংলাদেশের বিরুদ্ধে জিতে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) অভিযান শুরু করেছিলো টিম ইন্ডিয়া। দুবাইয়ের মাঠে শুভমান গিলের অপরাজিত শতরানের সৌজন্যে ৪ উইকেটে এসেছিলো জয়। এরপর পাকিস্তানকেও হারিয়েছে ‘মেন ইন ব্লু’। চিরপ্রতিদ্বন্দ্বী’র বিরুদ্ধে ব্যাট হাতে জ্বলে উঠেছিলেন বিরাট কোহলি (Virat Kohli)। তিন অঙ্কের মাইলস্টোন স্পর্শ করেছিলেন তিনিও। জোড়া জয়ের সুবাদে ইতিমধ্যে শেষ চারে পৌঁছে গিয়েছে ভারতীয় শিবির। আগামী রবিবার নিউজিল্যান্ডের বিরুদ্ধে ম্যাচটি তাই হয়ে দাঁড়িয়েছে কার্যত নিয়মরক্ষার। শেষ চারের আগে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাই অধিনায়ক রোহিত শর্মা’কে (Rohit Sharma) বিশ্রাম দেওয়া হতে পারে বলে খবর সংবাদমাধ্যম সূত্রে। প্রথম দুই ম্যাচে একাদশ অপরিবর্তিত রেখেছিলেন কোচ গম্ভীর। তৃতীয় ম্যাচে বেশ কিছু রদবদলের সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না বিশেষজ্ঞমহল।

Read More: সঞ্জুকে টক্কর দিতে হাজির প্রাক্তন কলকাতার প্রাক্তন অধিনায়ক, ছিনিয়ে নেবেন দলের ক্যাপ্টেন্সি !!

‘আহত’ রোহিতের বদলে নেতা শুভমান-

Rohit Sharma and Shubman Gill | CT 2025 | Image: Getty Images
Rohit Sharma and Shubman Gill | CT 2025 | Image: Getty Images

পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন হ্যামস্ট্রিং-এ চোট পেয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। দীর্ঘক্ষণ ফিল্ডিং করতেও পারেন নি তিনি। শেষমেশ অবশ্য মাঠে ফেরেন। ব্যাট হাতে ওপেন’ও করতে নেমেছিলেন তিনি। নিউজিল্যান্ড ম্যাচ ও সেমিফাইনালের মধ্যে ব্যবধান কেবল এক দিনের। শেষ চারের দ্বৈরথে যাতে রোহিত সম্পূর্ণ তরতাজা হয়ে মাঠে নামতে পারেন তা নিশ্চিত করতে তাঁকে রবিবারের ম্যাচ থেকে বিশ্রাম দিতে পারে টিম ম্যানেজমেন্ট। ওপেনার হিসেবে রোহিতের শূন্যস্থান পূরণের দৌড়ে রয়েছেন কে এল রাহুল (KL Rahul)। তাঁকে ব্যাটিং অর্ডারের ছয় বা সাত নম্বর পজিশন থেকে সটান ওপেনিং-এ তুলে আনা হতে পারে। তিন ও চারে খেলবেন যথাক্রমে কোহলি (Virat Kohli) ও শ্রেয়স আইয়ার। কিউইদের বিরুদ্ধে ভারতীয় একাদশে দেখা যেতে পারে ঋষভ পন্থকে। তিনি ব্যাট হাতে নামতে পারেন পাঁচ নম্বরে।

চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) প্রথম দুই ম্যাচে উইকেটের পিছনে নড়বড়ে লেগেছে রাহুলকে। রবিবার দস্তানার দায়িত্বও সামলাতে পারেন পন্থ। রোহিত যদি বিশ্রাম নেন তাহলে অধিনায়ক হিসেবে মাঠে নামতে পারেন শুভমান গিল (Shubman Gill)। গত বছরই শ্রীলঙ্কা সফরে সাদা বলের দুই ফর্ম্যাটেই সহ-অধিনায়ক নির্বাচিত হয়েছিলেন তিনি। ইতিমধ্যে জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-২০তে কার্যনির্বাহী অধিনায়ক হিসেবে মাঠে নেমেছেন তিনি। এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) নেতৃত্বভার সামলাতে পারেন পঞ্চাশ ওভারের ফর্ম্যাটেও। ব্যাট হাতে এই মুহূর্তে দুর্দান্ত ফর্মে রয়েছেন পাঞ্জাবের তরুণ তুর্কি। ইংল্যান্ডের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে করেছিলেন যথাক্রমে ৮৭, ৬০ ও ১১২। বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফির ম্যাচে অপরাজিত ছিলেন ১০১ রান করে। পাকিস্তান ম্যাচেও করেছেন ৪৬। নেতৃত্বের বাড়তি দায়িত্ব তাঁর ব্যাটিং-এ কি প্রভাব ফেলে সেদিকে তাকিয়ে থাকবে ক্রিকেটজনতা।

বিশ্রাম পেতে পারেন শামি’ও-

Mohammed Shami and Rohit Sharma | CT 2025 | Image: Getty Images
Mohammed Shami and Rohit Sharma | CT 2025 | Image: Getty Images

তিন অলরাউন্ডারের ফর্মূলা থেকে আগামী ম্যাচেও সম্ভবত সরছেন না কোচ গৌতম গম্ভীর। তৃতীয় পেস বিকল্প হিসেবে থাকছেন হার্দিক পান্ডিয়া (Hardik Pandya)। সাথে স্পিন বিভাগের ধার বাড়াবেন অক্ষর প্যাটেল (Axar Patel) ও রবীন্দ্র জাদেজা। বাম হাতি পন্থ খেলায় ব্যাটিং অর্ডারে পাঁচে নয় বরং সম্ভবত সাতে নামানো হতে পারে অক্ষরকে। হার্দিক ও জাদেজা থাকবেন যথাক্রমে ছয় ও আট নম্বরে। ফ্রন্টলাইন পেসার হিসেবে একাদশে জায়গা ধরে রাখার সম্ভাবনা হর্ষিত রাণা’র। তাঁর সাথে জুড়ে দেওয়া হতে পারে আর্শদীপ সিং-কে। সদ্য চোট সারিয়ে মাঠে ফেরা মহম্মদ শামি’কে (Mohammed Shami) বিশ্রাম দেওয়ার ভাবনা রয়েছে ভারতীয় টিম ম্যানেজমেন্টের। পাকিস্তানের বিরুদ্ধে ডান পায়ের শিনবোন চেপে ধরতে দেখা গিয়েছিলো শামি’কে। তাই সেমিফাইনালের আগে তাঁকে খেলানোর বাড়তি ঝুঁকি এড়াতেই বিশ্রামের সিদ্ধান্ত। বরুণ চক্রবর্তী নয়, বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকছেন কুলদীপ যাদব’ই।

এক নজরে সম্ভাব্য একাদশ-

শুভমান গিল (অধিনায়ক), কে এল রাহুল, বিরাট কোহলি, শ্রেয়স আইয়ার, ঋষভ পন্থ (উইকেটরক্ষক), হার্দিক পান্ডিয়া, অক্ষর প্যাটেল, রবীন্দ্র জাদেজা, হর্ষিত রাণা, আর্শদীপ সিং, কুলদীপ যাদব।

Also Read: CT 2025: “লাহোরের আলো পরিষ্কার তো?..” আফগানদের কাছে হারের পর ইংল্যান্ডকে কটাক্ষ করলেন সুনীল গাভাস্কার

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *