CT 2025

CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) এখনও অবধি অপরাজিত টিম ইন্ডিয়া। গ্রুপ পর্বে বাংলাদেশ ও পাকিস্তানের বিরুদ্ধে জয় পেয়েছে তারা। আজ শেষ গ্রুপ ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্যান্ড। সেমিফাইনালের আগে জয়ের ধারা বজায় রাখাই লক্ষ্য রোহিত বাহিনীর। টস ভাগ্য আজও সুপ্রসন্ন হয় নি ‘মেন ইন ব্লু’র। এই নিয়ে টানা ১৩টি ম্যাচে টসে হারলো তারা। টানা ১০ ম্যাচে অধিনায়ক হিসেবে টসে হার রোহিত শর্মা’রও (Rohit Sharma)। গত দুই ম্যাচে রান তাড়া করার সুযোগ পেয়েছিলো ভারত। কিন্তু আজ কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার তাদেরই প্রথম ব্যাটিং করার আমন্ত্রণ জানান। গুরুত্বপূর্ণ ম্যাচে ইনিংসের শুরুটা ভালো হয় নি ভারতীয় শিবিরের। শুভমান গিল’কে (Shubman Gill) তৃতীয় ওভারেই সাজঘরে ফেরান ম্যাট হেনরি। ছন্দে থাকা ওপেনার দ্রুত আউট হওয়ায় আক্ষেপ আর হতাশা জমেছে সোশ্যাল মিডিয়ার দেওয়ালে।

Read More: IND vs NZ CT 2025 Toss Report: টস জিতলো নিউজিল্যান্ড, চার স্পিনার নিয়ে মাঠে নামছে ভারত !!

গত কয়েকটি ম্যাচে অনবদ্য পারফর্ম করেছিলেন শুভমান গিল (Shubman Gill)। ইংল্যান্ডের বিরুদ্ধে তিনটি একদিনের ম্যাচে তাঁর ব্যাট থেকে এসেছিলো যথাক্রমে ৮৭, ৬০ ও ১১২। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) প্রথম ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচ জেতানো ১০১ রানের ইনিংস খেলেন তিনি। পাকিস্তান ম্যাচেও করেন ৪৬। আজ স্বাভাবিক কারনেই তাঁর থেকে প্রত্যাশা ছিলো আকাশছোঁয়া। তা পূরণ করতে পারলেন না তরুণ ওপেনার। ৭ বল খেলে মাত্র ২ রান করেই আজ থামতে হলো তাঁকে। ম্যাট হেনরি’র (Matt Henry) ইনস্যুইঙ্গারের আছড়ে পড়ে তাঁর হাঁটুতে। আম্পায়ার আঙুল তোলার পর রিভিউ নিয়েছিলেন ভারতীয় ওপেনার। কিন্তু শেষরক্ষা হয় নি। প্রযুক্তির সাহায্যে দেখা যায় যে বল আছড়ে পড়তে পারত শুভমানের লেগস্টাম্পে। অন ফিল্ড আম্পায়ারের সিদ্ধান্ত অপরিবর্তিত রাখেন তৃতীয় আম্পায়ারও। ১৫ রানের মাথায় প্রথম উইকেট খোয়ায় ভারত।

কিউইদের বিরুদ্ধে শুভমান গিল (Shubman Gill) ব্যর্থ হওয়ায় ক্ষুব্ধ ক্রিকেটজনতা। ‘প্রতিপক্ষ কঠিন হলেই ফর্ম উধাও হয়ে যায়,’ বিরক্তি ঝরে পড়েছে এক নেটনাগরিকের ট্যুইটে। ‘বাংলাদেশ, পাকিস্তানের মত দ্বিতীয় সারির দলের বিরুদ্ধেই রান করতে পারে,’ দুষেছেন আরও একজন। বাবর আজমকে সরিয়ে সম্প্রতি ওয়ান ডে র‍্যাঙ্কিং-এ প্রথম স্থান দখল করেছেন শুভমান। সেদিকে ইঙিত করেও খোঁচা দিয়েছেন কেউ কেউ। ‘এভাবে পয়লা নম্বর র‍্যাঙ্কিং ধরে রাখা যায় না,’ হতাশা ব্যক্ত করেছেন আরও এক ক্রিকেট অনুরাগীও। ম্যাট হেনরির ইনস্যুইং সামলাতে ক্রিজে অনেকটা শাফ্‌ল করেছিলেন শুভমান। কিন্তু তার পরেও রুখতে পারেন নি বল। ‘অতিরিক্ত নড়াচড়া করতে গিয়েই উইকেটটা ছুঁড়ে এলো,’ বিশ্লেষণ এক অনুরাগীর। ‘ইনিংসের শুরুতে সময় নিতে পারত,’ আক্ষেপ যাচ্ছে না অন্য এক টিম ইন্ডিয়া সমর্থকের।

দেখে নিন ট্যুইট চিত্র-

Also Read: IPL 2025: নর্খিয়ার বদলে নাইট রাইডার্সে যোগ দিচ্ছেন এই তারকা, সরাসরি পাবেন অধিনায়কত্ব !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *