CT 2025

CT 2025: গতকাল থেকে শুরু হয়েছে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। উদ্বোধনী ম্যাচে পাকিস্তানকে ৬০ রানের ব্যবধানে উড়িয়ে দিয়েছে নিউজিল্যান্ড। আজ টুর্নামেন্টের দ্বিতীয় দিন যাত্রা শুরু করেছে টিম ইন্ডিয়া (Team India)। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ বাংলাদেশ (IND vs BAN)। চোটের জন্য নেই পেস তারকা জসপ্রীত বুমরাহ। তা সত্ত্বেও কেন তারা অন্যতম ‘ফেভারিট’ তা আজ ম্যাচের শুরুতেই প্রমাণ করলো ভারত। টসে জিতে প্রথম ব্যাটিং করতে নেমেছিলো টাইগারবাহিনী। ব্যুমেরাং হয়ে ফিরলো সেই সিদ্ধান্ত। প্রথম ওভারে মহম্মদ শামি’র (Mohammed Shami) ইনস্যুইং-এ পরাস্ত হয়ে কে এল রাহুলের হাতে ধরা পড়েন ওপেনার সৌম্য সরকার (Soumya Sarkar)। শূন্য করে ফেরেন সাজঘরে। দ্বিতীয় ওভারে অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে (Najmul Hossain Shanto) খোয়ালো বাংলাদেশ। খাতা খুলতে পারেন নি তিনিও।

Read More: ভারতের বিপক্ষে মাঠে নামার আগে ছিটকে গেলেন ফখর জামান, বদলি হিসেবে আসছেন এই তারকা !!

মহম্মদ শামির (Mohammed Shami) সাথে দ্বিতীয় ফ্রন্টলাইন পেসার হিসেবে আজ কোচ গৌতম গম্ভীর ভারতীয় একাদশে রেখেছেন হর্ষিত রাণা’কে (Harshit Rana)। কোচের আস্থার দাম দিতে বেশী দেরী করেন নি দিল্লীর তরুণ পেসার। নিজের প্রথম ওভারের চতুর্থ ডেলিভারিতেই তুলে নিয়েছেন উইকেট। অফস্টাম্পের বাইরের বলে ড্রাইভ মারতে চেয়েছিলেন নাজমুল হোসেন শান্ত (Najmul Hossain Shanto)। কিন্তু নিয়ন্ত্রণ ছিলো না শটে। ব্যাটের বাইরের কোণে লেগে বল সরাসরি যায় কভার-পয়েন্টে দাঁড়ানো বিরাট কোহলির (Virat Kohli) হাতে। সহজ ক্যাচ তালুবন্দী করতে বিশেষ কষ্ট করতে হয় নি ভারতীয় মহাতারকাকে। গত সেপ্টেম্বর-অক্টোবরে ভারতের বিরুদ্ধে টেস্ট ও টি-২০তে ব্যাট হাতে হতাশ করেছিলেন শান্ত। আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (CT 2025) দলকে ভরসা যোগাতে পারলেন না তিনি। সাজঘরে ফিরলেন ব্যর্থতাকে সঙ্গী করেই।

২ রানের মধ্যে ২ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) গ্রুপ-এ’র ম্যাচে ভারত যেভাবে শুরু করেছে তাকে কুর্নিশ জানিয়েছেন সমর্থকেরা। সীমান্তের ওপারের ক্রিকেট ফ্যানদের মধ্যে অবশ্য জমেছে কেবলই হতাশা। অধিনায়ক শান্তকে তীব্র আক্রমণ করেছেন কেউ কেউ। ‘থার্ড ক্লাস ব্যাটিং’ ক্ষোভ উগড়ে দিয়েছেন এক টাইগার্স অনুরাগী। ‘এভাবে খেললে পঞ্চাশ বছর পরেও বিশ্ব ক্রিকেটে সাবালক হয়ে উঠবে না বাংলাদেশ,’ বিরক্তি ব্যক্ত করেছেন আরও একজন। ‘আমি বুঝে পাচ্ছি না যে এত গুরুত্বপূর্ণ একটা ম্যাচে কি করে এভাবে দায়িত্বজ্ঞানহীন ক্রিকেট খেলেন সিনিয়র তারকারা?’ প্রশ্ন তুলেছেন আরেকজন। দিনকয়েক আগে সাংবাদিকদের শান্ত (Najmul Hossain Shanto) জানিয়েছিলেন যে কোন দলকে হারানোর ক্ষমতা রয়েছে তাঁদের। আজ সেই প্রসঙ্গ টেনে এনেও ট্রল করেছেন অনেকেই। ‘মুখে নয়, ক্রিকেটটা মাঠে খেলতে হয় শান্ত,’ দিয়েছেন পরামর্শ।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: CT 2025 PAK vs NZ: প্রথম ম্যাচেই মুখ থুবড়ে পড়লো পাকিস্তান, নিউজিল্যান্ডের বিরুদ্ধে হার ৬০ রানের ব্যবধানে !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *