CT 2025

CT 2025:  চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) সেমিফাইনালে আজ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে মাঠে নেমেছে টিম ইন্ডিয়া। ২০২৩-এর বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল, ওয়ান ডে বিশ্বকাপের ফাইনালে এই অস্ট্রেলিয়ার বিপক্ষে হেরেই স্বপ্ন ভেঙেছে ভারতের। সম্প্রতি বর্ডার-গাওস্কর ট্রফিতেও ‘মেন ইন ব্লু’কে দাঁড়াতেই দেয় নি ক্যাঙারুবাহিনী। আজ গত দুই বছরের সেই ব্যর্থতার বদলা নেওয়াই চ্যালেঞ্জ রোহিত শর্মা, বিরাট কোহলিদের (Virat Kohli) সামনে। টস ভাগ্য সুপ্রসন্ন হয় নি আজও। এই নিয়ে টানা ১৪টি একদিনের ম্যাচে টস হেরেছে ভারত। অধিনায়ক হিসেবে রোহিতের এটি টানা ১১ তম টস হার। প্রথম ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া। নিয়মিত ওপেনার ম্যাট শর্ট বাম পায়ের কোয়াড্রিসেপসের চোটের কারণে ছিটকে যাওয়ায় হলুদ জার্সিতে আজ ট্র্যাভিস হেডের (Travis Head) সঙ্গী হয়েছেন ২১ বর্ষীয় অলরাউন্ডার কুপার কনোলি।

Read More: IND vs AUS: সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ভয় পাচ্ছেন রায়না, করলেন বিস্ফোরক মন্তব্য !!

গত দেড়-দুই বছরে ভারতের জন্য যেন ত্রাস হয়ে উঠেছেন ট্র্যাভিস হেড। ওভালে তাঁর অসামান্য শতরানে ভর করে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল জিতেছিলো অজি শিবির। আহমেদাবাদে ৯২ হাজার ভারতীয় সমর্থকের সামনে টিম ইন্ডিয়ার মুখের গ্রাস’ও কেড়ে নিয়েছিলেন তিনিই। ১৩৭ রানের দুর্দান্ত ইনিংস খেলে ছিনিয়ে নিয়েছিলেন ওয়ান ডে বিশ্বকাপ (ICC Champions Trophy)। বর্ডার-গাওস্কর ট্রফিতেও টিম ইন্ডিয়াকে বেশ সমস্যায় ফেলেছিলেন তিনি। স্বাভাবিক কারণেই বাম হাতি ওপেনারকে নিয়ে আজ বেশ চিন্তায় ভারত সমর্থকেরা। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) সেমিফাইনালে তাঁকে দ্রুত ফেরাতে না পারলে কপালে যে দুঃখ রয়েছে তা অনুমান করতে পারছেন তাঁরা। কোচ গম্ভীরও যে হেড’কে নিয়ে হোমওয়ার্ক করেছেন তা স্পষ্ট ইনিংসের শুরুতেই। অফস্টাম্পের বাইরে তাঁর জন্য ফাঁদ পাতছেন ভারতীয় বোলাররা।

ম্যাচের প্রথম বৈধ ডেলিভারিটিতেই ‘পথের কাঁটা’ প্রায় উপড়ে ফেলেছিলেন মহম্মদ শামি (Mohammed Shami)। ভারতীয় পেসারের ১৩৬.৮ কিলোমিটার প্রতি ঘন্টা গতির বল’টি অন সাইডে ঠেলে দেওয়ার চেষ্টা করেন ট্র্যাভিস হেড (Travis Head)। কিন্তু দুবাইয়ের মন্থর পিচে বল খানিক থমকে আসায় শটে নিয়ন্ত্রণ রাখতে পারেন নি তিনি। ব্যাটের কোণায় লেগে শূন্যে উঠে যায় বল’টি। নিজের বোলিং-এর ফলো থ্রু’তেই ক্যাচ ধরার সুযোগ ছিলো মহম্মদ শামি’র (Mohammed Shami) কাছে। ডান হাত বাড়িয়ে ধরার চেষ্টাও করেন তিনি। কিন্তু সেকেন্ডের ভগ্নাংশ দেরী করে ফেলায় বল তালুবন্দী করতে পারেন নি। শামি’র আঙুলের ডগায় লেগে ছিটকে যায় সাদা কুকাবুরা। জীবন ফিরে পান হেড (Travis Head)। ‘হাফ চান্স’ দল কাজে লাগাতে না পারায় হতাশায় মুখ ঢাকতে দেখা যায় রোহিত শর্মা’কে। উইকেটরক্ষক কে এল রাহুলের মুখেও স্পষ্ট ছিলো আক্ষেপের অনুভূতি।

দেখুন ঘটনার ভিডিও-

Also Read: IND vs AUS CT 2025 TOSS Report: টস জিতলো অস্ট্রেলিয়া, ‘ম্যাচ উইনার’কে বাদ দিয়েই মাঠে নামতে প্রস্তুত টিম ইন্ডিয়া !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *