CT 2025

CT 2025: চলতি চ্যাম্পিয়ন্স ট্রফিতে (CT 2025) এর আগে একবারও টসভাগ্য সুপ্রসন্ন হয় নি ভারতীয় দলের। আজ নিউজিল্যান্ডের বিরুদ্ধে ফাইনালেও বদলালো না ছবিটা। এই নিয়ে একটানা পনেরোটি একদিনের ম্যাচে টস হারলো টিম ইন্ডিয়া। অধিনায়ক রোহিতের টস হারের সংখ্যা গিয়ে দাঁড়ালো ১২তে। প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছেন কিউই ‘ক্যাপ্টেন’ মিচেল স্যান্টনার। বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ইতিমধ্যেই শতরান করেছেন রচিন রবীন্দ্র। রয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে। আজ ভারতের বিরুদ্ধে ফাইনালেও ইনিংসের শুরুটা ঝড়ের গতিতে করেছেন তিনি। বাম হাতি ওপেনারের ব্যাট থেকে ছিটকে বেরিয়েছে একের পর এক বাউন্ডারি। ক্রমেই ভয়ঙ্কর হয়ে ওঠা ব্যাটারকে থামানোর একটা সুযোগ আচমকাই চলে এসেছিলো ষষ্ঠ ওভারে। কিন্তু তার সদ্ব্যবহার করতে পারলেন না মহম্মদ শামি।

Read More: CT 2025 IND vs NZ: “নিয়েই বা গেলো কেন …” ফাইনালেও একাদশে নেই পন্থ-ওয়াশিংটন, সমাজমাধ্যমে আক্ষেপ অনুরাগীদের !!

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সেমিফাইনাল ম্যাচে প্রথম ওভারেই শটে নিয়ন্ত্রণ রাখতে না পেরে ক্যাচ তুলে দিয়েছিলেন ট্র্যাভিস হেড। নিজের বোলিং-এর ফলো থ্রু’তে বল তালুবন্দী করতে পারেন নি মহম্মদ শামি (Mohammed Shami)। আজ চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ফাইনালেও দেখা গেলো ঠিক একই দৃশ্য। লেন্থ খানিক পিছন দিকে টেনে নিয়েছিলেন ভারতীয় ফাস্ট বোলার। সোজা শট মারার চেষ্টায় ক্যাচ তুলে দিয়েছিলেন রচিন। বলের গতিপথ প্রথমে আন্দাজ করতে পারেন নি শামি। তিনি মাথায় সরিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরে দুই হাত বাড়িয়েছিলেন ঠিকই, কিন্তু ক্যাচ ধরতে পারেন নি তিনি। তাঁর বাম হাতে লেগে বল ছিটকে যায় লং অনের দিকে। একটি রান ছিনিয়ে নেন রচিন (Rachin Ravindra)। ক্যাচ ফস্কানোর পাশাপাশি চোটও পান টিম ইন্ডিয়ার পেসার। ছুটে আসতে হয় ফিজিও’কে। ওভারের শেষ বলে উইল ইয়ং-এর থেকে বাউন্ডারিও হজম করতে হয় শামি’কে।

সপ্তম ওভারেও রক্ষা পান রচিন (Rachin Ravindra)। বরুণ চক্রবর্তীকে স্লগ স্যুইপ মারতে চেয়েছিলেন তিনি। ব্যাট ও বলের সঠিক সংযোগ হয় নি। ব্যাটের উপরের দিকের কোণে লেগে আকাশে উঠে গিয়েছিলো বল। ডান দিকে অনেকটা ছুটে গিয়ে শূন্যে শরীর ভাসিয়ে দিয়েছিলেন শ্রেয়স আইয়ার। কিন্তু কঠিন ক্যাচ তালুবন্দী করতে পারেন নি তিনিও। শেষমেশ তৃতীয় সুযোগে তাঁকে সাজঘরে ফেরালো ভারতীয় দল। ইনিংসের একাদশতম ঘাতক হয়ে উঠলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। চায়নাম্যান স্পিনারের গুগলি রচিনের ব্যাট ও প্যাডের ফাঁক দিয়ে গলে আছড়ে পড়ে স্টাম্পে। চারটি চার ও একটি ছক্কার সাহায্যে ২৯ বলে ৩৭ করেই থামতে হয় ফর্মে থাকা কিউই অলরাউন্ডারকে। তাঁর বিদায়ে স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ‘মেন ইন ব্লু,’ সমর্থকে। নিঃসন্দেহে চাপ কমেছে ভারতীয় দলের উপর থেকেও। প্রতিবেদন লেখার সময় অবধি কিউইদের স্কোর ৭৫/২।

দেখুন ক্যাচ মিসের ঘটনাটি-

Also Read: CT 2025: ফাইনালে দুবাইয়ের মাটিতে কি আজ সমস্যা তৈরি করতে চলেছে বৃষ্টি?

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *