CT 2025

CT 2025: দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে আজ বাইশ গজের দুনিয়ার মহারণ। সম্মুখসমরে ভারত ও পাকিস্তান (IND vs PAK)। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) শুরুটা বাংলাদেশকে হারিয়ে করেছে টিম ইন্ডিয়া। আজ জিতলে সেমিফাইনাল নিশ্চিত হয়ে যাবে রোহিত-কোহলিদের। পক্ষান্তরে পাকিস্তান আপাতত দাঁড়িয়ে খাদের কিনারে। করাচীতে ইতিমধ্যে তারা হেরেছে নিউজিল্যান্ডের বিপক্ষে। আজ ফলাফল পক্ষে না গেলে আয়োজক হওয়া সত্ত্বেও চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) গ্রুপ পর্ব থেকেই ছিটকে যেতে হবে তাদের। মরণবাঁচন ম্যাচে টসে জিতেছেন মহম্মদ রিজওয়ান (Muhammad Rizwan)। প্রথমে ব্যাটিং-এর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। খেলা শুরুর আগে দুই শিবিরের তারকারাই জানিয়েছিলেন যে ভারত-পাক (IND vs PAK) দ্বৈরথকে আরও একটা সাধারণ ম্যাচ হিসেবেই দেখছেন। কিন্তু মুখে যাই বলুন না কেন, বাস্তব চিত্রটা যে আলাদা তা বোঝা গেলো প্রথম ওভারেই।

Read More: “সব কুশল মঙ্গল হোক…” পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচের আগেই টিম ইন্ডিয়ার খেলোয়াড়দের কালা টিকা দিলো ফ্যানস !!

মহম্মদ শামি’র (Mohammed Shami) হাতে বল তুলে দিয়েছিলেন রোহিত শর্মা। গত ম্যাচে বাংলাদেশের বিরুদ্ধে ৫ উইকেট নিয়েছিলেন ভারতীয় পেস তারকা। কিন্তু আজ সম্ভবত এল-ক্লাসিকোর চাপেই স্নায়ুর উপর নিয়ন্ত্রণ হারান তিনি। প্রথম ওভারে মোট এগারো বার হাত ঘোরাতে হলো তাঁকে। ছয়টি আইনসিদ্ধ ডেলিভারির সাথে করলেন পাঁচ-পাঁচটি ওয়াইড। ২০০৩ সালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিশ্বকাপের ফাইনালে ঠিক এভাবেই প্রথম ওভারে স্নায়ুর চাপে বলের উপর নিয়ন্ত্রণ হারিয়েছিলেন জাহির খান (Zaheer Khan)। সেদিক পন্টিং-মার্টিনদের আক্রমণে চূর্ণ হয়েছিলো সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন ভারতীয় দলের বিশ্বজয়ের স্বপ্ন। আজ চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে শামি’র কাণ্ড দেখে জাহিরকে স্মরণ করছেন ক্রিকেটজনতার একটা বড় অংশ। নেটমাধ্যমে সেই আশঙ্কার কথা লিখেওছেন তাঁরা।

‘একাই না ডুবিয়ে দেয়,’ ট্যুইটারের দেওয়ালে লিখেছেন এক নেটনাগরিক। ‘শরীরী ভাষাতেই চাপ স্পষ্ট। অধিনায়কের উচিৎ ওকে আপাতত সরিয়ে নেওয়া,’ মন্তব্য আরও একজনের। ‘গত ম্যাচেই এত ভালো বোলিং করলো, দিন দুয়েকের মধ্যে কি হলো?’ শামি’র (Mohammed Shami) এগারো ডেলিভারির ওভার দেখে চমকে গিয়েছেন এক ‘মেন ইন ব্লু’ সমর্থক। ‘একে বুমরাহ নেই, তার উপর শামিও যদি এমন বোলিং করে, তাহলে তো চিন্তা বেড়ে যাবে,’ হতাশ শুনিয়েছে আরও একজন’কে। অনিয়ন্ত্রিত বোলিং-এর পাশাপাশি বঙ্গপেসারের চোট পাওয়া নিয়েও বেশ চিন্তায় কেউ কেউ। রান-আপে ডান পায়ের শিন বোন ধরে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে ছিলেন শামি। ছুটে আসেন ফিজিও’ও। ‘আবার যদি ওর চোট লাগে তাহলে টিম ইন্ডিয়া বড়সড় ধাক্কা খাবে,’ উৎকন্ঠা স্পষ্ট একজনের পোস্টে। ‘আশা রাখছি চোট গুরুতর নয়,’ ম্যাচ চলাকালীন প্রার্থন আরও এক অনুরাগীর।

দেখুন ট্যুইট চিত্র-

Also Read: CT 2025 IND vs PAK: “বরুণ-আর্শদীপের প্রাপ্য ছিলো সুযোগ…” পাক দ্বৈরথে অপরিবর্তিত ভারতীয় একাদশ, ধন্দে নেটমাধ্যম !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *