CT 2025: ‘ইনটেন্ট’, সাম্প্রতিক সময়ে রোহিত শর্মার (Rohit Sharma) সবচেয়ে পছন্দের শব্দ সম্ভবত এটিই। প্রত্যেক ম্যাচেই যেভাবে শুরু থেকে আক্রমণের রাস্তায় হাঁটেন তিনি, তাই অধিকাংশ সময় টিম ইন্ডিয়ার জন্য জয়ের ভিত গড়ে দেয়। আজ দুবাইয়ের মাঠে পাকিস্তানের বিরুদ্ধেও (IND vs PAK) সেই ‘ইনটেন্ট’ সঙ্গে নিয়েই নেমেছিলেন তিনি। ২৪২-এর লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় ওভারেই নাসিম শাহের উপর চড়াও হন ভারত অধিনায়ক। পাক পেসারের একটি ব্যাক-অফ লেন্থ ডেলিভারি যেভাবে প্যাডের ঠিক সামনে থেকে মাঠের বাইরে পাঠিয়েছিলেন রোহিত (Rohit Sharma), তা চমকে দিয়েছিলো ধারাভাষ্যকারদেরও। ২০২৩-এর বিশ্বকাপে রোহিতের তাণ্ডব ধরাশায়ী করেছিলো পাকিস্তানকে। আজ চ্যাম্পিয়ন্স ট্রফিতেও (CT 2025) তার পুনরাবৃত্তির আভাস মিলতে শুরু করেছিলো, কিন্তু রুখে দাঁড়ালেন শাহীন আফ্রিদি। ভারত অধিনায়কের ইনিংস দীর্ঘায়িত হতে দিলেন না পাক পেসার।
Read More: CT 2025 IND vs PAK: মাথা তুলতে পারলো না পাক ব্যাটিং, প্রতিপক্ষকে ২৪১-এ বেঁধে রাখলেন হার্দিক-কুলদীপরা !!
ইনিংসের পঞ্চম ওভারের পঞ্চম বলটিকে কভার অঞ্চলের উপর দিয়ে উড়িয়ে দিয়েছিলেন রোহিত শর্মা (Rohit Sharma)। ছিনিয়ে নেন বাউন্ডারি। ঠিক পরের ডেলিভারিতেই দুর্দান্ত কামব্যাক করলেন শাহীন শাহ আফ্রিদি (Shaheen Shah Afridi)। বাম হাতি পেসার তূণ থেকে বের করেন আনেন ইনস্যুইঙ্গিং ইয়র্কার। রোখার চেষ্টা করেছিলেন রোহিত। কিন্তু তাঁর ব্যাট হাতে পায়ের জুতোর মাঝের ফাঁক দিয়ে গলে সাদা রঙের কুকাবুরা আছড়ে পড়ে মিডল ও লেগস্টাম্পে। ১৫ বলে ২০ করেই সাজঘরে ফিরতে হয় ভারত অধিনায়ককে। ৩১ রানের মাথায় প্রথম উইকেট হারায় ‘মেন ইন ব্লু।’ রোহিতের (Rohit Sharma) আউটের ঘটনায় আজ অদ্ভুত সমাপতন দেখছেন ক্রিকেটজনতা। ২০২১ সালের টি-২০ বিশ্বকাপে এই দুবাইয়ের মাঠেই শাহীনের দুরন্ত ইয়র্কার আছড়ে পড়েছিলো রোহিতের জুতোয়। লেগ বিফোর হয়ে ফেরেন তিনি। চার বছর পরেও পাক পেসারের ইয়র্কারই থামালো তাঁকে।
রোহিত আউট হওয়ার পর ভারতীয় ইনিংসের দায়িত্ব এখন অনেকাংশকেই শুভমান গিল (Shubman Gill) ও বিরাট কোহলির কাঁধে। ভালো ছন্দে রয়েছেন শুভমান। গত চারটি একদিনের ম্যাচে পঞ্চাশের বেশী রান করেছেন। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) গ্রুপ পর্বের প্রথম ম্যাচেও বাংলাদেশের বিরুদ্ধে করেছেন ঝলমলে ১০১* রান। পক্ষান্তরে কোহলিকে (Virat Kohli) ভোগাচ্ছে ধারাবাহিকতার অভাব। গত নভেম্বরে পার্থ-এ শতরানের পর একটানা বেশ কয়েকটি ইনিংসে রানের মুখ দেখেন নি মহাতারকা। ইংল্যান্ডের বিরুদ্ধে আহমেদাবাদে অর্ধশতক করেছিলেন ঠিকই কিন্তু গত ম্যাচে ফের ব্যর্থ হয়েছেন তিনি। আজ বড় মঞ্চেই অন্ধকার পেরিয়ে আলোর সরণিতে ফিরবেন তিনি, আশায় অনুরাগীরা। পাকিস্তানের বিরুদ্ধে কোহলির পরিসংখ্যান বরাবরই চমৎকার। তাই আরও একবার তাঁর ‘ক্লাস’-এর উপরে আস্থা রাখছেন ভারত সমর্থকেরা।
দেখুন রোহিতের উইকেটটি-
Shaheen Shah Afridi owned his bunny once again 🔥 pic.twitter.com/KjgVpfVMoX
— Cricket Ception (@cricket_ception) February 23, 2025