ct-2025-sa-easies-opponent-for-india

CT 2025: ভারত, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়া আগেই পা রেখেছিলো চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) সেমিফাইনালে। গতকাল ইংল্যান্ডকে হারিয়ে শেষ শূন্যস্থানটি পূরণ করলো দক্ষিণ আফ্রিকা। আইসিসি যে সূচি নির্ধারণ করেছে তা অনুযায়ী ‘এ’ গ্রুপের শীর্ষ স্থানে থাকা দল খেলবে ‘বি’ গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দলের বিরুদ্ধে। আর বি গ্রুপের শীর্ষে থাকা দলের বিরুদ্ধে খেলবে এ গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা দল। কিন্তু গ্রুপ-এ’র পয়েন্ট টেবিলের চূড়ান্ত চিত্রটা সামনে না আসায় কোন দেশ কার মুখোমুখি হবে তা এখনও নিশ্চিত নয়। আপাতত নেট রান-রেট বেশী থাকার সৌজন্যে ‘এ’ গ্রুপে সবার উপরে রয়েছে কিউইরা। কিন্তু আজ যদি দুবাইয়ের মাঠে ভারত হারাতে পারে তাদের, তাহলে উইলিয়ামসনদের পিছনে ফেলে এগিয়ে যাবে রোহিত (Rohit Sharma) বাহিনী। শেষমেশ কি দাঁড়াবে ছবিটা? জানা যাবে কয়েক ঘন্টার মধ্যেই।

Read More: “অভ্যাস হয়ে দাঁড়িয়েছে…” ১১ রান বানিয়ে উইকেট হারালেন কোহলি, সমাজ মাধ্যমে চর্চা শুরু !!

অস্ট্রেলিয়া নয়, প্রোটিয়ারাই পছন্দ ভারতের-

IND vs SA | Image: Getty Images
IND vs SA | Image: Getty Images

৫ পয়েন্ট-সহ চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) বি-গ্রুপের মগডালে রয়েছে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রেলিয়ার সংগ্রহ  ৪ পয়েন্ট। যদি আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচটি জিতে দুই পয়েন্ট পায় টিম ইন্ডিয়া, সেক্ষেত্রে ৬ পয়েন্ট সঙ্গী করে এ-গ্রুপের শীর্ষে পৌঁছে যাবে তারা। আইসিসি’র সূচি অনুযায়ী পরশুদিন সেমিফাইনালে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে তখন মাঠে নামতে হবে রোহিত শর্মা, বিরাট কোহলিদের। আর ৫ তারিখ লাহোরের গদ্দাফি স্টেডিয়ামে অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। কিন্তু আজ যদি কিউইদের বিরুদ্ধে পরাজিত হয় ভারতীয় শিবির, সেক্ষেত্রে গ্রুপ-এ’র দ্বিতীয় দল হিসেবে গ্রুপ-বি’র শীর্ষে থাকা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে নামবে ‘মেন ইন ব্লু।’ আর দ্বিতীয় সেমিফাইনালে দেখা যাবে অস্ট্রেলিয়া বনাম নিউজিল্যান্ড ট্রান্স তাসমান যুদ্ধ।

চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025)  নক-আউট পর্বের আগে কোনো মূল্যেই ভারত হারুক, চাইছেন না বিশেষজ্ঞরা। কিন্তু ক্রিকেট অনুরাগীদের অনেকে বলছেন যে আজকে কিউইদের বিরুদ্ধে পরাজয় আদতে মঙ্গলজনক হতে পারে টিম ইন্ডিয়ার জন্যই। সাম্প্রতিক অতীতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওয়ান ডে বিশ্বকাপ হেরেছে ভারতীয় দল। হেরেছে টেস্ট বিশ্ব চ্যাম্পিয়ন্শিপ ফাইনাল। ‘শক্ত গাঁট’ ক্যাঙারুবাহিনীকে সেমিফাইনালে এড়াতে পারলে ফাইনালে পা রাখা সহজ হবে, মত তাঁদের। অন্যদিকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ম্যাচকে বরং স্বাগত জানাচ্ছেন টিম ইন্ডিয়ার সমর্থকেরা। ২০২৪-এর জুনেই টি-২০ বিশ্বকাপের ফাইনালে প্রোটিয়াদের হারিয়েছে ভারত। বড় মঞ্চে ‘চোক’ করার পুরনো অভ্যাস রয়েছে তাদের। ১৯৯৯, ২০১৫, ২০২৩-এর বিশ্বকাপেই শেষ চারের বাধা অতিক্রম করতে পারে নি তারা। তাই দক্ষিণ আফ্রিকাকেই ‘সহজতর’ প্রতিপক্ষ করছেন ভারতীয় সমর্থককূল।

দুবাইতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা-

Australian Cricket Team | CT 2025 | Image: Getty Images
Australian Cricket Team | CT 2025 | Image: Getty Images

ভেন্যু নিয়ে শুরু থেকেই বিতর্কে ২০২৫-এর চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025)। ভারত পড়শি দেশ পাকিস্তানে গিয়ে ক্রিকেট খেলতে রাজী না হওয়ায় তাদের ম্যাচগুলি দুবাইতে সরিয়ে দিতে বাধ্য হয়েছে আইসিসি। একই মাঠে, একই পরিবেশে সব ম্যাচ খেলার অন্যায় সুবিধা পাচ্ছে টিম ইন্ডিয়া, আগেই অভিযোগ তুলেছিলেন অনেকে। চ্যাম্পিয়ন্স ট্রফিকে (CT 2025) ‘প্রহসন’ আখ্যা দিয়েছিলেন ইংল্যান্ডের প্রাক্তনী জোনাথন অ্যাগনিউ। অসন্তোষ ব্যক্ত করেছিলেন প্যাট কামিন্স, রাসি ফান দার ডুসেনরাও। সেমিফাইনালের আগে নয়া মোড় নিয়েছে এই বিতর্ক। সেমিফাইনালে ভারতের প্রতিপক্ষ কে, সেই প্রশ্নের উত্তর এখনও না মেলায় অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা-দুই দল’ই উড়ে এসেছে দুবাইতে। যারা ৪ তারিখ মাঠে নামবে তারা থেকে যাবে মধ্যপ্রাচ্যে। অন্য দল’কে তড়িঘড়ি প্রায় ২০০০ কিলোমিটার দূরে পাকিস্তানের লাহোরে ফিরে যেতে হবে ৫ তারিখ দ্বিতীয় সেমিফাইনালটি খেলার জন্য।

Also Read: CT 2025: IND vs NZ: “আসল খেলায় আবার ফেল…” রান পেলেন না শুভমান, জুটলো সোশ্যাল মিডিয়ার কটাক্ষ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *