CT 2025: পাকিস্তানে যাচ্ছেন না রোহিত শর্মা, বিসিসিআই-এর দাবীতেই সিলমোহর দিলো আইসিসি !! 1

CT 2025: চ্যাম্পিয়ন্স ট্রফিকে (CT 2025) ঘিরে ভারত-পাক তরজায় উত্তপ্ত হয়েছিলো ক্রিকেটমহল। আইসিসি’র তরফে আয়োজনের দায়িত্ব পাকিস্তান পাওয়ায় বেঁকে বসেছিলো বিসিসিআই। ক্রিকেটারদের নিরাপত্তা যথেষ্ট নয় পড়শি দেশে, দাবী তোলে তারা। সওয়াল করে হাইব্রিড মডেলের পক্ষে। দীর্ঘ টানাপোড়েনের পর শর্তসাপেক্ষে সেই দাবী মেনে নিয়েছে পিসিবি। টিম ইন্ডিয়ার ম্যাচগুলি সরে গিয়েছে দুবাইতে। ভেন্যু জটিলতা মেটার পরেও দড়ি-টানাটানি চলছিলো ভারত অধিনায়ক রোহিত শর্মা’র (Rohit Sharma) পাকিস্তান যাওয়া নিয়ে। অধিনায়কদের ফোটোশ্যুটে অংশ নিতে তিনি ওয়াঘা সীমান্ত পেরোবেন কিনা তা নিয়ে কৌতূহল ছিলো অনেকের। বিসিসিআই যদিও চায় নি যে তেমনটা হোক। কিন্তু চাপ বাড়াচ্ছিলো পিসিবি। অবশেষে সিদ্ধান্ত জানিয়ে দিলো সর্বোচ্চ ক্রিকেট নিয়ামক সংস্থা। উদ্বোধনী অনুষ্ঠান ও ফোটোশ্যুটই বাতিল করলো তারা।

Read More: দলে ফিরলেন রিংকু, শেষ দুই T20-এর জন্য BCCI বেছে নিলো ভারতের নতুন স্কোয়াড !!

পড়শি দেশে যাচ্ছেন না রোহিত-

Rohit Sharma and Babar Azam | CT 2025 | Image: Getty Images
Rohit Sharma and Babar Azam | Image: Getty Images

আইসিসি’র তরফে জানিয়ে দেওয়া হয়েছে যে কোনো রকম ফোটোশ্যুট বা সম্মিলিত সাংবাদিক সম্মেলন আয়োজন করা হচ্ছে না। থাকছে না উদ্বোধনী অনুষ্ঠানও। ফলে পাকিস্তানের মাটিতে রোহিত শর্মা’কে প্রয়োজনই পড়বে না। “আইসিসি বা পিসিবি’র তরফে কোনো উদ্বোধনী অনুষ্ঠানের ঘোষণা কখনই করা হয় নি,” সংবাদমাধ্যমকে জানিয়েছে আয়োজক সংস্থার অন্দরমহলের এক সূত্র। এমনকি ২০১১ সালের ওডিআই বিশ্বকাপের পর কোনো আইসিসি প্রতিযোগিতাতেই যে উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী ক্রিকেটারদের থাকতে দেখা যায় নি, তা জানানো হয়েছে স্পষ্ট ভাবে। ২০২৩-এর ওডিআই বিশ্বকাপে অধিনায়কদের সম্মিলিত সাংবাদিক সম্মেলন বা ফোটোশ্যুট হয়ে থাকলেও ২০২৪-এর টি-২০ বিশ্বকাপে সেই প্রথা যে অনুসরণ করা হয় নি তাও মনে করিয়ে দিয়েছেন আয়োজক সংস্থার প্রতিনিধি।

চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) আগে অংশগ্রহণকারী দলগুলির ক্রিকেটসূচি যে ফোটোশ্যুট বা উদ্বোধনী অনুষ্ঠানের ক্ষেত্রে অন্যতম বাধা তা জানানো হয়েছে আয়োজকদের তরফে। ইংল্যান্ড ও অস্ট্রেলিয়া এই মুহূর্তে যথাক্রমে ভারত ও শ্রীলঙ্কায় সিরিজ খেলছে। পাকিস্তানে পা দেওয়ার আগে তারা বিরতি নিতে চায় দিনকয়েকের। “যেহেতু দুটি দল উদ্বোধনী ম্যাচের দিন বা একদিন আগে এসে পৌঁছচ্ছে, সেহেতু টুর্নামেন্টের আগে সব অধিনায়কদের এক সাথে পাওয়ার বিশেষ সম্ভাবনা নেই। সেই জন্যই কোনো সম্মিলিত ফোটোশ্যুট অথবা সাংবাদিক সম্মেলন আয়োজনের কোনো প্রশ্নই ওঠে না,” জানিয়েছে আইসিসি সূত্র। চ্যাম্পিয়ন্স ট্রফির (CT 2025) উদ্বোধনী অনুষ্ঠান না হলেও ৭ ফেব্রুয়ারি নবসাজে সজ্জিত গদ্দাফি স্টেডিয়ামের উদ্বোধন করার কথা পাক প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের। এছাড়া ১১ তারিখ করাচীর ন্যাশনাল স্টেডিয়াম উদ্বোধন করবেন প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি।

দুবাইতে ম্যাচ খেলবে ভারতীয় দল-

Indian Cricket Team | CT 2025 | Image: Getty Images
Indian Cricket Team | Image: Getty Images

ক্রিকেটারদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য একটা সময় ভারতের সবক’টি ম্যাচ লাহোরে আয়োজন করতে চেয়েছিলো পিসিবি। এমনকি খেলার দিন পাকিস্তানে এসে ম্যাচের পর টিম ইন্ডিয়াকে অমৃতসর বা দিল্লী ফিরে যাওয়ার প্রস্তাবও দিয়েছিলো তারা। কিন্তু রাজী হয় নি বিসিসিআই। তারা অনড় থেকে হাইব্রিড মডেলের দাবীতে। শেষমেশ বিসিসিআই-এর আবেদনে সাড়া দিয়েছে আইসিসি। সিলমোহর পড়েছে হাইব্রিড মডেলের সিদ্ধান্তে। টিম ইন্ডিয়ার ম্যাচগুলি আয়োজিত হচ্ছে দুবাইতে। আগামী ২০ ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে চ্যাম্পিয়ন্স ট্রফি (CT 2025) অভিযান শুরু করছে ‘মেন ইন ব্লু।’ ২৩ তারিখ রয়েছে মহারণ। মধ্যপ্রাচ্যে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের সম্মুখীন ভারত। এছাড়া গ্রুপ পর্বের শেষ ম্যাচটি ২ মার্চ নিউজিল্যান্ডের বিরুদ্ধে। ভারত যদি সেমিফাইনালে পা রাখতে পারে, তাহলে মাঠে নামবে ৪ তারিখ। আর ৯ মার্চ রয়েছে ফাইনাল।

Also Read: CT 2025: আইসিসি’র চাপে পিছু হটছে বিসিসিআই, জার্সিতে লিখতেই হচ্ছে ‘পাকিস্তান’ !!

Leave a comment

Your email address will not be published. Required fields are marked *